ETV Bharat / bharat

Independence Special : মহাত্মা গান্ধির খাটো পোশাক ও মাদুরাইয়ের সঙ্গে সংযোগ - মহাত্মা গান্ধি

একশো বছর আগে 1921 সালের 22 সেপ্টেম্বর গান্ধিজী নিজের গুজরাতি পোশাক পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ তার পর তিনি ‘অর্ধনগ্ন ফকির’ হিসেবে পরিচিত হন ৷

mahatma gandhi's tryst with loin cloth and its madurai connection
Mahatma Gandhi : মহাত্মা গান্ধির খাটো পোশাক ও মাদুরাইয়ের সঙ্গে সংযোগ
author img

By

Published : Sep 18, 2021, 6:03 AM IST

চেন্নাই, 18 সেপ্টেম্বর : মহাত্মা গান্ধির পোশাকে মুগ্ধ হয়েছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ৷ তিনি গান্ধিজীকে অর্ধনগ্ন ফকির বলেও উল্লেখ করেছিলেন ৷ 1921 সালের 22 সেপ্টেম্বর, আজ থেকে এক শতাব্দী আগে তাঁর গুজরাতি পোশাক পরিধান ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন গান্ধিজী ৷ বদলে তিনি খাটো ধুতি ও শাল পরিধানের সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ সেই সময় তিনি মাদুরাই (অধুনা চেন্নাই) সফরে এসেছিলেন ৷ তখনই তিনি এই পোশাক ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ গান্ধিজীর এই পোশাক ব্যবহারের জন্য খাদি এম্পোরিয়াম একটা অন্য উচ্চতায় পৌঁছে যায় ৷ গান্ধিজী ভেবেছিলেন যে তিনি এমন কিছু একটা পোশাক পরতে চান, যার সঙ্গে তিনি গরিবদের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারেন ৷

গান্ধিজী বলেছিলেন, ‘‘আমার জীবনে যা যা বদল করেছি, তা কোনও না কোনও কারণে ৷ অনেক গভীর ভাবনাচিন্তার পর এই সিদ্ধান্ত নিয়েছি ৷ আর এই নিয়ে অনুতাপ করিনি ৷ এবং আমি সেগুলি করেছি, কারণ আমি সেগুলি করতে সাহায্য করতে পারিনি । আমার পোশাকে এই ধরনের আমূল পরিবর্তন আমি মাদুরাইতে প্রভাবিত হয়েই করেছি ।’’

মাদ্রাজ থেকে ট্রেনে ফেরার সময় বিদেশি জরিমানায় জর্জরিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন গান্ধিজী ৷ তাঁদের গান্ধিজী খাদি ব্যবহার করার পরামর্শ দেন ৷ তখন তাঁরা উত্তরে বলেন, ‘‘এটা আমাদের খুবই প্রিয় ৷ কিন্তু অর্থের কারণে পরতে পারি না ৷’’ এই ঘটনা নিয়ে গান্ধিজী বলেছিলেন, ‘‘তখন আমি জামা, টুপি ও ধুতি পরে আছি ৷ তাঁরা যেগুলি বললেন, সেটা অর্ধসত্য ৷ আসলে তাঁরা তাঁদের লঙ্গোটি বাঁচাতে চার ইঞ্চি চওড়া করে এবং অনেক ফুট লম্বা করে কাপড় পরতেন ৷ সেটাই ছিল আসল সত্যি ৷ যদি আমি নিজেকে প্রতি ইঞ্চি পোশাক থেকে বিচ্ছিন্ন করতে না পারি এবং এই কাদামাখা মানুষের সঙ্গে নিজেকে বেশি পরিমাণে সামঞ্জস্য করতে না পারি, তাহলে আমি তাদের কী উত্তর দেব ? আর মাদুরাইতে পরের সকালে আমি সেটাই করেছিলাম ৷’’

