ETV Bharat / bharat

Chief of Army Staff : দেশের পরবর্তী সেনা প্রধান হচ্ছেন লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে

author img

By

Published : Apr 18, 2022, 10:31 PM IST

চলতি মাসেই অবসর নিচ্ছেন দেশের বর্তমান সেনে প্রধান এমএম নারাভানে (Present Chief of Army Staff MM Naravane), তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে ৷

Next Chief of Army Staff
দেশের পরবর্তী সেনা প্রধান হচ্ছেন লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে

নয়াদিল্লি, 18 এপ্রিল : দেশের পরবর্তী সেনা প্রধান (Chief of Army Staff) হতে চলেছেন লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে (Lt Gen Manoj Pande) ৷ বর্তমান সেনা প্রধান এমএম নারাভানের স্থালাভিষক্ত হতে চলেছেন তিনি ৷ দেশের 28তম সেনা প্রধান হিসেবে দায়িত্ব নেবেন মনোজ পাণ্ডে ৷ চলতি মাসেই অবসর নিতে চলেছেন দেশের বর্তমান সেনা প্রধান এমএম নারাভানে ৷ ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী মনোজ পাণ্ডে 1982 সালে ইঞ্জিনিয়ার বিভাগে যোগ দেন ৷ অপারেশন পরাক্রমের সময় জম্মু-কাশ্মীরের পুলওয়ামা সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় সেনার 117 ইঞ্জিনিয়র রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন তিনি ৷

দীর্ঘ 39 বছরের সেনা জীবনে লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে কাজ করেছেন দেশের পশ্চিম সীমান্তে, জম্ম-কাশ্মীর সীমান্তে ৷ সেনার মাউন্টেন ডিভিশনে কর্মরত থাকার সময় পশ্চিম লাদাখের দায়িত্বে ছিলেন তিনি ৷ দেশের পূর্ব সীমান্তে বিভিন্ন কাউন্টার ইনসারজেন্সি অপারেশনার নেতৃত্বও দিয়েছেন তিনি ৷ নিজের এই দীর্ঘ কর্ম জীবনে মনোজ পাণ্ডে সেনার একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন ৷ সেনার ইস্টার্ন কমান্ডের হেডকোয়াটারে ছিলেন ব্রিগেডিয়র জেনেরাল স্টাফ (অপারেশন) পদে ৷ রাষ্ট্রসংঘের ইথিওপিয়া ও এরিট্রেয়া মিশনে কাজ করেছেন মুখ্য ইঞ্জিনিয়র হিসেবে ৷

আরও পড়ুন : পুলওয়ামার রেল স্টেশনে জঙ্গি হামলা, নিহত এক আরপিএফ জওয়ান

এছাড়াও সামলেছেন সেনা সদর দফতরের মিলিটারি অপারেশন ডিরেক্টরেটের অতিরিক্ত ডিরেক্টর জেনারেলের পদ, সেনার সাউদার্ন কমান্ড হেডকোয়াটারের প্রধান পদ ৷ সেনার আন্দামান-নিকোবর কমান্ডে কমান্ডার-ইন-চিফ পদে ছিলেন 2020 সালের জুন মাস থেকে 2021 সালের মে মাস পর্যন্ত ৷ ইস্টার্ন কমান্ডের কমান্ডিং-ইন-চিফ পদে ছিলেন 2021 সালের জুন মাস থেকে 2022 সালের জানুয়ারি মাস পর্যন্ত ৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে আসেন ৷ নিজের দীর্ঘ কর্ম জীবনে সেনার পরম বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক, বিশিষ্ট সেবা পদক-সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি ৷

নয়াদিল্লি, 18 এপ্রিল : দেশের পরবর্তী সেনা প্রধান (Chief of Army Staff) হতে চলেছেন লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে (Lt Gen Manoj Pande) ৷ বর্তমান সেনা প্রধান এমএম নারাভানের স্থালাভিষক্ত হতে চলেছেন তিনি ৷ দেশের 28তম সেনা প্রধান হিসেবে দায়িত্ব নেবেন মনোজ পাণ্ডে ৷ চলতি মাসেই অবসর নিতে চলেছেন দেশের বর্তমান সেনা প্রধান এমএম নারাভানে ৷ ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী মনোজ পাণ্ডে 1982 সালে ইঞ্জিনিয়ার বিভাগে যোগ দেন ৷ অপারেশন পরাক্রমের সময় জম্মু-কাশ্মীরের পুলওয়ামা সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় সেনার 117 ইঞ্জিনিয়র রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন তিনি ৷

দীর্ঘ 39 বছরের সেনা জীবনে লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে কাজ করেছেন দেশের পশ্চিম সীমান্তে, জম্ম-কাশ্মীর সীমান্তে ৷ সেনার মাউন্টেন ডিভিশনে কর্মরত থাকার সময় পশ্চিম লাদাখের দায়িত্বে ছিলেন তিনি ৷ দেশের পূর্ব সীমান্তে বিভিন্ন কাউন্টার ইনসারজেন্সি অপারেশনার নেতৃত্বও দিয়েছেন তিনি ৷ নিজের এই দীর্ঘ কর্ম জীবনে মনোজ পাণ্ডে সেনার একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন ৷ সেনার ইস্টার্ন কমান্ডের হেডকোয়াটারে ছিলেন ব্রিগেডিয়র জেনেরাল স্টাফ (অপারেশন) পদে ৷ রাষ্ট্রসংঘের ইথিওপিয়া ও এরিট্রেয়া মিশনে কাজ করেছেন মুখ্য ইঞ্জিনিয়র হিসেবে ৷

আরও পড়ুন : পুলওয়ামার রেল স্টেশনে জঙ্গি হামলা, নিহত এক আরপিএফ জওয়ান

এছাড়াও সামলেছেন সেনা সদর দফতরের মিলিটারি অপারেশন ডিরেক্টরেটের অতিরিক্ত ডিরেক্টর জেনারেলের পদ, সেনার সাউদার্ন কমান্ড হেডকোয়াটারের প্রধান পদ ৷ সেনার আন্দামান-নিকোবর কমান্ডে কমান্ডার-ইন-চিফ পদে ছিলেন 2020 সালের জুন মাস থেকে 2021 সালের মে মাস পর্যন্ত ৷ ইস্টার্ন কমান্ডের কমান্ডিং-ইন-চিফ পদে ছিলেন 2021 সালের জুন মাস থেকে 2022 সালের জানুয়ারি মাস পর্যন্ত ৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে আসেন ৷ নিজের দীর্ঘ কর্ম জীবনে সেনার পরম বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক, বিশিষ্ট সেবা পদক-সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.