ETV Bharat / bharat

Mallikarjun Kharge: কংগ্রেসের হাত ধরেই শক্তিশালী হয়েছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, সভাপতি নির্বাচিত হয়ে বললেন খাড়গে

নয়া সভাপতি পদে আসীন হয়ে খাড়গে জানালেন, জাতীয় কংগ্রেসের হাত ধরেই শক্তিশালী হয়েছে ভারতবর্ষের গণতন্ত্র (Kharge says democracy of India strengthened by INC) ৷ এদিন জয়ের পর সংবাদমাধ্যমকে খাড়গে জানান, স্বাধীনতার 75 বছরে কংগ্রেসের হাতেই সুরক্ষিত থেকেছে দেশের সংবিধান এবং ধারাবাহিকভাবে শক্তিশালী হয়েছে এদেশের গণতন্ত্র ৷

Mallikarjun Kharge
কংগ্রেসের হাত ধরেই শক্তিশালী হয়েছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, সভাপতি নির্বাচিত হয়ে বললেন খাড়গে
author img

By

Published : Oct 19, 2022, 10:39 PM IST

নয়াদিল্লি, 19 অক্টোবর: প্রায় আড়াই দশক বাদে অ-গান্ধি সভাপতি পেল ভারতের জাতীয় কংগ্রেস ৷ নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের (Shashi Tharoor) বিরুদ্ধে প্রশ্নাতীতভাবেই এগিয়ে ছিলেন কর্নাটকের দলিত নেতা ৷ ফল বেরোতে সেই সম্ভাবনাতেই সিলমোহর পড়ল ৷ অ-গান্ধি হলেও গান্ধি পরিবারের সমর্থনের হাত মাথায় নিয়েই সোনিয়া গান্ধির (Sonia Gandhi) উত্তরসূরি হলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷ আর নয়া সভাপতি পদে আসীন হয়ে খাড়গে জানালেন, জাতীয় কংগ্রেসের হাত ধরেই শক্তিশালী হয়েছে ভারতবর্ষের গণতন্ত্র (Kharge says democracy of India strengthened by INC) ৷

এদিন জয়ের পর সংবাদমাধ্যমকে খাড়গে জানান, স্বাধীনতার 75 বছরে কংগ্রেসের হাতেই সুরক্ষিত থেকেছে দেশের সংবিধান এবং ধারাবাহিকভাবে শক্তিশালী হয়েছে এদেশের গণতন্ত্র ৷ জাতীয় কংগ্রেসের নয়া সভাপতি বলেন, "যখনই গণতন্ত্র বিপদের সম্মুখীন হয়েছে, সংবিধান আক্রান্ত হয়েছে, প্রতিষ্ঠানে ভাঙচুর চলেছে তখনই রুখে দাঁড়িয়েছে কংগ্রেস ৷ জাতীয় স্তরে সাংগাঠনিক নির্বাচন আয়োজন করে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার নিরন্তর প্রয়াস চালিয়ে গিয়েছে ৷"

থারুর যেমন হারের পরও খাড়গের কাঁধে কাঁধ মিলিয়ে সর্বস্তরে সহযোগিতার কথা জানিয়েছেন (Shashi Tharoor wishes to co-operate INC new president Mallikarjun Kharge) ৷ তেমন রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা অভিনন্দন জানান, সাংসদ থারুরকে ৷ জয়ের পর এদিন নয়া সভাপতির বাসভবনে এসে তাঁকে অভিনন্দন জানিয়ে যান তিরুঅনন্তপুরের সাংসদ ৷ সেখানে দলের সর্বাঙ্গীন উন্নতিতে আগামীর কিছু পরিকল্পনা নিয়ে আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন খাড়গে ৷

আরও পড়ুন: 'কাঁধ মিলিয়ে লড়বেন একসঙ্গে', হারের পর বাসভবনে গিয়ে খাড়গেজি-কে বললেন থারুর

