ETV Bharat / bharat

ফেলো কড়ি মাখো তেল ! মন্ত্রীর সঙ্গে সেলফি তুলতে গুনতে হবে 100 টাকা - মন্ত্রীর সঙ্গে সেলফি

ভক্ত-অনুগামীদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে অনেক সময় নষ্ট হয় মন্ত্রীর ৷ আর সেই কারণেই এই নিয়ম চালু করে দিয়েছেন তিনি ৷ এখন থেকে তাই আর ফ্রি-তে 'নো সেলফি' ৷

ঊষা ঠাকুর
ঊষা ঠাকুর
author img

By

Published : Jul 18, 2021, 8:57 PM IST

খান্ডওয়া (মধ্যপ্রদেশ), 18 জুলাই : নেতা-মন্ত্রীদের কাছাকাছি আসতে পারাটাই অনেক ভাগ্যের ব্যাপার ! আর তারপর যদি একটু সেলফি হয়ে যায়... আর দেখে কে... কিন্তু এর জন্য এবার থেকে ভাড়া দিতে হবে ৷ সেলফি পিছু 100 টাকা দক্ষিণা ৷ অবাক হচ্ছেন ? এমনই আজব নিয়ম চালু করে দিলেন মধ্যপ্রদেশের পর্যটন মন্ত্রী ঊষা ঠাকুর ৷ এবার থেকে তাঁর সঙ্গে সেলফি তুলতে হলে গুণতে হবে 100 টাকা ৷

মন্ত্রীর কি টাকার অভাব ? কেন এই উদ্ভট নিয়ম ?

ভক্ত-অনুগামীদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে অনেক সময় নষ্ট হয় মন্ত্রীর ৷ আর সেই কারণেই এই নিয়ম চালু করে দিয়েছেন তিনি ৷ এখন থেকে তাই আর ফ্রি-তে 'নো সেলফি' ৷ একেবারে ফেলো কড়ি মাখো তেল ব্যাপার ৷ মধ্যপ্রদেশের পর্যটন মন্ত্রী ঊষা ঠাকুরের কথায়, সেই সেলফি-মাশুল যাবে পার্টি ফান্ডে ৷ দলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সেই টাকা ব্যবহার করা হবে ৷ আর শিবরাজ সিং চৌহানের এই মন্ত্রীর সেলফি তহবিলের টাকার হিসেব রাখবেন মধ্যপ্রদেশ বিজেপির কোষাধ্যক্ষ ৷

আজ পর্যটন মন্ত্রী ঊষা ঠাকুর মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় গিয়েছিলেন ৷ মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেরালেন ৷ মুখে মাস্কের বদলে গলায় জড়ানো ছিল গামছা ৷ কেন মাস্ক পরেননি মন্ত্রী ? প্রশ্ন করতেই আরও আজব উত্তর ৷ মন্ত্রীর সাফ কথা, তিনি ছোটবেলা থেকেই বৈদিক রীতি মেনে চলে আসছেন ৷ তাঁর বাড়িতে রোজ নিয়ম করে দু'বেলা অগ্নিহোত্র যজ্ঞ হয় ৷ রোজ শাঁখ বাজান মন্ত্রী ৷ আর বিজ্ঞানেই নাকি এমন বলা রয়েছে যে, যজ্ঞ করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ৷ যজ্ঞে যে ধোঁয়া তৈরি হয়, তা নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ৷ আর যে এই পদ্ধতিতে চলে, সে নাকি সবসময় সুস্থ থাকে ৷

যদিও মন্ত্রী এই বক্তব্যের পরেই হয়তো নিজের ভুল বুঝতে পারেন ৷ সঙ্গে সঙ্গে ড্যামেজ কন্ট্রোলে জানান, করোনার থেকে বাঁচতেই তিনি গামছা ব্যবহার করছেন ৷ অবশ্য সাধারণ নাগরিকদের মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করেন তিনি ৷

খান্ডওয়া (মধ্যপ্রদেশ), 18 জুলাই : নেতা-মন্ত্রীদের কাছাকাছি আসতে পারাটাই অনেক ভাগ্যের ব্যাপার ! আর তারপর যদি একটু সেলফি হয়ে যায়... আর দেখে কে... কিন্তু এর জন্য এবার থেকে ভাড়া দিতে হবে ৷ সেলফি পিছু 100 টাকা দক্ষিণা ৷ অবাক হচ্ছেন ? এমনই আজব নিয়ম চালু করে দিলেন মধ্যপ্রদেশের পর্যটন মন্ত্রী ঊষা ঠাকুর ৷ এবার থেকে তাঁর সঙ্গে সেলফি তুলতে হলে গুণতে হবে 100 টাকা ৷

মন্ত্রীর কি টাকার অভাব ? কেন এই উদ্ভট নিয়ম ?

ভক্ত-অনুগামীদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে অনেক সময় নষ্ট হয় মন্ত্রীর ৷ আর সেই কারণেই এই নিয়ম চালু করে দিয়েছেন তিনি ৷ এখন থেকে তাই আর ফ্রি-তে 'নো সেলফি' ৷ একেবারে ফেলো কড়ি মাখো তেল ব্যাপার ৷ মধ্যপ্রদেশের পর্যটন মন্ত্রী ঊষা ঠাকুরের কথায়, সেই সেলফি-মাশুল যাবে পার্টি ফান্ডে ৷ দলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সেই টাকা ব্যবহার করা হবে ৷ আর শিবরাজ সিং চৌহানের এই মন্ত্রীর সেলফি তহবিলের টাকার হিসেব রাখবেন মধ্যপ্রদেশ বিজেপির কোষাধ্যক্ষ ৷

আজ পর্যটন মন্ত্রী ঊষা ঠাকুর মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় গিয়েছিলেন ৷ মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেরালেন ৷ মুখে মাস্কের বদলে গলায় জড়ানো ছিল গামছা ৷ কেন মাস্ক পরেননি মন্ত্রী ? প্রশ্ন করতেই আরও আজব উত্তর ৷ মন্ত্রীর সাফ কথা, তিনি ছোটবেলা থেকেই বৈদিক রীতি মেনে চলে আসছেন ৷ তাঁর বাড়িতে রোজ নিয়ম করে দু'বেলা অগ্নিহোত্র যজ্ঞ হয় ৷ রোজ শাঁখ বাজান মন্ত্রী ৷ আর বিজ্ঞানেই নাকি এমন বলা রয়েছে যে, যজ্ঞ করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ৷ যজ্ঞে যে ধোঁয়া তৈরি হয়, তা নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ৷ আর যে এই পদ্ধতিতে চলে, সে নাকি সবসময় সুস্থ থাকে ৷

যদিও মন্ত্রী এই বক্তব্যের পরেই হয়তো নিজের ভুল বুঝতে পারেন ৷ সঙ্গে সঙ্গে ড্যামেজ কন্ট্রোলে জানান, করোনার থেকে বাঁচতেই তিনি গামছা ব্যবহার করছেন ৷ অবশ্য সাধারণ নাগরিকদের মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.