ETV Bharat / bharat

Gariahat Murder Case : গড়িয়াহাটে জোড়া খুনে ডায়মন্ড হারবার থেকে আটক পরিচারিকা - Arrest

ধৃতদের সঙ্গে এই খুনের কী যোগ, তা এখনও স্পষ্ট করেনি পুলিশ ৷ জানা গিয়েছে, কয়েক বছর আগে পর্যন্ত কাঁকুলিয়া রোডের ওই বাড়িতেই থাকতেন সুবীরবাবুর পরিবার ৷ সেই সময় ওই বাড়িতেই পরিচারিকার কাজ করত ধৃত মিঠু হালদার ৷

Gariahat Murder Case
গড়িয়াহাটে জোড়া খুনে ডায়মন্ড হারবার থেকে আটক পরিচারিকা
author img

By

Published : Oct 20, 2021, 3:55 PM IST

গড়িয়াহাট. 20 অক্টোবর : গড়িয়াহাটে জোড়া খুনের ঘটনায় একাধিক জায়গায় তল্লাশি শুরু করছেন লালবাজারের গোয়েন্দারা । এদিন এক আয়া ও দুই ব্যক্তিকে ডায়মন্ড হারবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা । তারপরেই তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে নিয়ে গেলেন হোমিসাইড শাখা ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত সুবীর চাকির পরিচিত এক মহিলা তাঁদের বাড়িতে আয়ার কাজ করতেন ৷ নাম মিঠু হালদার । মহিলার বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার থানার অধীনে । সেইমত এদিন লালবাজারের গোয়েন্দাদের দুই অফিসার ডায়মন্ড হারবার থানায় গিয়ে ওই মহিলাকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন । তারপরেই তাদের আটক করে পুলিশ ৷

আরও পড়ুন : Aryan Khan : ফের শাহরুখ-পুত্র আরিয়ানের জামিনের আবেদন খারিজ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তাঁরা একাধিক তথ্য পেয়েছেন । মূলত তিনি সুবীর চাকিকে কত দিন ধরে চিনতেন, সুবীর চাকি কী কাজ করতেন, বাইরে থেকে কে কে সুবীর চাকির সাথে দেখা করতে আসত এই সমস্ত তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয় । পাশাপাশি বিলাস হালদার, তপন হালদার নামের ওই দুই ব্যক্তিকেও একই জায়গায় জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা ।

আরও পড়ুন : Kushinagar Int. Airport : নির্বাচনের আগে বিমানবন্দর পেল যোগী-রাজ্য, উদ্বোধন প্রধানমন্ত্রীর

এদিন সুবীর চাকির গাড়ি চালক মৃত রবীন মণ্ডলের বাড়িতে গিয়েও দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চালায় গোয়ান্দারা । রবীন মণ্ডলের কোনও শত্রু ছিল কি না তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা । লালবাজার সূত্রে খবর, পরে ফের প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে । গোটা ঘটনার পর ঘটনাস্থলের কিছু সিসিটিভি ফুটেজ গোয়েন্দাদের হাতে আসলেও তাতে বিশেষ লাভ হয়নি । হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, মূলত সুবীর চাকির একাধিক সম্পত্তির উপরই লোভ ছিল আততায়ীদের । সুবীর চাকিকে যে তাঁরা হত্যা করবেন, তা পূর্ব পরিকল্পিত ছিল । তাই ঠান্ডা মাথায় খুন করে এলাকা ছেড়েছে খুনিরা ।

ইতিমধ্যেই তদন্তে নেমে গোয়েন্দারা একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছেন । লালবাজার সূত্রের খবর, তদন্তে নেমে এখনও অবধি 80 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে গোয়েন্দাদের । তাদের দেওয়া বয়ানও নথিভুক্ত করেছেন গোয়েন্দারা।

গড়িয়াহাট. 20 অক্টোবর : গড়িয়াহাটে জোড়া খুনের ঘটনায় একাধিক জায়গায় তল্লাশি শুরু করছেন লালবাজারের গোয়েন্দারা । এদিন এক আয়া ও দুই ব্যক্তিকে ডায়মন্ড হারবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা । তারপরেই তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে নিয়ে গেলেন হোমিসাইড শাখা ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত সুবীর চাকির পরিচিত এক মহিলা তাঁদের বাড়িতে আয়ার কাজ করতেন ৷ নাম মিঠু হালদার । মহিলার বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার থানার অধীনে । সেইমত এদিন লালবাজারের গোয়েন্দাদের দুই অফিসার ডায়মন্ড হারবার থানায় গিয়ে ওই মহিলাকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন । তারপরেই তাদের আটক করে পুলিশ ৷

আরও পড়ুন : Aryan Khan : ফের শাহরুখ-পুত্র আরিয়ানের জামিনের আবেদন খারিজ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তাঁরা একাধিক তথ্য পেয়েছেন । মূলত তিনি সুবীর চাকিকে কত দিন ধরে চিনতেন, সুবীর চাকি কী কাজ করতেন, বাইরে থেকে কে কে সুবীর চাকির সাথে দেখা করতে আসত এই সমস্ত তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয় । পাশাপাশি বিলাস হালদার, তপন হালদার নামের ওই দুই ব্যক্তিকেও একই জায়গায় জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা ।

আরও পড়ুন : Kushinagar Int. Airport : নির্বাচনের আগে বিমানবন্দর পেল যোগী-রাজ্য, উদ্বোধন প্রধানমন্ত্রীর

এদিন সুবীর চাকির গাড়ি চালক মৃত রবীন মণ্ডলের বাড়িতে গিয়েও দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চালায় গোয়ান্দারা । রবীন মণ্ডলের কোনও শত্রু ছিল কি না তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা । লালবাজার সূত্রে খবর, পরে ফের প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে । গোটা ঘটনার পর ঘটনাস্থলের কিছু সিসিটিভি ফুটেজ গোয়েন্দাদের হাতে আসলেও তাতে বিশেষ লাভ হয়নি । হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, মূলত সুবীর চাকির একাধিক সম্পত্তির উপরই লোভ ছিল আততায়ীদের । সুবীর চাকিকে যে তাঁরা হত্যা করবেন, তা পূর্ব পরিকল্পিত ছিল । তাই ঠান্ডা মাথায় খুন করে এলাকা ছেড়েছে খুনিরা ।

ইতিমধ্যেই তদন্তে নেমে গোয়েন্দারা একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছেন । লালবাজার সূত্রের খবর, তদন্তে নেমে এখনও অবধি 80 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে গোয়েন্দাদের । তাদের দেওয়া বয়ানও নথিভুক্ত করেছেন গোয়েন্দারা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.