খাড়গের বাসভবনে এদিন এসেছিলেন বিদায়ী সভাপতি সোনিয়া গান্ধিও ৷ দলের সমস্ত কর্মী-সমর্থকের হয়ে এদিন সোনিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন মনমোহন সিং'য়ের মন্ত্রিসভার এই সদস্য ৷ খাড়গে বলেন, "গত 25 বছর ধরে দলের স্বার্থে ত্যাগ স্বীকার করেছেন উনি (সোনিয়া) ৷ তাঁর নেতৃত্বেই আমরা দু'বার কেন্দ্রে সরকার গঠন করি ৷ দলের সভাপতি হিসেবে ওনার অবদান ইতিহাসে লেখা রাখবে ৷"

নয়াদিল্লি, 19 অক্টোবর: প্রায় আড়াই দশক বাদে অ-গান্ধি সভাপতি পেল ভারতের জাতীয় কংগ্রেস ৷ নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের (Shashi Tharoor) বিরুদ্ধে প্রশ্নাতীতভাবেই এগিয়ে ছিলেন কর্নাটকের দলিত নেতা ৷ ফল বেরোতে সেই সম্ভাবনাতেই সিলমোহর পড়ল ৷ অ-গান্ধি হলেও গান্ধি পরিবারের সমর্থনের হাত মাথায় নিয়েই সোনিয়া গান্ধির (Sonia Gandhi) উত্তরসূরি হলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷ আর নয়া সভাপতি পদে আসীন হয়ে খাড়গে জানালেন, জাতীয় কংগ্রেসের হাত ধরেই শক্তিশালী হয়েছে ভারতবর্ষের গণতন্ত্র (Kharge says democracy of India strengthened by INC) ৷

এদিন জয়ের পর সংবাদমাধ্যমকে খাড়গে জানান, স্বাধীনতার 75 বছরে কংগ্রেসের হাতেই সুরক্ষিত থেকেছে দেশের সংবিধান এবং ধারাবাহিকভাবে শক্তিশালী হয়েছে এদেশের গণতন্ত্র ৷ জাতীয় কংগ্রেসের নয়া সভাপতি বলেন, "যখনই গণতন্ত্র বিপদের সম্মুখীন হয়েছে, সংবিধান আক্রান্ত হয়েছে, প্রতিষ্ঠানে ভাঙচুর চলেছে তখনই রুখে দাঁড়িয়েছে কংগ্রেস ৷ জাতীয় স্তরে সাংগাঠনিক নির্বাচন আয়োজন করে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার নিরন্তর প্রয়াস চালিয়ে গিয়েছে ৷"

থারুর যেমন হারের পরও খাড়গের কাঁধে কাঁধ মিলিয়ে সর্বস্তরে সহযোগিতার কথা জানিয়েছেন (Shashi Tharoor wishes to co-operate INC new president Mallikarjun Kharge) ৷ তেমন রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা অভিনন্দন জানান, সাংসদ থারুরকে ৷ জয়ের পর এদিন নয়া সভাপতির বাসভবনে এসে তাঁকে অভিনন্দন জানিয়ে যান তিরুঅনন্তপুরের সাংসদ ৷ সেখানে দলের সর্বাঙ্গীন উন্নতিতে আগামীর কিছু পরিকল্পনা নিয়ে আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন খাড়গে ৷

আরও পড়ুন: 'কাঁধ মিলিয়ে লড়বেন একসঙ্গে', হারের পর বাসভবনে গিয়ে খাড়গেজি-কে বললেন থারুর

খাড়গের বাসভবনে এদিন এসেছিলেন বিদায়ী সভাপতি সোনিয়া গান্ধিও ৷ দলের সমস্ত কর্মী-সমর্থকের হয়ে এদিন সোনিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন মনমোহন সিং'য়ের মন্ত্রিসভার এই সদস্য ৷ খাড়গে বলেন, "গত 25 বছর ধরে দলের স্বার্থে ত্যাগ স্বীকার করেছেন উনি (সোনিয়া) ৷ তাঁর নেতৃত্বেই আমরা দু'বার কেন্দ্রে সরকার গঠন করি ৷ দলের সভাপতি হিসেবে ওনার অবদান ইতিহাসে লেখা রাখবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.