নয়াদিল্লি, 10 অগস্ট: সংসদ টিভির যাবতীয় ফোকাস থাকছে শাসকদলের নেতাদের দিকে ৷ আর বিরোধীরা বলতে উঠলেই তাঁদের আর বেশিক্ষণ দেখানো হচ্ছে না ৷ তাঁদের বক্তব্যের সময় ক্যামেরা তাক করছে অন্য কোনও দিকে ৷ লোকসভায় রাহুল গান্ধির বক্তব্যের সময় তাঁর স্ক্রিন টাইম কমিয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়ে এমনই অভিযোগ করেছিল বিরোধী জোট ইন্ডিয়া ৷ এ বার অভিযোগের সুর চড়িয়ে কেন্দ্রকে বিঁধলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷
'সংসদ টিভি পক্ষপাতদুষ্ট': তিনি এ দিন একটি উজ্জ্বল শাড়ি পরে লোকসভার সামনে থেকে তাঁর একটি ছবি পোস্ট করেছেন ৷ সংসদ টিভিকে পক্ষপাতদুষ্টের তকমা দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, তাঁর বক্তব্যের সময় যাতে তাঁর উপর থেকে ফোকাস না সরে, সে জন্যই গোলাপি ও সবুজ রঙের উজ্জ্বল শাড়ি পরেছেন তিনি ৷
-
Am supposed to speak today. Am wearing a bright pink & green saree just in case shameless biased @sansad_tv focuses elsewhere during my speech pic.twitter.com/YvfxiUBsqF
— Mahua Moitra (@MahuaMoitra) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Am supposed to speak today. Am wearing a bright pink & green saree just in case shameless biased @sansad_tv focuses elsewhere during my speech pic.twitter.com/YvfxiUBsqF
— Mahua Moitra (@MahuaMoitra) August 10, 2023Am supposed to speak today. Am wearing a bright pink & green saree just in case shameless biased @sansad_tv focuses elsewhere during my speech pic.twitter.com/YvfxiUBsqF
— Mahua Moitra (@MahuaMoitra) August 10, 2023
বৃহস্পতিবার নিজের ছবিটি টুইট করে মহুয়া মৈত্র লিখেছেন, "আজ আমার বক্তব্য রাখার কথা । আমার বক্তৃতার সময় নির্লজ্জ পক্ষপাতদুষ্ট সংসদ টিভি যাতে অন্য কোথাও ফোকাস না করে, সেজন্যই আমি একটি উজ্জ্বল গোলাপি ও সবুজ শাড়ি পরেছি ৷"
রাহুলের স্ক্রিন টাইম কম: বুধবার সংসদে বক্তব্য রাখেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি 37 মিনিট বক্তব্য রাখলেও তাঁকে সংসদ টিভির পর্দায় মাত্র 14 মিনিট 37 সেকেন্ড দেখানো হয় ৷ আর তাঁর মোট ভাষণের 15 মিনিট 42 সেকেন্ড তিনি মণিপুরের ঘটনা নিয়ে বক্তব্য রাখেন ৷ এর মধ্যে মাত্র চার মিনিট রাহুলকে দেখানো হয়েছে ৷ তাঁর বক্তব্যের সময় ক্যামেরা তাক করা ছিল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার দিকে ৷ আবার কিছু কিছু সময় স্ক্রিনে দেখানো হয় ট্রেজারি বেঞ্চকেও ৷ এই নিয়েই সরব হয়েছিল কংগ্রেস ৷
-
In his first speech after coming back from the unjustified disqualification, @RahulGandhi spoke from 12:09pm to 12:46pm i.e. 37 minutes during the No-Confidence Motion.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Out of which the Sansad TV camera showed him for ONLY 14 mins 37 seconds. That’s less than 40% screen time!… pic.twitter.com/r8AHVHdNGv
">In his first speech after coming back from the unjustified disqualification, @RahulGandhi spoke from 12:09pm to 12:46pm i.e. 37 minutes during the No-Confidence Motion.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 9, 2023
Out of which the Sansad TV camera showed him for ONLY 14 mins 37 seconds. That’s less than 40% screen time!… pic.twitter.com/r8AHVHdNGvIn his first speech after coming back from the unjustified disqualification, @RahulGandhi spoke from 12:09pm to 12:46pm i.e. 37 minutes during the No-Confidence Motion.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 9, 2023
Out of which the Sansad TV camera showed him for ONLY 14 mins 37 seconds. That’s less than 40% screen time!… pic.twitter.com/r8AHVHdNGv
কংগ্রস মুখপাত্র জয়রাম রমেশ টুইট করে লেখেন, "অযৌক্তিক অযোগ্যতা থেকে ফিরে আসার পর প্রথম বক্তৃতায় রাহুল গান্ধি অনাস্থা প্রস্তাব চলাকালীন দুপুর 12:09 থেকে 12:46 পর্যন্ত অর্থাৎ 37 মিনিট বক্তব্য রাখেন । যার মধ্যে সংসদ টিভির ক্যামেরা তাঁকে দেখায় মাত্র 14 মিনিট 37 সেকেন্ডের জন্য । তাঁর স্ক্রিন টাইম 40% এরও কম ! মোদি সাহেব কীসের ভয় পাচ্ছেন ?"
মহুয়ার তোপ: এই নিয়ে গতকালই মুখ খুলেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও ৷ তিনি টুইটে লেখেন, "লজ্জা, লজ্জা সংসদ টিভি ৷ সকলেই দেখছেন যে, কীভাবে তারা অনাস্থা বিতর্কের সময় সমস্ত বিজেপি বক্তাদের উপর ননস্টপ ফোকাস করে, কিন্তু যখনই ইন্ডিয়ার বক্তা বলেন, তখন শুধুমাত্র চেয়ারপার্সনের উপর ফোকাস থাকে । ডিএমকে-র কানিমোঝিকে দেখানো হয়নি কিন্তু হিনা গাভিটকে পুরো ফোকাস করা হয়েছে । ক্ষুদ্র ও লজ্জাজনক - করদাতাদের অর্থে আপনাদের অর্থের জোগান হয়। "
-
Shame Shame @sansad_tv
— Mahua Moitra (@MahuaMoitra) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Everyone see how they focus non stop on all BJP speakers during No confidence debate but only focus on Chairperson whenever INDIA speakers are on. @KanimozhiDMK not shown but Heena Gavit full focus.
Petty & shameful- you are funded by taxpayer money.
">Shame Shame @sansad_tv
— Mahua Moitra (@MahuaMoitra) August 9, 2023
Everyone see how they focus non stop on all BJP speakers during No confidence debate but only focus on Chairperson whenever INDIA speakers are on. @KanimozhiDMK not shown but Heena Gavit full focus.
Petty & shameful- you are funded by taxpayer money.Shame Shame @sansad_tv
— Mahua Moitra (@MahuaMoitra) August 9, 2023
Everyone see how they focus non stop on all BJP speakers during No confidence debate but only focus on Chairperson whenever INDIA speakers are on. @KanimozhiDMK not shown but Heena Gavit full focus.
Petty & shameful- you are funded by taxpayer money.
আরও পড়ুন: মহিলা সাংসদদের উদ্দেশে ফ্লাইং কিস! রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের