নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: 2024 সালের লোকসভা নির্বাচনের আগে আজ শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেই বাজেটের দিকে তাকিয়ে দেশ ৷ তার কয়েক ঘণ্টা আগে ফের আদানি গোষ্ঠীকে নিশানা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ এদিন টুইটারে 2019 সালে তাঁর সেন্ট্রাল ভিজিল্যান্স কমিটিকে লেখা একটি চিঠি পোস্ট করলেন তিনি (Mahua Moitra Re-Post Letter to CVC) ৷ সেখানে আদানি ধামরা প্রজেক্টে একাধিক বেনিয়মের অভিযোগ (Irregularities in Adani Dhamra Project) করেছেন সাংসদ ৷
এদিন টুইটে সেই অভিযোগগুলিকে ফের একবার তুলে ধরে মহুয়া মৈত্র লিখেছেন, "সবার নজর আজকের বাজেটের দিকে ঘুরে যাওয়ার আগে আমি আরও সিভিসি ইন্ডিয়াকে লেখা 2019 সালের একটি চিঠি তুলে ধরলাম ৷ আদানি ধামরা প্রজেক্টে একাধিক বেনিয়ম নিয়ে আমি অভিযোগ জানিয়ে ছিলাম ৷ এখনও পর্যন্ত তার কোনও জবাব আসেনি, তদন্তও হয়নি ৷"
উল্লেখ্য, 2019 সালের 19 নভেম্বর সেন্ট্রাল ভিজিল্যান্স কমিটিকে একটি চিঠি লিখেছিলেন মহুয়া মৈত্র ৷ তাঁর অভিযোগ ছিল, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া অয়েল কো-অপারেশন লিমিটেডের সঙ্গে আদানি গোষ্ঠীর ধামরা এলএনজি লিমিটেডের টোলিং এগ্রিমেন্ট হয়েছিল ৷ সেই টোলিং এগ্রিমেন্টে বৈধ নয় ৷ আজ মোদি সরকারের দ্বিতীয় দফায় শেষ পূর্ণাঙ্গ বাজেট ৷ তার ঠিক আগে আদানি গোষ্ঠীকে সেই নিয়ে নিশানা করলেন মহুয়া ৷
-
Before focus shifts on budget today let again put out letter I had written to @CVCIndia in Nov 2019 re irregularities in Adani Dhamra project. No answers & no enquiry yet. pic.twitter.com/9KSji6OhDg
— Mahua Moitra (@MahuaMoitra) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Before focus shifts on budget today let again put out letter I had written to @CVCIndia in Nov 2019 re irregularities in Adani Dhamra project. No answers & no enquiry yet. pic.twitter.com/9KSji6OhDg
— Mahua Moitra (@MahuaMoitra) February 1, 2023Before focus shifts on budget today let again put out letter I had written to @CVCIndia in Nov 2019 re irregularities in Adani Dhamra project. No answers & no enquiry yet. pic.twitter.com/9KSji6OhDg
— Mahua Moitra (@MahuaMoitra) February 1, 2023
আরও পড়ুন: ধনীদের তালিকার প্রথম দশ থেকে ছিটকে গেলেন গৌতম আদানি
প্রসঙ্গত, গত 23 জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে ৷ সেখানে দাবি করা হয়েছে, আদানি গোষ্ঠী কয়েক দশক ধরে শেয়ার ম্যানিপুলেশন থেকে শুরু করে অ্যাকাউন্ট জালিয়াতি করছে ৷ এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরেই আদানি গোষ্ঠীর শেয়ার দর কমেছে ৷ দেশ ও বিদেশের বাজারে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে আদানি গোষ্ঠীর ৷ এমনকি বিশ্বের প্রথম দশ ধনী ব্যক্তির তালিকা থেকে নেমে 11 নম্বরে চলে গিয়েছেন সংস্থার কর্ণধার গৌতম আদানি ৷