ETV Bharat / bharat

এই প্রথম নয়, গত 10 বছরে একাধিকবার রাস্তায় নেমেছেন কৃষকরা - কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবি

দেখে নেওয়া যাক, দেশজুড়ে গত 10 বছরে কোথায় কোথায় আন্দোলনে সামিল হয়েছেন কৃষকরা ।

farmers protest
farmers protest
author img

By

Published : Dec 10, 2020, 10:19 PM IST

কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা । কেন্দ্রীয় সরকারের আইন সংশোধনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আরও বড়সড় আন্দোলনের পথে নামতে চলেছে তারা । জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে । কিন্তু এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কৃষক আন্দোলনের সাক্ষী থেকেছে দেশ ।

গত 10 বছরে কৃষক আন্দোলনের ইতিবৃত্ত

  • 2020- দিল্লির সিঙ্ঘু বর্ডার- তিনটি নতুন কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ-আন্দোলন শুরু করে একাধিক কৃষক সংগঠন ।
  • 2019 -উত্তরপ্রদেশ- সেপ্টেম্বরে দিল্লির উদ্দেশে পদযাত্রা শুরু করেন উত্তরপ্রদেশের কৃষকরা । বর্ধিত বিদ্যুৎ বিলের বিরোধিতা সহ একাধিক দাবিতে পদযাত্রা । দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হয়নি তাঁদের ।
  • 2018 - দিল্লি - ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা ও কৃষিঋণ মকুবের দাবিতে নভেম্বরে 24টি রাজ্যের প্রায় 35 হাজার কৃষক মিছিল করে দিল্লি আসেন । বিরোধীদের সমর্থনের পাশাপাশি গোটা দেশ ভূমিহীন কৃষক ও কৃষিজমির মালিকদের ঐক্যের সাক্ষী ছিল ।
  • 2018 - মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাব, রাজস্থান ও উত্তরপ্রদেশ - এই পাঁচ রাজ্য়ের কৃষক সংগঠনগুলি জুন মাসে "গাঁও বনধ"-এর ডাক দেয় । দাবি ছিল, ঋণ মকুব, কৃষিঋণে ছাড় এবং পাম্পের জন্য বিনামূল্য়ে বিদ্যুৎ ।
  • 2018 - মহারাষ্ট্র - ঋণ মকুব ও স্বামীনাথন কমিশনের প্রস্তাবগুলি লাগু করার দাবিতে নাসিক থেকে মুম্বই পর্যন্ত 180 কিলোমিটার পদযাত্রা করেন 40 হাজার আদিবাসী কৃষক
  • 2017 - মধ্যপ্রদেশ - মান্দসৌরে প্রতিবাদে সামিল হন কৃষকরা । প্রতিবাদ চলাকালীন গুলি চালানোর ঘটনায় 6জন কৃষকের মৃত্যু হয় ।
  • 2017 - দিল্লি - তিরুচিরাপল্লি ও থাঞ্জাভুরের কৃষকরা খরা মোকাবিলায় গঠিত ত্রাণ তহবিলের 40 হাজার কোটি টাকা, উৎপাদনে সহায়তা, তামিলনাড়ুর কৃষকদের ঋণ মকুবের দাবিতে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন । 41 দিন পর 23 এপ্রিল তাঁরা প্রতিবাদ তুলে নেন ।
  • 2016 - কর্নাটক - মার্চ মাসে রাজ্য সরকারের খরা মোকাবিলায় পদক্ষেপ এবং বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন কৃষকরা । যা ধীরে ধীরে বড়সড় প্রতিবাদের চেহারা নেয় এবং একইসঙ্গে সেচ ও ভূগর্ভস্থ জলস্তর বাড়ানোর দাবিতেও বেঙ্গালুরুর রাস্তায় বিক্ষোভে প্রদর্শনে সামিল হন তাঁরা ।
  • 2015 - জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পুনর্বাসন বিল, 2015-র বিরুদ্ধে আন্দোলন শুরু করে কৃষক সংগঠনগুলি ।
  • 2015 - দিল্লি - কৃষকদের আত্মহত্যা, আয় হ্রাস এবং জিএমও নিয়ে জমি অধিগ্রহণ স্থগিতের দাবিতে 15টি রাজ্যের কয়েক হাজার কৃষক দিল্লির যন্তরমন্তরে জড়ো হন ।
  • 2014 - পঞ্জাব - পঞ্জাবে একটি বিক্ষোভ কর্মসূচিতে একজনের মৃত্যু হয় । বেশ কয়েকজন কৃষক, পুলিশ কর্তা আহত হন ।
  • 2013 - উত্তরপ্রদেশ - ডিসেম্বরে নয়ডায় এসপি-র বাসভবনের সামনে যমুনা ই-ওয়ের জন্য জমি অধিগ্রহণের ফলে আরও ক্ষতিপূরণ দাবি করে বিক্ষোভ দেখায় ভারতীয় কিষাণ ইউনিয়ন ।
  • 2012 - মহারাষ্ট্র - উৎপাদনে আরও ভালো দামের দাবিতে নভেম্বরে আখ চাষিরা পশ্চিম মহারাষ্ট্রে প্রতিবাদ করেছিলেন । মহারাষ্ট্রের কোলাপুর এবং সাঙ্গলিতে হয়েছিল প্রতিবাদ কর্মসূচি ।
  • 2011 - উত্তরপ্রদেশ - জমির জন্য রাজ্য সরকারের দেওয়া ক্ষতিপূরণ অপর্যাপ্ত দাবি করে প্রতিবাদে সামিল হন কৃষকরা ।

কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা । কেন্দ্রীয় সরকারের আইন সংশোধনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আরও বড়সড় আন্দোলনের পথে নামতে চলেছে তারা । জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে । কিন্তু এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কৃষক আন্দোলনের সাক্ষী থেকেছে দেশ ।

গত 10 বছরে কৃষক আন্দোলনের ইতিবৃত্ত

  • 2020- দিল্লির সিঙ্ঘু বর্ডার- তিনটি নতুন কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ-আন্দোলন শুরু করে একাধিক কৃষক সংগঠন ।
  • 2019 -উত্তরপ্রদেশ- সেপ্টেম্বরে দিল্লির উদ্দেশে পদযাত্রা শুরু করেন উত্তরপ্রদেশের কৃষকরা । বর্ধিত বিদ্যুৎ বিলের বিরোধিতা সহ একাধিক দাবিতে পদযাত্রা । দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হয়নি তাঁদের ।
  • 2018 - দিল্লি - ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা ও কৃষিঋণ মকুবের দাবিতে নভেম্বরে 24টি রাজ্যের প্রায় 35 হাজার কৃষক মিছিল করে দিল্লি আসেন । বিরোধীদের সমর্থনের পাশাপাশি গোটা দেশ ভূমিহীন কৃষক ও কৃষিজমির মালিকদের ঐক্যের সাক্ষী ছিল ।
  • 2018 - মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাব, রাজস্থান ও উত্তরপ্রদেশ - এই পাঁচ রাজ্য়ের কৃষক সংগঠনগুলি জুন মাসে "গাঁও বনধ"-এর ডাক দেয় । দাবি ছিল, ঋণ মকুব, কৃষিঋণে ছাড় এবং পাম্পের জন্য বিনামূল্য়ে বিদ্যুৎ ।
  • 2018 - মহারাষ্ট্র - ঋণ মকুব ও স্বামীনাথন কমিশনের প্রস্তাবগুলি লাগু করার দাবিতে নাসিক থেকে মুম্বই পর্যন্ত 180 কিলোমিটার পদযাত্রা করেন 40 হাজার আদিবাসী কৃষক
  • 2017 - মধ্যপ্রদেশ - মান্দসৌরে প্রতিবাদে সামিল হন কৃষকরা । প্রতিবাদ চলাকালীন গুলি চালানোর ঘটনায় 6জন কৃষকের মৃত্যু হয় ।
  • 2017 - দিল্লি - তিরুচিরাপল্লি ও থাঞ্জাভুরের কৃষকরা খরা মোকাবিলায় গঠিত ত্রাণ তহবিলের 40 হাজার কোটি টাকা, উৎপাদনে সহায়তা, তামিলনাড়ুর কৃষকদের ঋণ মকুবের দাবিতে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন । 41 দিন পর 23 এপ্রিল তাঁরা প্রতিবাদ তুলে নেন ।
  • 2016 - কর্নাটক - মার্চ মাসে রাজ্য সরকারের খরা মোকাবিলায় পদক্ষেপ এবং বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন কৃষকরা । যা ধীরে ধীরে বড়সড় প্রতিবাদের চেহারা নেয় এবং একইসঙ্গে সেচ ও ভূগর্ভস্থ জলস্তর বাড়ানোর দাবিতেও বেঙ্গালুরুর রাস্তায় বিক্ষোভে প্রদর্শনে সামিল হন তাঁরা ।
  • 2015 - জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পুনর্বাসন বিল, 2015-র বিরুদ্ধে আন্দোলন শুরু করে কৃষক সংগঠনগুলি ।
  • 2015 - দিল্লি - কৃষকদের আত্মহত্যা, আয় হ্রাস এবং জিএমও নিয়ে জমি অধিগ্রহণ স্থগিতের দাবিতে 15টি রাজ্যের কয়েক হাজার কৃষক দিল্লির যন্তরমন্তরে জড়ো হন ।
  • 2014 - পঞ্জাব - পঞ্জাবে একটি বিক্ষোভ কর্মসূচিতে একজনের মৃত্যু হয় । বেশ কয়েকজন কৃষক, পুলিশ কর্তা আহত হন ।
  • 2013 - উত্তরপ্রদেশ - ডিসেম্বরে নয়ডায় এসপি-র বাসভবনের সামনে যমুনা ই-ওয়ের জন্য জমি অধিগ্রহণের ফলে আরও ক্ষতিপূরণ দাবি করে বিক্ষোভ দেখায় ভারতীয় কিষাণ ইউনিয়ন ।
  • 2012 - মহারাষ্ট্র - উৎপাদনে আরও ভালো দামের দাবিতে নভেম্বরে আখ চাষিরা পশ্চিম মহারাষ্ট্রে প্রতিবাদ করেছিলেন । মহারাষ্ট্রের কোলাপুর এবং সাঙ্গলিতে হয়েছিল প্রতিবাদ কর্মসূচি ।
  • 2011 - উত্তরপ্রদেশ - জমির জন্য রাজ্য সরকারের দেওয়া ক্ষতিপূরণ অপর্যাপ্ত দাবি করে প্রতিবাদে সামিল হন কৃষকরা ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.