ETV Bharat / bharat

LPG Price Hike : ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম, দিল্লিতে পেরল হাজারের গণ্ডি - again hike in lpg price

বাণিজ্যিক কাজে ব্যবহৃত সিলিন্ডারের দামও এদিন বেড়েছে 8 টাকা করে (LPG Price Hike) ৷

LPG price hike News
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি
author img

By

Published : May 19, 2022, 10:18 AM IST

নয়াদিল্লি, 19 মে : ফের বাড়ল রান্নার গ্যাসের দাম (LPG Price Hike) ৷ বৃহস্পতিবার ঘরোয়া কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 3 টাকা 50 পয়সা ৷ এর ফলে দেশের সর্বত্রই রান্নার গ্যাসের দাম হাজার টাকা পেরিয়ে গেল ৷ কলকাতায় অবশ্য আগেই রান্নার গ্যাসের দাম হাজার টাকা পেরিয়েছে ৷ এর আগে, চলতি মাসের 7 তারিখই 50 টাকা করে বেড়েছিল রান্নার গ্যাসের দাম ৷

জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই দাম বেড়েছে খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের ৷ চাপ পড়ছে আম জনতার হেঁসেলে ৷ তার উপর এদিন রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তের চিন্তা আরও বাড়ল ৷ এদিন রান্নার গ্যাসের এই দাম বৃদ্ধির ফলে দিল্লিতে 14.2 কিলোর এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল 1 হাজার 3 টাকা ৷ এক বছরের মধ্যে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 809 টাকা থেকে বেড়ে হল 1003 টাকা ৷

আরও পড়ুন : রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

কলকাতার রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে 1029 টাকা ৷ চেন্নাইয়ে এই দাম 1018 টাকা 50 পয়সা ৷ মুম্বইয়ে 1002 টাকা 50 পয়সা ৷ এদিন বাণিজ্যিক কাজে ব্যবহৃত সিলিল্ডারের দামও বেড়েছে 8 টাকা করে ৷

নয়াদিল্লি, 19 মে : ফের বাড়ল রান্নার গ্যাসের দাম (LPG Price Hike) ৷ বৃহস্পতিবার ঘরোয়া কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 3 টাকা 50 পয়সা ৷ এর ফলে দেশের সর্বত্রই রান্নার গ্যাসের দাম হাজার টাকা পেরিয়ে গেল ৷ কলকাতায় অবশ্য আগেই রান্নার গ্যাসের দাম হাজার টাকা পেরিয়েছে ৷ এর আগে, চলতি মাসের 7 তারিখই 50 টাকা করে বেড়েছিল রান্নার গ্যাসের দাম ৷

জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই দাম বেড়েছে খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের ৷ চাপ পড়ছে আম জনতার হেঁসেলে ৷ তার উপর এদিন রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তের চিন্তা আরও বাড়ল ৷ এদিন রান্নার গ্যাসের এই দাম বৃদ্ধির ফলে দিল্লিতে 14.2 কিলোর এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল 1 হাজার 3 টাকা ৷ এক বছরের মধ্যে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 809 টাকা থেকে বেড়ে হল 1003 টাকা ৷

আরও পড়ুন : রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

কলকাতার রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে 1029 টাকা ৷ চেন্নাইয়ে এই দাম 1018 টাকা 50 পয়সা ৷ মুম্বইয়ে 1002 টাকা 50 পয়সা ৷ এদিন বাণিজ্যিক কাজে ব্যবহৃত সিলিল্ডারের দামও বেড়েছে 8 টাকা করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.