ETV Bharat / bharat

Shraddha Murder Case: শ্রদ্ধার অভিযোগ পেয়েও কেন পদক্ষেপ করেনি পুলিশ ? জানতে চেয়ে তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের - খুন

শ্রদ্ধা হত্যাকাণ্ডে (Shraddha Murder Case) সামনে এল নতুন তথ্য ৷ 2020 সালেই প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালার (Aftab Amin Poonawalla) বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walkar) ৷ বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার (Maharashtra Government) ৷

Maharashtra Government directs to investigate role of Tulinj Police Station in Shraddha Murder Case
Shraddha Murder Case: শ্রদ্ধার অভিযোগ পেয়েও কেন পদক্ষেপ করেনি পুলিশ ? জানতে চেয়ে তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের
author img

By

Published : Nov 23, 2022, 7:56 PM IST

মুম্বই, 23 নভেম্বর: তাঁকে যে তাঁর প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Amin Poonawalla) যেকোনও সময় খুন করতে পারেন, সেই আশঙ্কা বহু আগেই করেছিলেন শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walkar) ৷ এমনকী, নিজের আশঙ্কার কথা জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি ! 'শ্রদ্ধার নিজের হাতে লেখা' সেই অভিযোগপত্র ইতিমধ্যেই সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে ৷ সেই অভিযোগপত্রে শ্রদ্ধা জানিয়েছিলেন, আফতাব তাঁকে নিয়মিত নিগ্রহ করেন এবং তাঁকে খুন করে কেটে ফেলার হুমকি দেন ! সেই অভিযোগ করা হয়েছিল 2020 সালের নভেম্বর মাসে ৷ কিন্তু, তারপরও পুলিশের তরফে যথাযথ কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ ৷ কেন এমন গাফিলতি করা হল, এবার তারই তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার (Maharashtra Government) ৷ সূত্রের দাবি, এই বিষয়ে (Shraddha Murder Case) কঠোর অবস্থান নিয়ে একনাথ শিণ্ডের সরকার ৷

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis) এই প্রসঙ্গে বলেন, "কাউকে দোষারোপ না করে আমাদের সত্যিটা জানা দরকার ৷ যদি সময় মতো পুলিশ সঠিক পদক্ষেপ করত, তাহলে হয়তো এই ঘটনা আটকানো যেত ৷"

আরও পড়ুন: হিট অফ দ্য মোমেন্টে খুন করেন শ্রদ্ধাকে, আদালতে দাবি আফতাবের; জরুরি 10 তথ্য

উল্লেখ্য, 2020 সালে শ্রদ্ধা যে অভিযোগ দায়ের করেছিলেন, সেটি মহারাষ্ট্রের তুলিঞ্জ থানায় (Tulinj Police Station) করা হয়েছিল ৷ সেই অভিযোগপত্রে শ্রদ্ধা লিখেছিলেন, "আফতাব আমাকে খুন করার, কেটে টুকরো টুকরো করার হুমকি দেয় !" যদিও পুলিশের দাবি, শ্রদ্ধা ওই অভিযোগ করার পরই তদন্তে নামে তারা ৷ কিন্তু, তার কিছুদিন পরই শ্রদ্ধা আরও একটি লিখিত আবেদন জমা দেয় পুলিশের কাছে ৷ সেই আবেদনে আগের অভিযোগপত্রটি প্রত্যাহার করে নেন শ্রদ্ধা ৷ সেইসঙ্গে পুলিশকে জানান, তাঁর এবং আফতাবের মধ্য়ে সবকিছু মিটমাট হয়ে গিয়েছে ৷ পুলিশের এই দাবি কতটা সত্যি, সেটাই খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার ৷

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই বিষয়ে পুলিশের আরও তৎপর ও সংবেদনশীল হওয়া উচিত ছিল ৷ শ্রদ্ধার আশঙ্কা ও আতঙ্ক যে অমূলক ছিল না, তা ইতিমধ্য়েই প্রমাণ হয়ে গিয়েছে ৷ পুলিশ তৎপর হলে হয়তো সময় থাকতে আফতাবকে আটকানো যেত এবং আজও বেঁচে থাকতেন শ্রদ্ধা ৷

মুম্বই, 23 নভেম্বর: তাঁকে যে তাঁর প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Amin Poonawalla) যেকোনও সময় খুন করতে পারেন, সেই আশঙ্কা বহু আগেই করেছিলেন শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walkar) ৷ এমনকী, নিজের আশঙ্কার কথা জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি ! 'শ্রদ্ধার নিজের হাতে লেখা' সেই অভিযোগপত্র ইতিমধ্যেই সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে ৷ সেই অভিযোগপত্রে শ্রদ্ধা জানিয়েছিলেন, আফতাব তাঁকে নিয়মিত নিগ্রহ করেন এবং তাঁকে খুন করে কেটে ফেলার হুমকি দেন ! সেই অভিযোগ করা হয়েছিল 2020 সালের নভেম্বর মাসে ৷ কিন্তু, তারপরও পুলিশের তরফে যথাযথ কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ ৷ কেন এমন গাফিলতি করা হল, এবার তারই তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার (Maharashtra Government) ৷ সূত্রের দাবি, এই বিষয়ে (Shraddha Murder Case) কঠোর অবস্থান নিয়ে একনাথ শিণ্ডের সরকার ৷

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis) এই প্রসঙ্গে বলেন, "কাউকে দোষারোপ না করে আমাদের সত্যিটা জানা দরকার ৷ যদি সময় মতো পুলিশ সঠিক পদক্ষেপ করত, তাহলে হয়তো এই ঘটনা আটকানো যেত ৷"

আরও পড়ুন: হিট অফ দ্য মোমেন্টে খুন করেন শ্রদ্ধাকে, আদালতে দাবি আফতাবের; জরুরি 10 তথ্য

উল্লেখ্য, 2020 সালে শ্রদ্ধা যে অভিযোগ দায়ের করেছিলেন, সেটি মহারাষ্ট্রের তুলিঞ্জ থানায় (Tulinj Police Station) করা হয়েছিল ৷ সেই অভিযোগপত্রে শ্রদ্ধা লিখেছিলেন, "আফতাব আমাকে খুন করার, কেটে টুকরো টুকরো করার হুমকি দেয় !" যদিও পুলিশের দাবি, শ্রদ্ধা ওই অভিযোগ করার পরই তদন্তে নামে তারা ৷ কিন্তু, তার কিছুদিন পরই শ্রদ্ধা আরও একটি লিখিত আবেদন জমা দেয় পুলিশের কাছে ৷ সেই আবেদনে আগের অভিযোগপত্রটি প্রত্যাহার করে নেন শ্রদ্ধা ৷ সেইসঙ্গে পুলিশকে জানান, তাঁর এবং আফতাবের মধ্য়ে সবকিছু মিটমাট হয়ে গিয়েছে ৷ পুলিশের এই দাবি কতটা সত্যি, সেটাই খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার ৷

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই বিষয়ে পুলিশের আরও তৎপর ও সংবেদনশীল হওয়া উচিত ছিল ৷ শ্রদ্ধার আশঙ্কা ও আতঙ্ক যে অমূলক ছিল না, তা ইতিমধ্য়েই প্রমাণ হয়ে গিয়েছে ৷ পুলিশ তৎপর হলে হয়তো সময় থাকতে আফতাবকে আটকানো যেত এবং আজও বেঁচে থাকতেন শ্রদ্ধা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.