ETV Bharat / bharat

ED on CM Bhupesh Baghel: 508 কোটি টাকা নিয়েছেন মুখ্যমন্ত্রী বাঘেল, ইডি'র দাবিতে সরগরম ছত্তিশগড়

বেটিং অ্য়াপের অভিযুক্ত এজেন্ট 38 বছর বয়সী অসীম দাসের থেকে 5.39 কোটি টাকা নগদ উদ্ধারের পর রায়পুরে ইডি আধিকারিকরা তাকে গ্রেফতার করে। অভিযোগ উঠেছে, তাকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে অ্যাপ প্রমোটাররা বিশেষ করে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির নির্বাচনী খরচের জন্য প্রচুর পরিমাণে নগদ সরবরাহ করেছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 10:59 PM IST

নয়াদিল্লি, 3 নভেম্বর: মহাদেব বেটিং অ্যাপের তরফে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে প্রায় 508 কোটি টাকা দেওয়া হয়েছে। শুক্রবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ একই সঙ্গে বিষয়টি তদন্তের আওতায় আছে বলেও জানিয়েছে ইডি ৷

বেটিং অ্য়াপের অভিযুক্ত এজেন্ট 38 বছর বয়সী অসীম দাসের থেকে 5.39 কোটি টাকা নগদ উদ্ধারের পর রায়পুরে ইডি আধিকারিকরা তাকে গ্রেফতার করে। অভিযোগ উঠেছে, তাকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে অ্যাপ প্রমোটাররা বিশেষ করে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির নির্বাচনী খরচের জন্য প্রচুর পরিমাণে নগদ সরবরাহ করেছে ৷ বিবৃতিতে ইডি জানিয়েছে, "অসীম দাস স্বীকার করেছেন, বাজেয়াপ্ত তহবিলগুলি মহাদেব অ্যাপের তরফে ছত্তিশগড় রাজ্যে আসন্ন নির্বাচনী খরচের জন্য এক রাজনীতিবিদ 'বাঘেল'-এর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল ৷"

পাশাপাশি আরও বলা হয়েছে, "অসীম দাসের কাছ থেকে উদ্ধার হওয়া ফোনের ফরেনসিক পরীক্ষা করা হয়ছে ৷ যা থেকে শুবম সোনির (মহাদেব নেটওয়ার্কের উচ্চপদস্থ অভিযুক্তদের একজন) পাঠানো একটি ইমেল ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে ৷ আর যা থেকে সাফ হয়েছে, নিয়মিত অর্থ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত প্রায় 508 কোটি টাকা মহাদেব অ্যাপ প্রমোটাররা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে দিয়েছেন ৷"

অসীম দাস এবং পুলিশ কনস্টেবল ভীম যাদবের হেফাজতের জন্য আদালতে দায়ের করা রিমান্ড আবেদনে ইডি জানিয়েছে, বাঘেলের বিরুদ্ধে অভিযোগগুলি স্বাধীনভাবে তদন্ত করে প্রমাণ করা দরকার ৷ একই সঙ্গে, অসীম দাসের আইফোন থেকে উদ্ধার করা একটি অডিয়ো ক্লিপের প্রতিলিপিও আদালতে জমা দেওয়া হয়েছে ৷ যেখানে সোনিকে বলতে শোনা গিয়েছে, বিশেষভাবে অসীম দাসকে ছত্তিশগড়ের আসন্ন নির্বাচনে খরচের জন্য 'বাঘেল'-কে অর্থ দেওয়ার জন্য অবিলম্বে রায়পুরে যাওয়ার দায়িত্ব দিতে শোনা গিয়েছে।

আরও পড়ুন: চন্দ্রবাবু নাইডুর সঙ্গে রাখা যাবে না কোনও পুলিশ আধিকারিক, নির্দেশ হাইকোর্টের

ইডি এর আগে অনলাইন বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে তাদের লিঙ্কগুলির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক সেলিব্রিটি এবং বলিউড অভিনেতাদেরও তলব করেছে। ইডি জানিয়েছে, বৃহস্পতিবার একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অসীম দাসকে আটক করা হয়েছে ৷ 7 এবং 17 নভেম্বর রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য মহাদেব অ্যাপের প্রচারকারীরা ছত্তিশগড়ে প্রচুর পরিমাণে নগদ স্থানান্তরিত করছে বলে অভিযোগ ছিল বলে দাবি ইডির ৷ হোটেল ট্রিটনে পার্ক করা একটি এসইউভি এবং রাজ্যের দুর্গ জেলার ভিলাইয়ের একটি জায়গা থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি ৷

আরও পড়ুন: দিল্লির আবগারি দুর্নীতি মামলা, ইডির হাজিরা এড়ালেন কেজরিওয়াল

এর আগে ভূপেশ বাঘেল অভিযোগ করেছেন, ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলি বিরোধী দল এবং তাদের নেতাদের লক্ষ্যবস্তু করার জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নির্দেশে কাজ করছে। অন্যদিকে, কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, মহাদেব অ্যাপের কিছু বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে ৷ যাতে 15.59 কোটি টাকা রাখা হয়েছে এবং সেগুলি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) ধারায় ফ্রিজ করা হয়েছে ৷ এই টাকা বাজেয়াপ্তের সময় কনস্টেবল ভীম যাদবকেও গ্রেফতার করেছে ইডি ৷ অসীম দাস এবং ভীম যাদব উভয়কেই শুক্রবার রায়পুরের একটি বিশেষ পিএমএলএ আদালতে হাজির করা হয়েছিল ৷ আদালত তাদের দু'জনকেই সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ (পিটিআই)

