ETV Bharat / bharat

Lalu Over ED Raid: গর্ভবতী পুত্রবধূকে 15 ঘণ্টা বসিয়ে রেখেছে ইডি, অভিযোগ লালুর; পাশে খাড়গে - লালু প্রসাদ যাদব

শুক্রবার আরজেডি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷ তাঁর ছেলে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দক্ষিণ দিল্লির বাড়িতেও যায় সংস্থা ৷ সন্তানসম্ভবা পুত্রবধূ ও ছোট্ট নাতনিদের হেনস্থার অভিযোগ তুললেন আরজেডি প্রধান (Lalu Prasad Yadav alleges harassment over ED raids) ৷

Lalu Prasad Yadav
লালু প্রসাদ যাদব
author img

By

Published : Mar 11, 2023, 11:38 AM IST

Updated : Mar 11, 2023, 2:07 PM IST

পটনা, 11 মার্চ: "আমরা জরুরি অবস্থার কালো দিন দেখেছি ৷ আমরা ওই লড়াইটা লড়েছি"। তাঁর আত্মীয় থেকে শুরু করে ছেলের বাড়িতে তল্লাশির পর সামাজিক মাধ্যমে এমনই টুইট করলেন প্রবীণ নেতা লালুপ্রসাদ যাদব ৷ আর এবার তিনি পাশে পেলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও ৷ বিহারে নিয়োগ দুর্নীতিতে তাঁর ও স্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের নাম জড়িয়েছে ৷ শুক্রবার আর্থিক নয়ছয়ের অভিযোগে বিহারের বিভিন্ন শহরে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এর মধ্যে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের পরিবারের এক সদস্যদের বাড়িতেও যায় ইডি ৷ বাদ যায়নি তাঁর গর্ভবতী পুত্রবধূর বাড়ি (Mallikarjun Kharge stands by Lalu Prasad Yadav against ED Raids) ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযান নিয়ে লালুপ্রসাদ লেখেন,"আজ আমার মেয়েদের থেকে শুরু করে ছোট্ট নাতনি এবং গর্ভবতী পুত্রবধূকে 15 ঘণ্টা ধরে বসিয়ে রেখেছিল ইডি ৷ ভিত্তিহীন মামলা দিয়ে বিজেপি প্রতিশোধ নিচ্ছে ৷ বিজেপি এতটাই নীচে নেমেছে। ওরা আমাদের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ করুক।" এই ঘটনায় সরব হয়েছে মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে লেখেন, "গত 14 ঘণ্টা ধরে মোদিজি বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাড়িতে ইডিকে রেখে দিয়েছে ৷ তাঁর সন্তানসম্ভবা স্ত্রী থেকে শুরু করে বোনেদের হয়রান করা হচ্ছে ৷ লালুজির বয়স হয়েছে ৷ তিনি অসুস্থ ৷ এতকিছু সত্ত্বেও মোদি সরকার তাঁর প্রতি কোনও মানবিকতা দেখাচ্ছে না ৷"

  • हमने आपातकाल का काला दौर भी देखा है। हमने वह लड़ाई भी लड़ी थी। आधारहीन प्रतिशोधात्मक मामलों में आज मेरी बेटियों, नन्हें-मुन्ने नातियों और गर्भवती पुत्रवधु को भाजपाई ED ने 15 घंटों से बैठा रखा है। क्या इतने निम्नस्तर पर उतर कर बीजेपी हमसे राजनीतिक लड़ाई लड़ेंगी?

    — Lalu Prasad Yadav (@laluprasadrjd) March 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সভাপতি আরও বলেন, "মোদি সরকার বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি-সিবিআইকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চালাচ্ছে ৷ এদিকে যখন কোটি কোটি টাকা নিয়ে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তখন এই সংস্থাগুলোে কোথায় ছিল ?" শিল্পপতি গৌতম আদানির নাম না নিয়ে তিনি লেখেন, "যখন 'প্রিয় বন্ধু'র সম্পদ আকাশ ছুঁয়েছে, তখন কোনও তদন্ত হচ্ছে না কেন ?" কংগ্রেস-সহ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, গৌতম আদানি নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ ৷

আরও পড়ুন: দিল্লিতে লালুর সঙ্গে সাক্ষাতে বিরোধী ঐক্যের বার্তা ইয়েচুরির

এদিন ইডি পটনা, ফুলওয়াড়ি শরিফ, দিল্লি-এনসিআর, রাঁচি, মুম্বইয়ে তল্লাশি চালায় ৷ এর মধ্যে লালুপ্রসাদের মেয়ে রাগিনী যাদব, ছন্দা যাদব, হেমা যাদব, প্রাক্তন আরজেডি বিধায়ক সৈয়দ আবু দোজানা, অমিত কাতিয়াল, নবদীপ সারদানা এবং প্রবীণ জৈনের বাড়িও ছিল ৷ তল্লাশি শেষে 53 লক্ষ টাকা, 1 হাজার 900 মার্কিন ডলার, প্রায় 540 গ্রাম সোনার বাট, 1.5 কেজি সোনার গয়না বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে ৷ এমনকী লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের দক্ষিণ দিল্লির বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সে সময় বাড়িতে ছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী (Bihar Deputy Chief Minister, Tejashwi Yadav) ৷

