ETV Bharat / bharat

অক্সিজেন ফুরিয়ে যাবে, রোগীকে নিয়ে চলে যান; ভিডিয়োয় আর্জি চিকিৎসকের - চিকিৎসক সতীশ সোনাভানে

অক্সিজেনের অভাব চরমে ৷ ফুরিয়ে যাবে আর তিন-চার ঘণ্টার মধ্যেই ৷ রোগীদের অবস্থা নিয়ে আশঙ্কিত চিকিৎসক ভিডিয়োয় আর্জি জানাতে বাধ্য হলেন ৷ এমনকি বন্ধ করা হয়েছে নতুন রোগীদের ভর্তিও ৷

মহারাষ্ট্রে অক্সিজেনের সঙ্কট চরমে
মহারাষ্ট্রে অক্সিজেনের সঙ্কট চরমে
author img

By

Published : Apr 20, 2021, 7:18 PM IST

আহমেদনগর, 20 এপ্রিল: দেশে করোনাসংক্রমণের সংখ্যা আর তার চিকিৎসার পরিকাঠামোয় সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷ এদিন সেই ছবি আরও স্পষ্ট হল আহমেদনগরের একটি হাসপাতালের চিকিৎসকের ঘণ্টাখানেকের মধ্যে অক্সিজেন ফুরিয়ে যাওয়ার ঘোষণায় ৷

এই শহরের একটি সুপারস্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসক সতীশ সোনাভানে একটি ভিডিয়োয় বলেন, "ঠিক এই মুহূর্তেও অক্সিজেনের অভাব চলছে... এমনকি বিগত বেশ কিছু দিন ধরেই অক্সিজেনের অভাব রয়েছে, তাও আমরা কোনওরকমে কাজ চালিয়ে যাচ্ছি ৷ আজ সেই সঙ্কট চরমে পৌঁছেছে আর আমাদের হাতে মাত্র তিন-চার ঘণ্টা আছে...পরিস্থিতি ভয়ানক ৷" এই হাসপাতালে প্রায় 85 জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে ৷

এই চিকিৎসক আরো জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রামিত 85 জনের মধ্যে প্রায় 80 শতাংশ বা 70 শতাংশ অক্সিজেনের সাহায্যে বেঁচে রয়েছেন আর 25 শতাংশ ভেন্টিলেটরের সাপোর্টে ৷

আরও পড়ুন: ভ্যাকসিন পাবেন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা, ঘোষণা মন্ত্রীর

ওই ভিডিয়োয় তিনি আরও বলেন, "স্থানীয় ভেন্ডররা এই চাহিদা মেটাতে পারছে না... তাই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে ৷ সাধারণত, আমরা কিছু রোগীকে অন্য হাসপাতালে পাঠিয়ে দিই...যেখানে অক্সিজেন আছে... কিন্তু এখন সব হাসপাতালই অক্সিজেনের অভাবের সঙ্গে লড়ছে... এই শহরে অন্য কাউকে দেওয়ার মতো অক্সিজেন কারোর কাছে নেই ৷" যদিও একই সঙ্গে তিনি জানিয়েছেন যে শহরের প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে ৷ বিগত কয়েক দিন ধরে রাজ্য এবং চিকিৎসক দু'তরফেই "চাহিদা আর সরবরাহের মধ্যে পার্থক্য অনেকটা" জানিয়ে আসছে ৷

এদিন আহমেদনগরে 60 মেট্রিক টনের চাহিদা থাকলেও মিলছে মাত্র 23 ৷ "আমরা আশা করছি রাত ন'টা নাগাদ অক্সিজেন আসবে, কিন্তু যদি কিছু গোলমাল হয়..." আশঙ্কিত চিকিৎসক বলেন ৷

এই হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধ করা হয়েছে আর রোগীর বাড়ির সদস্যদের যেখানে অক্সিজেন পাওয়া যাবে, তেমন কোথাও যাওয়ার আবেদন জানানো হয়েছে ৷

আহমেদনগর, 20 এপ্রিল: দেশে করোনাসংক্রমণের সংখ্যা আর তার চিকিৎসার পরিকাঠামোয় সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷ এদিন সেই ছবি আরও স্পষ্ট হল আহমেদনগরের একটি হাসপাতালের চিকিৎসকের ঘণ্টাখানেকের মধ্যে অক্সিজেন ফুরিয়ে যাওয়ার ঘোষণায় ৷

এই শহরের একটি সুপারস্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসক সতীশ সোনাভানে একটি ভিডিয়োয় বলেন, "ঠিক এই মুহূর্তেও অক্সিজেনের অভাব চলছে... এমনকি বিগত বেশ কিছু দিন ধরেই অক্সিজেনের অভাব রয়েছে, তাও আমরা কোনওরকমে কাজ চালিয়ে যাচ্ছি ৷ আজ সেই সঙ্কট চরমে পৌঁছেছে আর আমাদের হাতে মাত্র তিন-চার ঘণ্টা আছে...পরিস্থিতি ভয়ানক ৷" এই হাসপাতালে প্রায় 85 জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে ৷

এই চিকিৎসক আরো জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রামিত 85 জনের মধ্যে প্রায় 80 শতাংশ বা 70 শতাংশ অক্সিজেনের সাহায্যে বেঁচে রয়েছেন আর 25 শতাংশ ভেন্টিলেটরের সাপোর্টে ৷

আরও পড়ুন: ভ্যাকসিন পাবেন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা, ঘোষণা মন্ত্রীর

ওই ভিডিয়োয় তিনি আরও বলেন, "স্থানীয় ভেন্ডররা এই চাহিদা মেটাতে পারছে না... তাই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে ৷ সাধারণত, আমরা কিছু রোগীকে অন্য হাসপাতালে পাঠিয়ে দিই...যেখানে অক্সিজেন আছে... কিন্তু এখন সব হাসপাতালই অক্সিজেনের অভাবের সঙ্গে লড়ছে... এই শহরে অন্য কাউকে দেওয়ার মতো অক্সিজেন কারোর কাছে নেই ৷" যদিও একই সঙ্গে তিনি জানিয়েছেন যে শহরের প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে ৷ বিগত কয়েক দিন ধরে রাজ্য এবং চিকিৎসক দু'তরফেই "চাহিদা আর সরবরাহের মধ্যে পার্থক্য অনেকটা" জানিয়ে আসছে ৷

এদিন আহমেদনগরে 60 মেট্রিক টনের চাহিদা থাকলেও মিলছে মাত্র 23 ৷ "আমরা আশা করছি রাত ন'টা নাগাদ অক্সিজেন আসবে, কিন্তু যদি কিছু গোলমাল হয়..." আশঙ্কিত চিকিৎসক বলেন ৷

এই হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধ করা হয়েছে আর রোগীর বাড়ির সদস্যদের যেখানে অক্সিজেন পাওয়া যাবে, তেমন কোথাও যাওয়ার আবেদন জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.