ETV Bharat / bharat

Maharashtra Political Crisis: নয়াদিল্লির পথে শরদ পাওয়ার, পঞ্চম দিনেই অব্যাহত এনসিপির সংকট

মহারাষ্ট্রে এনসিপির অন্দরের সংকট পড়ল পঞ্চম দিনে ৷ এখনও স্পষ্ট নয় যে দলের কর্তৃত্ব ঠিক কার হাতে রয়েছে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে আসছেন শরদ পাওয়ার ৷

Maharashtra Political Crisis
Maharashtra Political Crisis
author img

By

Published : Jul 6, 2023, 12:44 PM IST

নয়াদিল্লি, 6 জুলাই: ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র অন্দরে রাজনৈতিক সংকট অব্যাহত ৷ বৃহস্পতিবার এই সংকটের পঞ্চম দিন ৷ এ দিনই মহারাষ্ট্র থেকে নয়াদিল্লি আসছেন এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার ৷ সেখানে তিনি দলের জাতীয় কার্যনির্বাহী সভায় অংশগ্রহণ করবেন ৷

  • #WATCH Mumbai | NCP President Sharad Pawar leaves from his residence for Delhi where the party's National Executive meeting is scheduled for today.

    Amid NCP vs NCP crisis in Maharashtra, two different meetings of the party were called by Sharad Pawar and Ajit Pawar yesterday in… pic.twitter.com/Qic7vUi3j0

    — ANI (@ANI) July 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু দলের কৃতিত্ব কি এখনও তাঁর হাতে আছে ? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন অজিত পাওয়ার ৷ তিনি নিজেকে এনসিপির বর্তমান সভাপতি হিসেবে দাবি করেছেন ৷ তাই তিনি দলের প্রতীক ও নাম ব্যবহার করার জন্য আবেদন করেছেন ৷ অন্যদিকে বিদ্রোহী অজিত ও তাঁর সঙ্গে থাকা আটজন বিধায়কের পদ বাতিল নিয়ে পালটা কমিশনে আবেদন করেছেন শরদ পাওয়ারের শিবিরের জয়ন্ত পাটিল ৷

  • #WATCH | Old posters and hoardings of NCP that showed Ajit Pawar and Praful Patel on them are being removed from outside the office of the party in Delhi. A new poster with 'Gaddaar' (traitor) written on it is being put up there. pic.twitter.com/CjLoQmI5u9

    — ANI (@ANI) July 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে মুম্বইয়ে এনসিপি কার্যালয় থেকে অজিত পাওয়ারের চিহ্ন মুছে ফেলার কাজ শুরু হয়েছে ৷ যেসব পোস্টারে শরদ পাওয়ারের সঙ্গে অজিতও ছিলেন, সেই পোস্টারগুলি সরিয়ে দেওয়া হয়েছে ৷ বদলে শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলের পোস্টার টাঙানো হয়েছে ওই কার্যালয়ে ৷

  • Delhi | Amid NCP vs NCP crisis in Maharashtra, Rashtrawadi Vidyarthi Congress puts up a poster designed on a scene from the film 'Baahubali - The Beginning', showing its character 'Kattappa' stabbing 'Amarendra Baahubali' in the back. pic.twitter.com/ojq7EmXO7A

    — ANI (@ANI) July 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে নয়াদিল্লিতে ধরা পড়েছে উলটো ছবি ৷ নয়াদিল্লির মিউনিসিপ্যাল ​​কাউন্সিল বা এনডিএমসি-র কাছে মৌলানা আজাদ রোড সার্কেল ও এনসিপি অফিসের কাছে জনপথ সার্কেল থেকে এনসিপি সভাপতি শরদ পাওয়ারের পোস্টার ও হোর্ডিং সরিয়ে দেওয়া হয়েছে । এছাড়া নয়াদিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনের কাছেও পোস্টার পড়েছে ৷ সেখানে অবশ্য শরদ পাওয়ারের সমর্থনেই পোস্টার পড়েছে ৷

  • Posters saying "In the fight of truth and lie, the entire country is with Sharad Pawar" and "India's history is such that it has never forgiven those who have betrayed" come up outside NCP chief Sharad Pawar's residence in Delhi.

    He is arriving in Delhi today for the party's… pic.twitter.com/pJN0WcoavG

    — ANI (@ANI) July 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: এনসিপির কর্তৃত্ব দখলে কমিশনে অজিত, পালটা আবেদন শরদ শিবিরের

  • #WATCH | Delhi | NCP President Sharad Pawar's posters and hoardings were removed by New Delhi Municipal Council (NDMC).

