বিড (মহারাষ্ট্র), 30 অক্টোবর: ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বিডের বাসভবনে আগুন লাগিয়ে দিল উন্মত্ত জনতা ৷ মারাঠা সংরক্ষণ সমর্থক আন্দোলনকারীদের একটি দল এনসিপি বিধায়কের সোমবার আগুন লাগিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি ৷ অন্যদিকে বিধায়ক সোলাঙ্কে জানিয়েছেন, তিনি এবং তাঁর পরিবার নিরাপদে আছেন ৷ তবে আগুন লাগানোর জেরে প্রচুর সম্পত্তির ক্ষতি হয়েছে বলেও জানান সোলাঙ্কে।
এদিন প্রকাশ সোলাঙ্কে বলেন, "হামলার সময় আমি বাড়ির ভিতরেই ছিলাম। সৌভাগ্যবশত, আমার পরিবারের সদস্য বা কর্মীদের কেউ আহত হননি। আমরা সকলেই নিরাপদে আছি ৷ কিন্তু আগুনের কারণে সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে ৷" গত 25 অক্টোবর থেকে জালনা জেলার অন্তরওয়ালি সরাটি গ্রামে মারাঠা সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবিতে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন মনোজ জারাঙ্গে ৷ তার মধ্যেই এই ঘটনা রাজ্য রাজনীতিতে নয়া বিতর্কের জন্ম দিয়েছে ৷
এই ঘটনার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ তিনি বলেন, "মনোজ জারাঙ্গে পাটিল (মারাঠা সংরক্ষণ নেতা) এই ধরণের ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে তা দেখা উচিত। এটি সম্পূর্ণভাবে ভুল দিকে যাচ্ছে।" মারাঠা সংরক্ষণের নামে হিংসাকে উসকে দেওয়ার বিরুদ্ধেও মানুষকে সতর্ক হতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে, শিন্ডে বলেন, "নির্দিষ্ট কিছু লোকের কারণে পুরো আন্দোলনের উপর সন্দেহ জাগছে।" মুখ্যমন্ত্রী আরও বলেন, "যারা হিংসার ঘটনায় জড়িত তাদেরও মনে রাখা উচিত যে, এটি মারাঠা সমাজেরও ক্ষতি করছে ৷ তাদের পরিবারও এর কারণে ক্ষতিগ্রস্থ হবে ৷"
অন্যদিকে, এনসিপি'র লোকসভা সাংসদ সুপ্রিয়া সুলে এই ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছেন। সুপ্রিয়া সুলে বলেন, "এটি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। এটি মহারাষ্ট্রের ট্রিপল-ইঞ্জিন সরকারের ব্যর্থতা। আজ একজন বিধায়কের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন ? এটা তাদের দায়িত্ব ৷”
আরও পড়ুন: কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 3, রাতে প্রাণ গেল নাবালিকার
মারাঠা সংরক্ষণ ইস্যু নিয়ে আলোচনার জন্য এদিন মহারাষ্ট্র উপ-কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পরে, মুখ্যমন্ত্রী শিন্ডে জানান, সরকার বিষয়টি দেখার জন্য বিভিন্ন অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে একটি উপদেষ্টা বোর্ড গঠন করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির মন্ত্রী চন্দ্রকান্ত দাদা পাতিল, রাধাকৃষ্ণ ভিখে পাতিল, মন্ত্রী শম্ভুরাজ দেশাই, শিবসেনা একনাথ শিন্দে গোষ্ঠীর দাদা ভুসে, জাতীয়তাবাদী কংগ্রেসের (অজিত পাওয়ার গোষ্ঠী) মন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল ৷ মারাঠা মোর্চার সমন্বয়ক হিসেবে কাজ করা মনোজ জারাঙ্গে পাতিল মারাঠা সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবিতে আমরণ অনশনে রয়েছেন। (এএনআই)