পটনা, 11 মার্চ: "আমরা জরুরি অবস্থার কালো দিন দেখেছি ৷ আমরা ওই লড়াইটা লড়েছি"। তাঁর আত্মীয় থেকে শুরু করে ছেলের বাড়িতে তল্লাশির পর সামাজিক মাধ্যমে এমনই টুইট করলেন প্রবীণ নেতা লালুপ্রসাদ যাদব ৷ আর এবার তিনি পাশে পেলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও ৷ বিহারে নিয়োগ দুর্নীতিতে তাঁর ও স্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের নাম জড়িয়েছে ৷ শুক্রবার আর্থিক নয়ছয়ের অভিযোগে বিহারের বিভিন্ন শহরে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এর মধ্যে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের পরিবারের এক সদস্যদের বাড়িতেও যায় ইডি ৷ বাদ যায়নি তাঁর গর্ভবতী পুত্রবধূর বাড়ি (Mallikarjun Kharge stands by Lalu Prasad Yadav against ED Raids) ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযান নিয়ে লালুপ্রসাদ লেখেন,"আজ আমার মেয়েদের থেকে শুরু করে ছোট্ট নাতনি এবং গর্ভবতী পুত্রবধূকে 15 ঘণ্টা ধরে বসিয়ে রেখেছিল ইডি ৷ ভিত্তিহীন মামলা দিয়ে বিজেপি প্রতিশোধ নিচ্ছে ৷ বিজেপি এতটাই নীচে নেমেছে। ওরা আমাদের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ করুক।" এই ঘটনায় সরব হয়েছে মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে লেখেন, "গত 14 ঘণ্টা ধরে মোদিজি বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাড়িতে ইডিকে রেখে দিয়েছে ৷ তাঁর সন্তানসম্ভবা স্ত্রী থেকে শুরু করে বোনেদের হয়রান করা হচ্ছে ৷ লালুজির বয়স হয়েছে ৷ তিনি অসুস্থ ৷ এতকিছু সত্ত্বেও মোদি সরকার তাঁর প্রতি কোনও মানবিকতা দেখাচ্ছে না ৷"

  • हमने आपातकाल का काला दौर भी देखा है। हमने वह लड़ाई भी लड़ी थी। आधारहीन प्रतिशोधात्मक मामलों में आज मेरी बेटियों, नन्हें-मुन्ने नातियों और गर्भवती पुत्रवधु को भाजपाई ED ने 15 घंटों से बैठा रखा है। क्या इतने निम्नस्तर पर उतर कर बीजेपी हमसे राजनीतिक लड़ाई लड़ेंगी?

    — Lalu Prasad Yadav (@laluprasadrjd) March 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সভাপতি আরও বলেন, "মোদি সরকার বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি-সিবিআইকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চালাচ্ছে ৷ এদিকে যখন কোটি কোটি টাকা নিয়ে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তখন এই সংস্থাগুলোে কোথায় ছিল ?" শিল্পপতি গৌতম আদানির নাম না নিয়ে তিনি লেখেন, "যখন 'প্রিয় বন্ধু'র সম্পদ আকাশ ছুঁয়েছে, তখন কোনও তদন্ত হচ্ছে না কেন ?" কংগ্রেস-সহ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, গৌতম আদানি নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ ৷

আরও পড়ুন: দিল্লিতে লালুর সঙ্গে সাক্ষাতে বিরোধী ঐক্যের বার্তা ইয়েচুরির

এদিন ইডি পটনা, ফুলওয়াড়ি শরিফ, দিল্লি-এনসিআর, রাঁচি, মুম্বইয়ে তল্লাশি চালায় ৷ এর মধ্যে লালুপ্রসাদের মেয়ে রাগিনী যাদব, ছন্দা যাদব, হেমা যাদব, প্রাক্তন আরজেডি বিধায়ক সৈয়দ আবু দোজানা, অমিত কাতিয়াল, নবদীপ সারদানা এবং প্রবীণ জৈনের বাড়িও ছিল ৷ তল্লাশি শেষে 53 লক্ষ টাকা, 1 হাজার 900 মার্কিন ডলার, প্রায় 540 গ্রাম সোনার বাট, 1.5 কেজি সোনার গয়না বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে ৷ এমনকী লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের দক্ষিণ দিল্লির বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সে সময় বাড়িতে ছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী (Bihar Deputy Chief Minister, Tejashwi Yadav) ৷

Last Updated : Mar 11, 2023, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.