ETV Bharat / bharat

কূটনৈতিক চাপানউতোরের মাঝেই ভারত সফরের দিকে নজর প্রেসিডেন্ট মুইজুর - Muizzu

Maldivian President Muizzu: কূটনৈতিক দ্বন্দ্বের মাঝেই মুইজুর ভারত সফরের প্রস্তাব দিল মালে প্রেসিডেন্ট অফিস ৷ সেই প্রস্তাবের বিষয়ে মন্তব্য করেনি বিদেশমন্ত্রক ৷

Maldivian President Muizzu
মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজু
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 8:13 PM IST

নয়াদিল্লি, 9 জানুয়ারি: মলদ্বীপের সঙ্গে কূটনৈতিক চাপানউতোরের মাঝেই ভারত সফর করতে চান মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজু ৷ চিন সফরের পরেই তাঁর ভারত সফরের প্রস্তাব দেওয়া হল মালে প্রেসিডেন্ট অফিসের তরফে ৷ এই মাসের শেষের দিকে ভারত সফর করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে । তবে ভারতের বিদেশমন্ত্রক এখনও এই সফরের বিষয়ে কোনও মন্তব্য করেনি । চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে মুইজু বর্তমানে বেজিং সফরে রয়েছেন । তিনি এমন একটা সময়ে চিনে সফর এমন করছেন যখন দ্বীপরাষ্ট্রটি ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বে জড়িয়েছে ৷

মহম্মদ মুইজু 2023 সালের নভেম্বরে মলদ্বীপের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন ৷ তাঁর নির্বাচনী প্রচারে তিনি ভারত বিরোধী মনোভাবকে তুলে ধরেছিলেন ৷ মুইজু জানিয়েছিনে, ক্ষমতায় এলে তিনি মলদ্বীপ থেকে প্রায় 75 জন ভারতীয় সামরিক কর্মীদের ছোট দলকে দেশ থেকে সরিয়ে দেবেন এবং মলদ্বীপের 'প্রথম ভারত' নীতি পরিবর্তন আনবেন ৷

এখানে এটি উল্লেখ করা প্রয়োজন যে সাম্প্রতিক অতীতে মুইজুরের আগের প্রেসিডেন্টরা বিস্তৃত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারতের সঙ্গে মলদ্বীপের ঘনিষ্ঠতা বিবেচনা করে প্রথমে ভারত সফর করেছিলেন ৷ তারপরে চিন সফরে যান ৷ চিন মলদ্বীপে বড় প্রকল্পে বিনিয়োগ করে দ্বীপরাষ্ট্রে তার প্রভাব বিস্তার করেছে ।

সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর এই সফরকে ঘিরে অবমাননাকর মন্তব্য করেন মলদ্বীপের তিন মন্ত্রী ৷ প্রধানমন্ত্রী মোদির সফরকে মলদ্বীপের খরচে লাক্ষাদ্বীপে পর্যটন বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হয় । এরপরেই এই দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপানউতোর তৈরি হয় । পরে অবশ্য ওই তিন মন্ত্রীকে সাসপেন্ড করেছে মলদ্বীপ সরকার ৷

আরও পড়ুন:

  1. বেজিংয়ে মলদ্বীপের প্রেসিডেন্ট, দক্ষিণ ভারত মহাসাগরে চিনা প্রভাব মোকাবিলায় পর্যটনই হাতিয়ার ভারতের ?
  2. বিদেশমন্ত্রকের তলবে সাউথ ব্লকে মলদ্বীপের রাষ্ট্রদূত
  3. ভারতীয় পর্যটক না-এলে ধুঁকবে ব্যবসা, মেনে নিল মলদ্বীপ পর্যটন-মহল

নয়াদিল্লি, 9 জানুয়ারি: মলদ্বীপের সঙ্গে কূটনৈতিক চাপানউতোরের মাঝেই ভারত সফর করতে চান মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজু ৷ চিন সফরের পরেই তাঁর ভারত সফরের প্রস্তাব দেওয়া হল মালে প্রেসিডেন্ট অফিসের তরফে ৷ এই মাসের শেষের দিকে ভারত সফর করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে । তবে ভারতের বিদেশমন্ত্রক এখনও এই সফরের বিষয়ে কোনও মন্তব্য করেনি । চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে মুইজু বর্তমানে বেজিং সফরে রয়েছেন । তিনি এমন একটা সময়ে চিনে সফর এমন করছেন যখন দ্বীপরাষ্ট্রটি ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বে জড়িয়েছে ৷

মহম্মদ মুইজু 2023 সালের নভেম্বরে মলদ্বীপের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন ৷ তাঁর নির্বাচনী প্রচারে তিনি ভারত বিরোধী মনোভাবকে তুলে ধরেছিলেন ৷ মুইজু জানিয়েছিনে, ক্ষমতায় এলে তিনি মলদ্বীপ থেকে প্রায় 75 জন ভারতীয় সামরিক কর্মীদের ছোট দলকে দেশ থেকে সরিয়ে দেবেন এবং মলদ্বীপের 'প্রথম ভারত' নীতি পরিবর্তন আনবেন ৷

এখানে এটি উল্লেখ করা প্রয়োজন যে সাম্প্রতিক অতীতে মুইজুরের আগের প্রেসিডেন্টরা বিস্তৃত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারতের সঙ্গে মলদ্বীপের ঘনিষ্ঠতা বিবেচনা করে প্রথমে ভারত সফর করেছিলেন ৷ তারপরে চিন সফরে যান ৷ চিন মলদ্বীপে বড় প্রকল্পে বিনিয়োগ করে দ্বীপরাষ্ট্রে তার প্রভাব বিস্তার করেছে ।

সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর এই সফরকে ঘিরে অবমাননাকর মন্তব্য করেন মলদ্বীপের তিন মন্ত্রী ৷ প্রধানমন্ত্রী মোদির সফরকে মলদ্বীপের খরচে লাক্ষাদ্বীপে পর্যটন বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হয় । এরপরেই এই দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপানউতোর তৈরি হয় । পরে অবশ্য ওই তিন মন্ত্রীকে সাসপেন্ড করেছে মলদ্বীপ সরকার ৷

আরও পড়ুন:

  1. বেজিংয়ে মলদ্বীপের প্রেসিডেন্ট, দক্ষিণ ভারত মহাসাগরে চিনা প্রভাব মোকাবিলায় পর্যটনই হাতিয়ার ভারতের ?
  2. বিদেশমন্ত্রকের তলবে সাউথ ব্লকে মলদ্বীপের রাষ্ট্রদূত
  3. ভারতীয় পর্যটক না-এলে ধুঁকবে ব্যবসা, মেনে নিল মলদ্বীপ পর্যটন-মহল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.