মহাত্মা গান্ধির খাটো পোশাক ও মাদুরাইয়ের সঙ্গে সংযোগ

এই সংক্রান্ত খবর : জালিয়ানওয়ালা বাগের মতোই নৃশংস ছিল কেরালার ওয়াগন ট্র্যাজেডি

1921 সালের 22 সেপ্টেম্বর গান্ধিজী যখন প্রকাশ্যে এলেন, তখন তাঁর পরনে ছিল সাধারণ ধুতি ও শাল ৷ তিনি ছিলেন মাদুরাইয়ের ওয়েস্ট মাসি স্ট্রিটের ফ্লাওয়ার হাউজে ৷ সেখানে উপরে (দরজা নম্বর 251) তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছিল ৷ তিনি নতুন ওই পোশাক পরে গিয়েছিলেন রামান্ড ও তিরুনেভেলিতে ৷ ওই ফ্লাওয়ার হাউজ এখন খাদি এম্পোরিয়ামের দখলে ৷ যেখানে গান্ধিজীকে প্রথমবার খাটো পোশাকে দেখা গিয়েছিল, সেই জায়গাকে এখন বলা হয় ‘গান্ধি পোট্টাল’ (খোলা মাঠ) ৷ মাদুরাইয়ের কামরাজ রোডের অলঙ্কার থিয়েটারের সামনে গান্ধিজীর একটি মূর্তি রয়েছে ৷ সেখানেও তাঁর খাটো পোশাকের অবয়ব তুলে ধরা হয়েছে ৷

এই সংক্রান্ত খবর : বার্মার ব্রিটিশ কারাগারে একাকী মৃত্যুবরণ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের

এখানে একটি মজাদার ঘটনা হল, গান্ধিজীকে একটি রাউন্ড টেবিল বৈঠকের জন্য এক দুপুরে বাকিংহাম প্যালেসে ডেকেছিলেন রাজা পঞ্চম জর্জ ৷ সঙ্গে ভারতীয় প্রতিনিধিদেরও ডাকা হয়েছিল ৷ গান্ধিজীর পোশাক সেখানকার নিয়মের বিরুদ্ধে হয়ে যাচ্ছিল ৷ কিন্তু রাজার সঙ্গে দেখা করতে নিজের পোশাক পরিবর্তনে রাজি ছিলেন না গান্ধিজী ৷ এই নিয়ে তাঁর বিখ্যাত উক্তি হল, ‘‘রাজা আমাদের দু’জনের জন্য যথেষ্ট ছিলেন ৷’’ এতেই পরিস্থিতি বদলে যায় ৷ ব্রিটিশরা থাকার কারণে ভারতীয় গরিবরা অর্ধনগ্ন হয়ে থাকেন, এটাই দেখাতে চেয়েছিলেন গান্ধিজী ৷ ব্রিটিশদের প্রতারণার বিরুদ্ধে গান্ধিজীর রাজনৈতিক অবস্থান মাদুরাই থেকেই শুরু হয়েছিল ৷ গান্ধিজীর এই পোশাক যুবদের মধ্যে গভীর ছাপ ফেলেছিল ৷ তাছাড়া ব্রিটিশ সামগ্রী বয়কট করাও ভারতীয় স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ ছিল ৷

চেন্নাই, 18 সেপ্টেম্বর : মহাত্মা গান্ধির পোশাকে মুগ্ধ হয়েছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ৷ তিনি গান্ধিজীকে অর্ধনগ্ন ফকির বলেও উল্লেখ করেছিলেন ৷ 1921 সালের 22 সেপ্টেম্বর, আজ থেকে এক শতাব্দী আগে তাঁর গুজরাতি পোশাক পরিধান ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন গান্ধিজী ৷ বদলে তিনি খাটো ধুতি ও শাল পরিধানের সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ সেই সময় তিনি মাদুরাই (অধুনা চেন্নাই) সফরে এসেছিলেন ৷ তখনই তিনি এই পোশাক ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ গান্ধিজীর এই পোশাক ব্যবহারের জন্য খাদি এম্পোরিয়াম একটা অন্য উচ্চতায় পৌঁছে যায় ৷ গান্ধিজী ভেবেছিলেন যে তিনি এমন কিছু একটা পোশাক পরতে চান, যার সঙ্গে তিনি গরিবদের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারেন ৷

গান্ধিজী বলেছিলেন, ‘‘আমার জীবনে যা যা বদল করেছি, তা কোনও না কোনও কারণে ৷ অনেক গভীর ভাবনাচিন্তার পর এই সিদ্ধান্ত নিয়েছি ৷ আর এই নিয়ে অনুতাপ করিনি ৷ এবং আমি সেগুলি করেছি, কারণ আমি সেগুলি করতে সাহায্য করতে পারিনি । আমার পোশাকে এই ধরনের আমূল পরিবর্তন আমি মাদুরাইতে প্রভাবিত হয়েই করেছি ।’’

