ভোপাল, 10 মে: সদ্য প্রকাশিত 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্কের মাঝেই এই ছবি নিয়ে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হঠল মধ্যপ্রদেশ সরকার ৷ তারাই প্রথম রাজ্য, যারা এই ছবিকে করমুক্ত ঘোষণা করেছিল ৷ কিন্তু বুধবার সে রাজ্যে এই চলচ্চিত্রকে করমুক্ত করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে । যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েক দিনের মধ্যেই নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহারের আনুষ্ঠানিক কোনও কারণ জানানো হয়নি ।
শনিবার বিজেপি নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকার বিতর্কিত চলচ্চিত্র দ্য কেরালা স্টোরিকে করমুক্ত করার কথা ঘোষণা করেছিল । মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তখন বলেছিলেন যে, ছবিটি সচেতনতা তৈরি করে ৷ প্রত্যেক বাবা-মাকে কন্যাদের নিয়ে এই ছবি দেখার পরামর্শ দিয়েছিলেন তিনি ৷ ইতিমধ্যে ছবিটি মধ্যপ্রদেশের বক্স অফিসে দারুণ হিট করেছে এবং বেশ কয়েকটি সিনেমা হল হাউসফুল হয়ে গিয়েছে । প্রেক্ষাগৃহগুলির সামনে দেখা যাচ্ছে নারী ও কিশোরীদের ভিড় ৷
সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি' কেরলের হিন্দু মহিলাদের ধর্মান্তরিত করার উপর ভিত্তি করে তৈরি হয়েছে । মধ্যপ্রদেশ সরকারের পদাঙ্ক অনুসরণ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার এই ছবিকে করমুক্ত করার কথা ঘোষণা করেন । 12 মে আদিত্যনাথ এবং তাঁর ক্যাবিনেট মন্ত্রীদের জন্য ছবিটির একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে । বুধবার আবার ফিল্মের কুশীলবদের সঙ্গে দেখাও করেন যোগী আদিত্যনাথ ৷
-
CM Yogi Adityanath meets makers of 'The Kerala Story' in Lucknow
— ANI Digital (@ani_digital) May 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI Story | https://t.co/UMOXVaiTMu#TheKeralaStory #UttarPradesh #CMYogiAdityanath #Lucknow pic.twitter.com/mNkyQ3X8ev
">CM Yogi Adityanath meets makers of 'The Kerala Story' in Lucknow
— ANI Digital (@ani_digital) May 10, 2023
Read @ANI Story | https://t.co/UMOXVaiTMu#TheKeralaStory #UttarPradesh #CMYogiAdityanath #Lucknow pic.twitter.com/mNkyQ3X8evCM Yogi Adityanath meets makers of 'The Kerala Story' in Lucknow
— ANI Digital (@ani_digital) May 10, 2023
Read @ANI Story | https://t.co/UMOXVaiTMu#TheKeralaStory #UttarPradesh #CMYogiAdityanath #Lucknow pic.twitter.com/mNkyQ3X8ev
যদিও বিরোধী দলগুলি এই ছবির সমালোচনা করেছে এবং দাবি করেছে যে এটি লাভ জিহাদ ষড়যন্ত্র তত্ত্বকে প্রচার করে । সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশংকার কথা উল্লেখ করে রাজ্যে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করেন । মমতার এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিজেপি ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন যে, ছবিটি নিষিদ্ধ করে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বোন ও কন্যাদের প্রতি অবিচার করেছেন ।
দ্য কেরালা স্টোরিকে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করার সিদ্ধান্তের নিন্দা করেছে প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া । এ দিকে, তামিলনাড়ুজুড়ে মাল্টিপ্লেক্সগুলি আইন-শৃঙ্খলার সমস্যা এবং জনসাধারণের দুর্বল প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে রবিবার দ্য কেরালা স্টোরির প্রদর্শন বাতিল করেছে ।
আরও পড়ুন: 'সংখ্যায় কী আসে যায়?' বিতর্কের জবাবে জানালেন 'দ্য কেরালা স্টোরি'র প্রযোজক