ETV Bharat / bharat

স্ট্য়ান স্বামীর মেডিক্য়াল রিপোর্ট আদালতে পেশ করল মহারাষ্ট্র সরকার - মহারাষ্ট্র সরকার

খ্রিস্টান পাদ্রী এবং সমাজকর্মী স্ট্য়ান স্বামীর মেডিক্য়াল রিপোর্ট বম্বে হাইকোর্টে জমা দিল মহারাষ্ট্র সরকার ৷ আদালতের নির্দেশ মেনেই মঙ্গলবার এই পদক্ষেপ করা হয় ৷ মুখ্য় সরকারি আইনজীবী অরুণা পাই আদালতকে জানিয়েছেন, স্ট্যান স্বামীর বিরুদ্ধে মামলা শুরু হওয়ার সময় থেকে তাঁর মৃত্যু পর্যন্ত যা যা চিকিৎসা করা হয়েছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্যই এই রিপোর্টে রয়েছে ৷

Maha govt submits medical records of late priest Stan Swamy in HC
স্ট্য়ান স্বামীর মেডিক্য়াল রিপোর্ট আদালতে পেশ করল মহারাষ্ট্র সরকার
author img

By

Published : Jul 13, 2021, 6:22 PM IST

মুম্বই, 13 জুলাই : 84 বছরে প্রয়াত খ্রিস্টান পাদ্রী এবং সমাজকর্মী স্ট্য়ান স্বামীর (Stan Swamy) মেডিক্য়াল রিপোর্ট মঙ্গলবার বম্বে হাইকোর্টে (Bombay High Court) পেশ করল মহারাষ্ট্র সরকার (Maharashtra government) ৷ উল্লেখ্য, মাওবাদীদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল স্ট্যান স্বামীকে ৷ শারীরিক অসুস্থতার কারণে আদালতের কাছে জামিনেরও আবেদন জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু জামিন পাওয়ার আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্ট্যান ৷ বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীনই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ গত সপ্তাহে সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন : মারা গেলেন এলগার পরিষদ মামলায় অন্যতম অভিযুক্ত সমাজকর্মী স্ট্যান স্বামী

এদিন মুখ্য় সরকারি আইনজীবী অরুণা পাই আদালতকে জানান, রাজ্য সরকারের তরফে প্রয়াত পাদ্রীর পূর্ণাঙ্গ মেডিক্য়াল রিপোর্ট পেশ করা হয়েছে ৷ স্ট্যান স্বামীর বিরুদ্ধে মামলা শুরু হওয়ার সময় থেকে তাঁর মৃত্যু পর্যন্ত যা যা চিকিৎসা করা হয়েছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্যই এই রিপোর্টে আছে বলে জানিয়েছেন অরুণা ৷

প্রসঙ্গত, 2020 সালের অক্টোবর মাসে রাঁচি থেকে স্ট্যান স্বামীকে গ্রেফতার করে এনআইএ (National Investigating Agency) ৷ এরপর তাঁকে জেরাও করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ কিন্তু একবারের জন্যও তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানায়নি এনআইএ ৷ বৃদ্ধ স্ট্য়ান স্বামী পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন ৷ এছাড়া, বার্ধক্যজনিত অন্য়ান্য অসুখও ভোগাচ্ছিল তাঁকে ৷ তা সত্ত্বেও স্ট্যান স্বামীকে জামিন দেওয়া হয়নি ৷ বদলে তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত ৷ এরপর তাঁকে নভি মুম্বইয়ের তলোজা জেল হাসপাতালে ভর্তি করা হয় ৷

আরও পড়ুন : স্কুল খুলুক, চাইছেন মহারাষ্ট্রের 85 শতাংশ অভিভাবক

গত 5 জুলাই হাসপাতালেই মৃত্যু হয় স্ট্যান স্বামীর ৷ এরপরই বিষয়টি নিয়ে আদালতে সরর হন প্রবীণ আইনজীবী মিহির দেসাই (Mihir Desai) ৷ তাঁর অভিযোগ ছিল, মহারাষ্ট্র সরকার ও এনআইএ-র উদাসীনতাতেই প্রাণ খোয়াতে হয়েছে বৃদ্ধ পাদ্রীকে ৷ সময় মতো সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি তাঁকে ৷ এরপরই এই বিষয়ে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয় বম্বে হাইকোর্ট ৷ রাজ্য সরকারের কাছে স্ট্যান স্বামীর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে পাঠানো হয় ৷

মুম্বই, 13 জুলাই : 84 বছরে প্রয়াত খ্রিস্টান পাদ্রী এবং সমাজকর্মী স্ট্য়ান স্বামীর (Stan Swamy) মেডিক্য়াল রিপোর্ট মঙ্গলবার বম্বে হাইকোর্টে (Bombay High Court) পেশ করল মহারাষ্ট্র সরকার (Maharashtra government) ৷ উল্লেখ্য, মাওবাদীদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল স্ট্যান স্বামীকে ৷ শারীরিক অসুস্থতার কারণে আদালতের কাছে জামিনেরও আবেদন জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু জামিন পাওয়ার আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্ট্যান ৷ বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীনই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ গত সপ্তাহে সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন : মারা গেলেন এলগার পরিষদ মামলায় অন্যতম অভিযুক্ত সমাজকর্মী স্ট্যান স্বামী

এদিন মুখ্য় সরকারি আইনজীবী অরুণা পাই আদালতকে জানান, রাজ্য সরকারের তরফে প্রয়াত পাদ্রীর পূর্ণাঙ্গ মেডিক্য়াল রিপোর্ট পেশ করা হয়েছে ৷ স্ট্যান স্বামীর বিরুদ্ধে মামলা শুরু হওয়ার সময় থেকে তাঁর মৃত্যু পর্যন্ত যা যা চিকিৎসা করা হয়েছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্যই এই রিপোর্টে আছে বলে জানিয়েছেন অরুণা ৷

প্রসঙ্গত, 2020 সালের অক্টোবর মাসে রাঁচি থেকে স্ট্যান স্বামীকে গ্রেফতার করে এনআইএ (National Investigating Agency) ৷ এরপর তাঁকে জেরাও করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ কিন্তু একবারের জন্যও তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানায়নি এনআইএ ৷ বৃদ্ধ স্ট্য়ান স্বামী পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন ৷ এছাড়া, বার্ধক্যজনিত অন্য়ান্য অসুখও ভোগাচ্ছিল তাঁকে ৷ তা সত্ত্বেও স্ট্যান স্বামীকে জামিন দেওয়া হয়নি ৷ বদলে তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত ৷ এরপর তাঁকে নভি মুম্বইয়ের তলোজা জেল হাসপাতালে ভর্তি করা হয় ৷

আরও পড়ুন : স্কুল খুলুক, চাইছেন মহারাষ্ট্রের 85 শতাংশ অভিভাবক

গত 5 জুলাই হাসপাতালেই মৃত্যু হয় স্ট্যান স্বামীর ৷ এরপরই বিষয়টি নিয়ে আদালতে সরর হন প্রবীণ আইনজীবী মিহির দেসাই (Mihir Desai) ৷ তাঁর অভিযোগ ছিল, মহারাষ্ট্র সরকার ও এনআইএ-র উদাসীনতাতেই প্রাণ খোয়াতে হয়েছে বৃদ্ধ পাদ্রীকে ৷ সময় মতো সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি তাঁকে ৷ এরপরই এই বিষয়ে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয় বম্বে হাইকোর্ট ৷ রাজ্য সরকারের কাছে স্ট্যান স্বামীর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে পাঠানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.