ETV Bharat / bharat

Shinde Slams Rahul: সাভারকরকে নিয়ে মন্তব্যের জেরে রাহুলের শাস্তির দাবি শিন্ডের

author img

By

Published : Mar 25, 2023, 7:16 PM IST

সাভারকরকে অপমান করার অভিযোগ উঠল রাহুল গান্ধির বিরুদ্ধে (Rahul Gandhi Remark on Savarkar) ৷ শনিবার এই অভিযোগ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ তাঁর দাবি, এই কারণে রাহুলের শাস্তি হওয়া উচিত ৷

Maharashtra CM Eknath Shinde
Maharashtra CM Eknath Shinde

মুম্বই, 25 মার্চ: মানহানির মামলায় সদ্য সাজা পেয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তার পর ফের তাঁর শাস্তির দাবি উঠল ৷ এবার সেই শাস্তির দাবি তুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra CM Eknath Shinde) ৷ ওই রাজ্যের বিধানসভায় ভাষণ দিতে গিয়েই তিনি এই দাবি তোলেন ৷

প্রসঙ্গত, দু’বছরের কারাদণ্ড হওয়ায় রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়েছে (Rahul Gandhi Disqualification as MP) ৷ তার পর শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাহুল ৷ সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয় যে বিজেপির (BJP) দাবি মেনে তিনি ক্ষমা চাইবেন কি না ! সেই প্রশ্নের উত্তরে রাহুল বলেছিলেন, "আমার নাম সাভারকার নয়, আমার নাম গান্ধি ... ৷" রাহুলের এই বক্তব্য়ের প্রেক্ষিতেই শাস্তির দাবিতে সরব হয়েছেন একনাথ শিন্ডে ৷

তাঁর মতে রাহুলের এই মন্তব্যের জেরে সাভারকরকে অপমান করা হয়েছে ৷ কারণ তিনি, মনে করেন যে সাভারকরকে শুধু মহারাষ্ট্রের মানুষ দেবতা বলে মনে করেন না, বরং সারা দেশের কাছে তিনি আদর্শ ৷ তাই রাহুলের এই মন্তব্যের জন্য কোনও সমালোচনাই যথেষ্ট নয় বলে জানিয়েছেন একনাথ ৷

এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, "রাহুল গান্ধি সাভারকারকে অপমান করেছেন, যিনি কেবল মহারাষ্ট্রের জন্যই আদর্শ নন, পুরো দেশের জন্যও একটি আদর্শ ছিলেন । রাহুল গান্ধির মন্তব্যে কোনও নিন্দা যথেষ্ট নয় । আজ তিনি আবার বলেছেন যে 'আমি সাভারকার নই যে ক্ষমা চাইব ।’ তিনি সাভারকার সম্পর্কে কী ভাবেন ! রাহুল গান্ধিকে অবশ্যই তাঁর এই মন্তব্যের জন্য শাস্তি দিতে হবে ৷"

অন্যদিকে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে শিন্ডের বক্তব্য, এই আইন তো কংগ্রেসের সরকার কেন্দ্রের ক্ষমতায় থাকার সময় তৈরি করা হয়েছিল ৷ আরজেডি সুপ্রিমো লালু যাদব ও আরও বেশ কয়েকজন রাজনীতিবিদের একই আইনের অধীনে পদ খারিজ হওয়ার বিষয়টিও উল্লেখ করেন একনাথ ৷ প্রশ্ন তোলেন, রাহুলের সাংসদ পদ খারিজ হওয়ার পর যা হচ্ছে, ওই নেতাদের সময় কেন এমন হয়নি ? তখন কি গণতন্ত্রের উপর আক্রমণ হয়নি, এই প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷

এদিন মোদি পদবি নিয়ে রাহুলের মন্তব্য়েরও সমালোচনা করেন একনাথ ৷ তাঁর কথায়, ওই মন্তব্য করে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেননি ৷ বরং পুরো ওবিসি সম্প্রদায়কে অপমান করেছিলেন রাহুল ৷ কংগ্রেসের ওই নেতা এখনও একইভাবে কথা বলছেন ৷ শিন্ডের হুঁশিয়ারি, নিজেকে না বদলাতে পারলে রাহুল গান্ধির পক্ষে রাস্তা চলাচল করাও অসুবিধাজনক হবে ৷