    Meanwhile, Sharad Pawar left his residence for Delhi where the party's National Executive meeting is scheduled for today. Amid NCP vs NCP crisis in… pic.twitter.com/RLeluKHiHY

    — ANI (@ANI) July 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এনসিপি-র সংকটের পরিস্থিতি জল মাপছে মহারাষ্ট্রের বাকি দুই রাজনৈতিক প্রতিপক্ষ শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির ও কংগ্রেস ৷ বুধবারই উদ্ধব শিবির বৈঠক করেছিল ৷ বৃহস্পতিবার মহারাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক করছে কংগ্রেস ৷

নয়াদিল্লি, 6 জুলাই: ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র অন্দরে রাজনৈতিক সংকট অব্যাহত ৷ বৃহস্পতিবার এই সংকটের পঞ্চম দিন ৷ এ দিনই মহারাষ্ট্র থেকে নয়াদিল্লি আসছেন এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার ৷ সেখানে তিনি দলের জাতীয় কার্যনির্বাহী সভায় অংশগ্রহণ করবেন ৷

  • #WATCH Mumbai | NCP President Sharad Pawar leaves from his residence for Delhi where the party's National Executive meeting is scheduled for today.

    Amid NCP vs NCP crisis in Maharashtra, two different meetings of the party were called by Sharad Pawar and Ajit Pawar yesterday in… pic.twitter.com/Qic7vUi3j0

    — ANI (@ANI) July 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু দলের কৃতিত্ব কি এখনও তাঁর হাতে আছে ? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন অজিত পাওয়ার ৷ তিনি নিজেকে এনসিপির বর্তমান সভাপতি হিসেবে দাবি করেছেন ৷ তাই তিনি দলের প্রতীক ও নাম ব্যবহার করার জন্য আবেদন করেছেন ৷ অন্যদিকে বিদ্রোহী অজিত ও তাঁর সঙ্গে থাকা আটজন বিধায়কের পদ বাতিল নিয়ে পালটা কমিশনে আবেদন করেছেন শরদ পাওয়ারের শিবিরের জয়ন্ত পাটিল ৷

  • #WATCH | Old posters and hoardings of NCP that showed Ajit Pawar and Praful Patel on them are being removed from outside the office of the party in Delhi. A new poster with 'Gaddaar' (traitor) written on it is being put up there. pic.twitter.com/CjLoQmI5u9

    — ANI (@ANI) July 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে মুম্বইয়ে এনসিপি কার্যালয় থেকে অজিত পাওয়ারের চিহ্ন মুছে ফেলার কাজ শুরু হয়েছে ৷ যেসব পোস্টারে শরদ পাওয়ারের সঙ্গে অজিতও ছিলেন, সেই পোস্টারগুলি সরিয়ে দেওয়া হয়েছে ৷ বদলে শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলের পোস্টার টাঙানো হয়েছে ওই কার্যালয়ে ৷

  • Delhi | Amid NCP vs NCP crisis in Maharashtra, Rashtrawadi Vidyarthi Congress puts up a poster designed on a scene from the film 'Baahubali - The Beginning', showing its character 'Kattappa' stabbing 'Amarendra Baahubali' in the back. pic.twitter.com/ojq7EmXO7A

    — ANI (@ANI) July 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে নয়াদিল্লিতে ধরা পড়েছে উলটো ছবি ৷ নয়াদিল্লির মিউনিসিপ্যাল ​​কাউন্সিল বা এনডিএমসি-র কাছে মৌলানা আজাদ রোড সার্কেল ও এনসিপি অফিসের কাছে জনপথ সার্কেল থেকে এনসিপি সভাপতি শরদ পাওয়ারের পোস্টার ও হোর্ডিং সরিয়ে দেওয়া হয়েছে । এছাড়া নয়াদিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনের কাছেও পোস্টার পড়েছে ৷ সেখানে অবশ্য শরদ পাওয়ারের সমর্থনেই পোস্টার পড়েছে ৷

  • Posters saying "In the fight of truth and lie, the entire country is with Sharad Pawar" and "India's history is such that it has never forgiven those who have betrayed" come up outside NCP chief Sharad Pawar's residence in Delhi.

    He is arriving in Delhi today for the party's… pic.twitter.com/pJN0WcoavG

    — ANI (@ANI) July 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: এনসিপির কর্তৃত্ব দখলে কমিশনে অজিত, পালটা আবেদন শরদ শিবিরের

  • #WATCH | Delhi | NCP President Sharad Pawar's posters and hoardings were removed by New Delhi Municipal Council (NDMC).

    Meanwhile, Sharad Pawar left his residence for Delhi where the party's National Executive meeting is scheduled for today. Amid NCP vs NCP crisis in… pic.twitter.com/RLeluKHiHY

    — ANI (@ANI) July 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এনসিপি-র সংকটের পরিস্থিতি জল মাপছে মহারাষ্ট্রের বাকি দুই রাজনৈতিক প্রতিপক্ষ শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির ও কংগ্রেস ৷ বুধবারই উদ্ধব শিবির বৈঠক করেছিল ৷ বৃহস্পতিবার মহারাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক করছে কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.