মাদ্রাজ থেকে ট্রেনে ফেরার সময় বিদেশি জরিমানায় জর্জরিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন গান্ধিজী ৷ তাঁদের গান্ধিজী খাদি ব্যবহার করার পরামর্শ দেন ৷ তখন তাঁরা উত্তরে বলেন, ‘‘এটা আমাদের খুবই প্রিয় ৷ কিন্তু অর্থের কারণে পরতে পারি না ৷’’ এই ঘটনা নিয়ে গান্ধিজী বলেছিলেন, ‘‘তখন আমি জামা, টুপি ও ধুতি পরে আছি ৷ তাঁরা যেগুলি বললেন, সেটা অর্ধসত্য ৷ আসলে তাঁরা তাঁদের লঙ্গোটি বাঁচাতে চার ইঞ্চি চওড়া করে এবং অনেক ফুট লম্বা করে কাপড় পরতেন ৷ সেটাই ছিল আসল সত্যি ৷ যদি আমি নিজেকে প্রতি ইঞ্চি পোশাক থেকে বিচ্ছিন্ন করতে না পারি এবং এই কাদামাখা মানুষের সঙ্গে নিজেকে বেশি পরিমাণে সামঞ্জস্য করতে না পারি, তাহলে আমি তাদের কী উত্তর দেব ? আর মাদুরাইতে পরের সকালে আমি সেটাই করেছিলাম ৷’’

মহাত্মা গান্ধির খাটো পোশাক ও মাদুরাইয়ের সঙ্গে সংযোগ

এই সংক্রান্ত খবর : জালিয়ানওয়ালা বাগের মতোই নৃশংস ছিল কেরালার ওয়াগন ট্র্যাজেডি

1921 সালের 22 সেপ্টেম্বর গান্ধিজী যখন প্রকাশ্যে এলেন, তখন তাঁর পরনে ছিল সাধারণ ধুতি ও শাল ৷ তিনি ছিলেন মাদুরাইয়ের ওয়েস্ট মাসি স্ট্রিটের ফ্লাওয়ার হাউজে ৷ সেখানে উপরে (দরজা নম্বর 251) তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছিল ৷ তিনি নতুন ওই পোশাক পরে গিয়েছিলেন রামান্ড ও তিরুনেভেলিতে ৷ ওই ফ্লাওয়ার হাউজ এখন খাদি এম্পোরিয়ামের দখলে ৷ যেখানে গান্ধিজীকে প্রথমবার খাটো পোশাকে দেখা গিয়েছিল, সেই জায়গাকে এখন বলা হয় ‘গান্ধি পোট্টাল’ (খোলা মাঠ) ৷ মাদুরাইয়ের কামরাজ রোডের অলঙ্কার থিয়েটারের সামনে গান্ধিজীর একটি মূর্তি রয়েছে ৷ সেখানেও তাঁর খাটো পোশাকের অবয়ব তুলে ধরা হয়েছে ৷

এই সংক্রান্ত খবর : বার্মার ব্রিটিশ কারাগারে একাকী মৃত্যুবরণ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের

এখানে একটি মজাদার ঘটনা হল, গান্ধিজীকে একটি রাউন্ড টেবিল বৈঠকের জন্য এক দুপুরে বাকিংহাম প্যালেসে ডেকেছিলেন রাজা পঞ্চম জর্জ ৷ সঙ্গে ভারতীয় প্রতিনিধিদেরও ডাকা হয়েছিল ৷ গান্ধিজীর পোশাক সেখানকার নিয়মের বিরুদ্ধে হয়ে যাচ্ছিল ৷ কিন্তু রাজার সঙ্গে দেখা করতে নিজের পোশাক পরিবর্তনে রাজি ছিলেন না গান্ধিজী ৷ এই নিয়ে তাঁর বিখ্যাত উক্তি হল, ‘‘রাজা আমাদের দু’জনের জন্য যথেষ্ট ছিলেন ৷’’ এতেই পরিস্থিতি বদলে যায় ৷ ব্রিটিশরা থাকার কারণে ভারতীয় গরিবরা অর্ধনগ্ন হয়ে থাকেন, এটাই দেখাতে চেয়েছিলেন গান্ধিজী ৷ ব্রিটিশদের প্রতারণার বিরুদ্ধে গান্ধিজীর রাজনৈতিক অবস্থান মাদুরাই থেকেই শুরু হয়েছিল ৷ গান্ধিজীর এই পোশাক যুবদের মধ্যে গভীর ছাপ ফেলেছিল ৷ তাছাড়া ব্রিটিশ সামগ্রী বয়কট করাও ভারতীয় স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.