আরও পড়ুন: মোদি ভয় পেয়েছেন বলেই সাংসদ পদ খারিজ হয়েছে, অভিযোগ রাহুলের

মুম্বই, 25 মার্চ: মানহানির মামলায় সদ্য সাজা পেয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তার পর ফের তাঁর শাস্তির দাবি উঠল ৷ এবার সেই শাস্তির দাবি তুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra CM Eknath Shinde) ৷ ওই রাজ্যের বিধানসভায় ভাষণ দিতে গিয়েই তিনি এই দাবি তোলেন ৷

প্রসঙ্গত, দু’বছরের কারাদণ্ড হওয়ায় রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়েছে (Rahul Gandhi Disqualification as MP) ৷ তার পর শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাহুল ৷ সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয় যে বিজেপির (BJP) দাবি মেনে তিনি ক্ষমা চাইবেন কি না ! সেই প্রশ্নের উত্তরে রাহুল বলেছিলেন, "আমার নাম সাভারকার নয়, আমার নাম গান্ধি ... ৷" রাহুলের এই বক্তব্য়ের প্রেক্ষিতেই শাস্তির দাবিতে সরব হয়েছেন একনাথ শিন্ডে ৷

তাঁর মতে রাহুলের এই মন্তব্যের জেরে সাভারকরকে অপমান করা হয়েছে ৷ কারণ তিনি, মনে করেন যে সাভারকরকে শুধু মহারাষ্ট্রের মানুষ দেবতা বলে মনে করেন না, বরং সারা দেশের কাছে তিনি আদর্শ ৷ তাই রাহুলের এই মন্তব্যের জন্য কোনও সমালোচনাই যথেষ্ট নয় বলে জানিয়েছেন একনাথ ৷

এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, "রাহুল গান্ধি সাভারকারকে অপমান করেছেন, যিনি কেবল মহারাষ্ট্রের জন্যই আদর্শ নন, পুরো দেশের জন্যও একটি আদর্শ ছিলেন । রাহুল গান্ধির মন্তব্যে কোনও নিন্দা যথেষ্ট নয় । আজ তিনি আবার বলেছেন যে 'আমি সাভারকার নই যে ক্ষমা চাইব ।’ তিনি সাভারকার সম্পর্কে কী ভাবেন ! রাহুল গান্ধিকে অবশ্যই তাঁর এই মন্তব্যের জন্য শাস্তি দিতে হবে ৷"

অন্যদিকে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে শিন্ডের বক্তব্য, এই আইন তো কংগ্রেসের সরকার কেন্দ্রের ক্ষমতায় থাকার সময় তৈরি করা হয়েছিল ৷ আরজেডি সুপ্রিমো লালু যাদব ও আরও বেশ কয়েকজন রাজনীতিবিদের একই আইনের অধীনে পদ খারিজ হওয়ার বিষয়টিও উল্লেখ করেন একনাথ ৷ প্রশ্ন তোলেন, রাহুলের সাংসদ পদ খারিজ হওয়ার পর যা হচ্ছে, ওই নেতাদের সময় কেন এমন হয়নি ? তখন কি গণতন্ত্রের উপর আক্রমণ হয়নি, এই প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷

এদিন মোদি পদবি নিয়ে রাহুলের মন্তব্য়েরও সমালোচনা করেন একনাথ ৷ তাঁর কথায়, ওই মন্তব্য করে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেননি ৷ বরং পুরো ওবিসি সম্প্রদায়কে অপমান করেছিলেন রাহুল ৷ কংগ্রেসের ওই নেতা এখনও একইভাবে কথা বলছেন ৷ শিন্ডের হুঁশিয়ারি, নিজেকে না বদলাতে পারলে রাহুল গান্ধির পক্ষে রাস্তা চলাচল করাও অসুবিধাজনক হবে ৷

আরও পড়ুন: মোদি ভয় পেয়েছেন বলেই সাংসদ পদ খারিজ হয়েছে, অভিযোগ রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.