ETV Bharat / bharat

The Kerala Story: দিল্লিতে 'দ্য কেরালা স্টোরি' করমুক্ত করার দাবিতে কেজরিকে চিঠি বিজেপি নেতার - অরবিন্দ কেজরিওয়াল

দিল্লিতে 'দ্য কেরালা স্টোরি' করমুক্ত করার দাবিতে অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি দিলেন বিজেপি মুখপাত্র প্রবীণ শংকর কাপুর ৷

দ্য কেরালা স্টোরি
দ্য কেরালা স্টোরি
author img

By

Published : May 7, 2023, 4:53 PM IST

নয়াদিল্লি, 7 মে: রাজধানী দিল্লিতে 'দ্য কেরালা স্টোরি' করমুক্ত করার দাবি তুলল বিজেপি ৷ ভারতীয় জনতা পার্টির মুখপাত্র প্রবীণ শংকর কাপুর এই দাবি জানিয়ে রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একটি চিঠি লিখেছেন ৷ তাঁর দাবি, সদ্য মুক্তি পাওয়া এই ছবি লাভ জিহাদ, ধর্মান্তরিতকরণ এবং সন্ত্রাসবাদের ষড়যন্ত্র তুলে ধরেছে ৷ ফলে এটি যাতে সবাই দেখতে পারেন, সে জন্য এই ছবিকে করমুক্ত করা উচিত ৷

প্রবীণ শংকর কাপুর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের কাছে চিঠিতে লিখেছেন, "গত রাতে আমি সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'দ্য কেরালা স্টোরি' দেখেছি যা একটি অদম্য ছাপ রেখে গিয়েছে । এই ছবি আমাকে কেরালায় গুরুতর সমস্যাগুলি সম্পর্কে সচেতন করেছে । মুভিটি রাজ্যে লাভ জিহাদ, ধর্মান্তর এবং সন্ত্রাসবাদের ষড়যন্ত্র উন্মোচন করে ৷ মুখ্যমন্ত্রী হয়ে আপনার সেন্সরবোর্ডের সঙ্গে কথা বলা উচিত এবং এটিকে 'এ' এর পরিবর্তে 'ইউ-এ' শ্রেণীবদ্ধ করা উচিত যাতে আরও বেশি সংখ্যক মেয়ে ছবিটি দেখতে পারে এবং লাভ জিহাদের সত্যতা বুঝতে পারে ৷"

জাতীয় রাজধানীতে সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'দ্য কেরালা স্টোরি'কে করমুক্ত করারও আবেদন জানিয়েছেন তিনি ৷ এ ছাড়াও একাদশ, দ্বাদশ এবং স্নাতকের ছাত্রীদের জন্য একটি বিনামূল্যের শো আয়োজন করারও আর্জি জানিয়েছেন বিজেপি মুখপাত্র ৷ তিনি লিখেছেন, "আমি একমত যে 'কেরালা স্টোরি' কেরালা রাজ্যের পটভূমির উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র, তবে এতে সমগ্র দেশের জন্য, বিশেষ করে হিন্দু মেয়েদের জন্য একটি সামাজিক বার্তা রয়েছে ৷" তিনি কেজরিওয়ালকে তাঁর পরিবারের সঙ্গে ছবিটি দেখার জন্যও অনুরোধ করেছেন ।

ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর রাজ্যে 'দ্য কেরালা স্টোরি' ফিল্মকে করমুক্ত করেছেন ৷ তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, কেরালা স্টোরি লাভ জিহাদ, ধর্মান্তরকরণ এবং সন্ত্রাসবাদের ষড়যন্ত্রের প্রেক্ষপটে তৈরি হয়েছে ৷ কীভাবে মেয়েরা ক্ষণিকের আবেগে লাভ জিহাদের ফাঁদে আটকে যায় এবং কীভাবে তাঁরা ধ্বংসের পথে এগিয়ে যায় সেই তথ্য তুলে ধরেছে এই ছবি ৷ চলচ্চিত্রটি সন্ত্রাসবাদের নকশাকেও প্রকাশ করে । এই চলচ্চিত্রটি মানুষকে সচেতন করে তোলে ৷ চৌহান আরও বলেন যে, ছবিটি মানুষকে ধর্মান্তরকরণ সম্পর্কে সচেতন করে এবং সব শিশুদের ছবিটি দেখা উচিত ।

