ভোপাল ও রাইপুর, 17 নভেম্বর: আজ মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ এরই সঙ্গে ছত্তিশগড়ে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন ৷ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের 230টি আসনে ভোট চলবে শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ এদিকে কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে বাকি 70টি আসনে আজ ভোট আরম্ভ সকাল 8টা থেকে ৷ দু'টি হিন্দিভাষী রাজ্যে প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি এবং কংগ্রেস ৷ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ন'টা পর্যন্ত মধ্যপ্রদেশে ভোট পড়েছে 11.19 শতাংশ ৷ ছত্তিশগড়ে সেই হার 5.71 ৷ ভোট দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ৷
-
#WATCH | Madhya Pradesh Election| Chhindwara, Madhya Pradesh: State Congress president and party's candidate from Chhindwara, Kamal Nath says, "There's a lot of excitement among the voters in Madhya Pradesh. They want to keep their future secured... They distributed liquor and… pic.twitter.com/HR7QI2VCBB
— ANI (@ANI) November 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Madhya Pradesh Election| Chhindwara, Madhya Pradesh: State Congress president and party's candidate from Chhindwara, Kamal Nath says, "There's a lot of excitement among the voters in Madhya Pradesh. They want to keep their future secured... They distributed liquor and… pic.twitter.com/HR7QI2VCBB
— ANI (@ANI) November 17, 2023#WATCH | Madhya Pradesh Election| Chhindwara, Madhya Pradesh: State Congress president and party's candidate from Chhindwara, Kamal Nath says, "There's a lot of excitement among the voters in Madhya Pradesh. They want to keep their future secured... They distributed liquor and… pic.twitter.com/HR7QI2VCBB
— ANI (@ANI) November 17, 2023
মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়- দু'টি রাজ্যের কোথাও বিজেপি কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি ৷ মধ্যপ্রদেশে প্রায় 18 বছর ধরে বিজেপি ক্ষমতায় আছে ৷ গতবার ভোটে কংগ্রেসের সরকার তৈরি হলেও পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে বেশ কিছু বিধায়ক বিজেপিতে যোগ দেন। ফলে আবারও ক্ষমতায় আসে বিজেপি। এবার লড়াইটা বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী কমলনাথের মধ্যে ৷ এছাড়া ভোটযুদ্ধে অন্যতম প্রধান মুখ কংগ্রেসের দিগ্বিজয় সিং ৷ অন্যদিকে 7 নভেম্বর ছত্তিশগড়ের 20টি আসনে ভোট হয়েছিল । এবার বাকি 70টি আসনের জন্য ভোট গ্রহণ ৷
-
#WATCH | Madhya Pradesh CM Shivraj Singh Chouhan says "I request the people of the state to use their votes for the development of the state...There is only love and blessings for the BJP among people. We work for the betterment of the people of the society... Congress is not… pic.twitter.com/CjUwhodJc4
— ANI (@ANI) November 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Madhya Pradesh CM Shivraj Singh Chouhan says "I request the people of the state to use their votes for the development of the state...There is only love and blessings for the BJP among people. We work for the betterment of the people of the society... Congress is not… pic.twitter.com/CjUwhodJc4
— ANI (@ANI) November 17, 2023#WATCH | Madhya Pradesh CM Shivraj Singh Chouhan says "I request the people of the state to use their votes for the development of the state...There is only love and blessings for the BJP among people. We work for the betterment of the people of the society... Congress is not… pic.twitter.com/CjUwhodJc4
— ANI (@ANI) November 17, 2023
বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধনি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে কংগ্রেস অভিনেতা বিক্রম মস্তালকে প্রার্থী করেছে ৷ তিনি 2008 সালে টেলি-সিরিয়াল রামায়ণ-2-তে হনুমানের চরিত্রে অভিনয় করেছিলেন ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ নিজের গড় ছিন্দওয়াড়া থেকেই প্রার্থী হয়েছেন ৷ তাঁর প্রতিপক্ষ ছিন্দওয়াড়ার বিজেপির প্রাক্তন সভাপতি বিবেক বান্টি সাহু ৷ 2019 সালে গত বিধানসভা নির্বাচনে কমল নাথ বান্টি সাহুকে 28 হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন ৷ সেবার তিনি মুখ্যমন্ত্রী হন ৷ তবে 2020 সালে বিদ্রোহী জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন অনুগামীও মধ্যপ্রদেশে বিজেপিতে চলে যান ৷ এরপর কমল নাথের সরকারে পতন হয় এবং শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে মধ্যপ্রদেশে সরকার গড়ে কংগ্রেস ৷
আরও পড়ুন: