ETV Bharat / bharat

Mumbai building fire : মুম্বইয়ের বহুতল আবাসনের আগুন কাড়ল 7 জনের প্রাণ - Major fire breaks out at 20 storeyed building in mumbai

সাত সকালে আগুন লাগল বহুতল আবাসনের 18 তলায় ৷ এখনও অবধি মারা গিয়েছেন 7 জন (Mumbai building fire) ৷

Mumbai Building in Fire
মুম্বইয়ে বহুতল আবাসনে আগুন
author img

By

Published : Jan 22, 2022, 10:28 AM IST

Updated : Jan 22, 2022, 11:17 AM IST

মুম্বইয়ে, 22 জানুয়ারি : ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ে ৷ শনিবার সকালে মুম্বইয়ের একটি বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায় কমপক্ষে 7 জন মারা গিয়েছেন আর এখনও পর্যন্ত আহত 15 ৷ আজ মধ্য মুম্বইয়ের তারদেও অঞ্চলের একটি 20তল বিশিষ্ট আবাসনে আগুন লাগে ৷ বহুতলটি ভাটিয়া হাসপাতালের একদম কাছে (Major fire breaks out at 20 storeyed building in mumbai) ৷ এর 18তলায় লেভেল-4 মানের অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি গিয়ে পৌঁছয় দমকলের 13টি ইঞ্জিন ৷ কীভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন : Fire at Cooch Behar MJN Hospital : কোচবিহার মেডিক্যালের ডায়ালিসিস ওয়ার্ডে আগুন

বিএমসি (Brihanmumbai Municipal Corporation, BMC) সূত্রে জানা গিয়েছে, সকাল আনুমানিক 7টা নাগাদ কমলা বিল্ডিংয়ে আগুন লাগে ৷ এটি গোয়ালিয়া ট্যাঙ্কের গান্ধি হাসপাতালের ঠিক উল্টোদিকে অবস্থিত ৷ বিএমসির এক আধিকারিক বলেন, "নিচের তলা-সহ মোট 20 তলার বিল্ডিং ৷ 18 তলায় আগুন লাগে ৷ খবর পাওয়া মাত্র দমকল বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ দমকলের 13টি ইঞ্জিন, 7টি জলের জেটি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে ৷"

তিনি এই আগুন লাগাকে লেভেল-4 অর্থাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করেন ৷ মহারাষ্ট্রের বিজেপি সভাপতি তথা বিধায়ক মঙ্গল প্রভাত লোধা বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ৷"

মুম্বইয়ে, 22 জানুয়ারি : ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ে ৷ শনিবার সকালে মুম্বইয়ের একটি বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায় কমপক্ষে 7 জন মারা গিয়েছেন আর এখনও পর্যন্ত আহত 15 ৷ আজ মধ্য মুম্বইয়ের তারদেও অঞ্চলের একটি 20তল বিশিষ্ট আবাসনে আগুন লাগে ৷ বহুতলটি ভাটিয়া হাসপাতালের একদম কাছে (Major fire breaks out at 20 storeyed building in mumbai) ৷ এর 18তলায় লেভেল-4 মানের অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি গিয়ে পৌঁছয় দমকলের 13টি ইঞ্জিন ৷ কীভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন : Fire at Cooch Behar MJN Hospital : কোচবিহার মেডিক্যালের ডায়ালিসিস ওয়ার্ডে আগুন

বিএমসি (Brihanmumbai Municipal Corporation, BMC) সূত্রে জানা গিয়েছে, সকাল আনুমানিক 7টা নাগাদ কমলা বিল্ডিংয়ে আগুন লাগে ৷ এটি গোয়ালিয়া ট্যাঙ্কের গান্ধি হাসপাতালের ঠিক উল্টোদিকে অবস্থিত ৷ বিএমসির এক আধিকারিক বলেন, "নিচের তলা-সহ মোট 20 তলার বিল্ডিং ৷ 18 তলায় আগুন লাগে ৷ খবর পাওয়া মাত্র দমকল বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ দমকলের 13টি ইঞ্জিন, 7টি জলের জেটি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে ৷"

তিনি এই আগুন লাগাকে লেভেল-4 অর্থাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করেন ৷ মহারাষ্ট্রের বিজেপি সভাপতি তথা বিধায়ক মঙ্গল প্রভাত লোধা বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ৷"

Last Updated : Jan 22, 2022, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.