আরও পড়ুন: 'দ্য কেরালা স্টোরি'-কে মধ্যপ্রদেশে করমুক্ত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, 7 মে: রাজধানী দিল্লিতে 'দ্য কেরালা স্টোরি' করমুক্ত করার দাবি তুলল বিজেপি ৷ ভারতীয় জনতা পার্টির মুখপাত্র প্রবীণ শংকর কাপুর এই দাবি জানিয়ে রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একটি চিঠি লিখেছেন ৷ তাঁর দাবি, সদ্য মুক্তি পাওয়া এই ছবি লাভ জিহাদ, ধর্মান্তরিতকরণ এবং সন্ত্রাসবাদের ষড়যন্ত্র তুলে ধরেছে ৷ ফলে এটি যাতে সবাই দেখতে পারেন, সে জন্য এই ছবিকে করমুক্ত করা উচিত ৷

প্রবীণ শংকর কাপুর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের কাছে চিঠিতে লিখেছেন, "গত রাতে আমি সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'দ্য কেরালা স্টোরি' দেখেছি যা একটি অদম্য ছাপ রেখে গিয়েছে । এই ছবি আমাকে কেরালায় গুরুতর সমস্যাগুলি সম্পর্কে সচেতন করেছে । মুভিটি রাজ্যে লাভ জিহাদ, ধর্মান্তর এবং সন্ত্রাসবাদের ষড়যন্ত্র উন্মোচন করে ৷ মুখ্যমন্ত্রী হয়ে আপনার সেন্সরবোর্ডের সঙ্গে কথা বলা উচিত এবং এটিকে 'এ' এর পরিবর্তে 'ইউ-এ' শ্রেণীবদ্ধ করা উচিত যাতে আরও বেশি সংখ্যক মেয়ে ছবিটি দেখতে পারে এবং লাভ জিহাদের সত্যতা বুঝতে পারে ৷"

জাতীয় রাজধানীতে সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'দ্য কেরালা স্টোরি'কে করমুক্ত করারও আবেদন জানিয়েছেন তিনি ৷ এ ছাড়াও একাদশ, দ্বাদশ এবং স্নাতকের ছাত্রীদের জন্য একটি বিনামূল্যের শো আয়োজন করারও আর্জি জানিয়েছেন বিজেপি মুখপাত্র ৷ তিনি লিখেছেন, "আমি একমত যে 'কেরালা স্টোরি' কেরালা রাজ্যের পটভূমির উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র, তবে এতে সমগ্র দেশের জন্য, বিশেষ করে হিন্দু মেয়েদের জন্য একটি সামাজিক বার্তা রয়েছে ৷" তিনি কেজরিওয়ালকে তাঁর পরিবারের সঙ্গে ছবিটি দেখার জন্যও অনুরোধ করেছেন ।

ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর রাজ্যে 'দ্য কেরালা স্টোরি' ফিল্মকে করমুক্ত করেছেন ৷ তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, কেরালা স্টোরি লাভ জিহাদ, ধর্মান্তরকরণ এবং সন্ত্রাসবাদের ষড়যন্ত্রের প্রেক্ষপটে তৈরি হয়েছে ৷ কীভাবে মেয়েরা ক্ষণিকের আবেগে লাভ জিহাদের ফাঁদে আটকে যায় এবং কীভাবে তাঁরা ধ্বংসের পথে এগিয়ে যায় সেই তথ্য তুলে ধরেছে এই ছবি ৷ চলচ্চিত্রটি সন্ত্রাসবাদের নকশাকেও প্রকাশ করে । এই চলচ্চিত্রটি মানুষকে সচেতন করে তোলে ৷ চৌহান আরও বলেন যে, ছবিটি মানুষকে ধর্মান্তরকরণ সম্পর্কে সচেতন করে এবং সব শিশুদের ছবিটি দেখা উচিত ।

আরও পড়ুন: 'দ্য কেরালা স্টোরি'-কে মধ্যপ্রদেশে করমুক্ত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.