দিল্লি, 18 ডিসেম্বর : কেঁপে উঠল দিল্লি । ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির দেওয়া তথ্য অনুসারে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.2 । কম্পনের গভীরতা ছিল 7.5 কিলোমিটার । গতকাল রাত 11টা 46 মিনিটে কম্পন অনুভূত হয় ৷
হরিয়ানার গুরুগ্রামের 48 কিমি দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের উৎসস্থান ৷ সরানগানি এবং বালুত দ্বীপের পাশাপাশি দক্ষিণ মিন্দানাও দ্বীপেও এই কম্পন অনুভূত হয় ৷ ভূমিকম্পের তথ্য টুইট করে জানিয়েছে ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি । কয়েক সেকেন্ড স্থায়ী হয় কম্পন ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত সম্পত্তির ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই ৷
আরও পড়ুন : ভূমিকম্প কাঁপল ফিলিপিন্স, তীব্রতা 6.3
ভূতাত্ত্বিকরা বলছেন, দিল্লি বড় ভূমিকম্পের জন্য সংবেদনশীল । 12 এপ্রিল থেকে এখনও পর্যন্ত প্রায় 20 টি ভূমিকম্প অনুভূত হয়েছে । বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কম্পনের মাত্রা রিখটার স্কেলে 6, এমন কম্পন যদি দিল্লিতে আঘাত হানে সে ক্ষেত্রে নিরাপত্তা রীতি অনুসরণ না করা এমন বিশাল সংখ্যক কাঠামো ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ৷