পুণে, 6 নভেম্বর : মহারাষ্ট্রের আহমেদনগর সিভিল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) ৷ শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) ৷ ইতিমধ্যেই গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ৷ নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও (Rahul Gandhi) ৷
আরও পড়ুন : Maharashstra Fire : মহারাষ্ট্রের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত 10 করোনা রোগী
শনিবার সকাল 11টা নাগাদ আগুন লাগে মহারাষ্ট্রের এই হাসপাতালে ৷ আইসিইউ-তে দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন ৷ সেখানে কোভিড আক্রান্তদের চিকিৎসা চলছিল ৷ সূত্রের খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে ৷ কোনও কোনও মহলে দাবি করা হচ্ছে, মৃতের সংখ্যা 11 ৷ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ কীভাবে এমন মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর সাফ কথা, যদিও এর জন্য কোথাও কোনও গাফিলতির প্রমাণ মেলে, তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷ তাছাড়া, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখবেন তদন্তকারীরা ৷
-
Anguished by the loss of lives due to a fire in a hospital in Ahmednagar, Maharashtra. Condolences to the bereaved families. May the injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) November 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Anguished by the loss of lives due to a fire in a hospital in Ahmednagar, Maharashtra. Condolences to the bereaved families. May the injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) November 6, 2021Anguished by the loss of lives due to a fire in a hospital in Ahmednagar, Maharashtra. Condolences to the bereaved families. May the injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) November 6, 2021
স্বাভাবিকভাবেই এমন ঘটনায় আতঙ্কিত হাসপাতালের বাকি রোগীরা ৷ তাঁদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না রাখা হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন উদ্ধব ৷ ইতিমধ্য়েই এনিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী এবং রাজ্যের মুখ্যসচিব সীতারাম কুন্টের সঙ্গে কথা বলেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একথা জানানো হয়েছে ৷ তাতে বলা হয়েছে, জেলাশাসক নিজে এই ঘটনা তদন্ত করে দেখবেন এবং দ্রুত সরকারের কাছে তাঁর রিপোর্ট পেশ করবেন ৷
প্রাথমিকভাবে জানা গিয়েছে, অগ্নিনির্বাপণের পরিকাঠামো তৈরি রাখার ক্ষেত্রে হাসপাতালের তরফে বেশ কিছু গাফিলতি ছিল ৷ যদিও কর্তৃপক্ষের দাবি, প্রয়োজন মতো টাকা তাদের হাতে ছিল না ৷ সেই কারণেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথভাবে গড়ে তোলা সম্ভব হয়নি ৷ এদিকে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও হাসপাতালে ঢুকতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ প্রচণ্ড ধোঁয়ায় প্রধান ফটক দিয়ে বহুতলে ওঠার উপায় ছিল না ৷ তাই জানলা ভেঙে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা ৷
আরও পড়ুন : Mukesh Ambani: দেশ ছাড়ছেন না আম্বানিরা, লন্ডনে কেনা সম্পত্তি ব্যবসারই অঙ্গ, জানাল রিলায়্যান্স
-
अहमदनगर, महाराष्ट्र के सिविल अस्पताल में आग लगने से लोगों की मृत्यु का समाचार अत्यंत दुखद है। मैं शोकसंतप्त परिवारों के प्रति हार्दिक संवेदना व्यक्त करता हूं और दुर्घटना में घायल हुए लोगों के शीघ्र अति शीघ्र स्वस्थ होने की कामना करता हूं।
— President of India (@rashtrapatibhvn) November 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">अहमदनगर, महाराष्ट्र के सिविल अस्पताल में आग लगने से लोगों की मृत्यु का समाचार अत्यंत दुखद है। मैं शोकसंतप्त परिवारों के प्रति हार्दिक संवेदना व्यक्त करता हूं और दुर्घटना में घायल हुए लोगों के शीघ्र अति शीघ्र स्वस्थ होने की कामना करता हूं।
— President of India (@rashtrapatibhvn) November 6, 2021अहमदनगर, महाराष्ट्र के सिविल अस्पताल में आग लगने से लोगों की मृत्यु का समाचार अत्यंत दुखद है। मैं शोकसंतप्त परिवारों के प्रति हार्दिक संवेदना व्यक्त करता हूं और दुर्घटना में घायल हुए लोगों के शीघ्र अति शीघ्र स्वस्थ होने की कामना करता हूं।
— President of India (@rashtrapatibhvn) November 6, 2021
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় আইসিইউ-তে অন্তত 20 জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন ছিলেন ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ৷ এখনও পর্যন্ত যাঁদের মৃত্যু খবর পাওয়া গিয়েছে, তাঁরা সকলেই প্রবীণ ৷ বয়স 65 থেকে 83 বছরের মধ্যে ৷