নয়াদিল্লি, 3 নভেম্বর: মহাদেব বেটিং অ্যাপের তরফে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে প্রায় 508 কোটি টাকা দেওয়া হয়েছে। শুক্রবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ একই সঙ্গে বিষয়টি তদন্তের আওতায় আছে বলেও জানিয়েছে ইডি ৷

বেটিং অ্য়াপের অভিযুক্ত এজেন্ট 38 বছর বয়সী অসীম দাসের থেকে 5.39 কোটি টাকা নগদ উদ্ধারের পর রায়পুরে ইডি আধিকারিকরা তাকে গ্রেফতার করে। অভিযোগ উঠেছে, তাকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে অ্যাপ প্রমোটাররা বিশেষ করে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির নির্বাচনী খরচের জন্য প্রচুর পরিমাণে নগদ সরবরাহ করেছে ৷ বিবৃতিতে ইডি জানিয়েছে, "অসীম দাস স্বীকার করেছেন, বাজেয়াপ্ত তহবিলগুলি মহাদেব অ্যাপের তরফে ছত্তিশগড় রাজ্যে আসন্ন নির্বাচনী খরচের জন্য এক রাজনীতিবিদ 'বাঘেল'-এর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল ৷"

পাশাপাশি আরও বলা হয়েছে, "অসীম দাসের কাছ থেকে উদ্ধার হওয়া ফোনের ফরেনসিক পরীক্ষা করা হয়ছে ৷ যা থেকে শুবম সোনির (মহাদেব নেটওয়ার্কের উচ্চপদস্থ অভিযুক্তদের একজন) পাঠানো একটি ইমেল ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে ৷ আর যা থেকে সাফ হয়েছে, নিয়মিত অর্থ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত প্রায় 508 কোটি টাকা মহাদেব অ্যাপ প্রমোটাররা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে দিয়েছেন ৷"

অসীম দাস এবং পুলিশ কনস্টেবল ভীম যাদবের হেফাজতের জন্য আদালতে দায়ের করা রিমান্ড আবেদনে ইডি জানিয়েছে, বাঘেলের বিরুদ্ধে অভিযোগগুলি স্বাধীনভাবে তদন্ত করে প্রমাণ করা দরকার ৷ একই সঙ্গে, অসীম দাসের আইফোন থেকে উদ্ধার করা একটি অডিয়ো ক্লিপের প্রতিলিপিও আদালতে জমা দেওয়া হয়েছে ৷ যেখানে সোনিকে বলতে শোনা গিয়েছে, বিশেষভাবে অসীম দাসকে ছত্তিশগড়ের আসন্ন নির্বাচনে খরচের জন্য 'বাঘেল'-কে অর্থ দেওয়ার জন্য অবিলম্বে রায়পুরে যাওয়ার দায়িত্ব দিতে শোনা গিয়েছে।

আরও পড়ুন: চন্দ্রবাবু নাইডুর সঙ্গে রাখা যাবে না কোনও পুলিশ আধিকারিক, নির্দেশ হাইকোর্টের

ইডি এর আগে অনলাইন বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে তাদের লিঙ্কগুলির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক সেলিব্রিটি এবং বলিউড অভিনেতাদেরও তলব করেছে। ইডি জানিয়েছে, বৃহস্পতিবার একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অসীম দাসকে আটক করা হয়েছে ৷ 7 এবং 17 নভেম্বর রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য মহাদেব অ্যাপের প্রচারকারীরা ছত্তিশগড়ে প্রচুর পরিমাণে নগদ স্থানান্তরিত করছে বলে অভিযোগ ছিল বলে দাবি ইডির ৷ হোটেল ট্রিটনে পার্ক করা একটি এসইউভি এবং রাজ্যের দুর্গ জেলার ভিলাইয়ের একটি জায়গা থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি ৷

আরও পড়ুন: দিল্লির আবগারি দুর্নীতি মামলা, ইডির হাজিরা এড়ালেন কেজরিওয়াল

এর আগে ভূপেশ বাঘেল অভিযোগ করেছেন, ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলি বিরোধী দল এবং তাদের নেতাদের লক্ষ্যবস্তু করার জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নির্দেশে কাজ করছে। অন্যদিকে, কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, মহাদেব অ্যাপের কিছু বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে ৷ যাতে 15.59 কোটি টাকা রাখা হয়েছে এবং সেগুলি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) ধারায় ফ্রিজ করা হয়েছে ৷ এই টাকা বাজেয়াপ্তের সময় কনস্টেবল ভীম যাদবকেও গ্রেফতার করেছে ইডি ৷ অসীম দাস এবং ভীম যাদব উভয়কেই শুক্রবার রায়পুরের একটি বিশেষ পিএমএলএ আদালতে হাজির করা হয়েছিল ৷ আদালত তাদের দু'জনকেই সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.