ETV Bharat / bharat

LPG Cylinder Price Hike : ফের রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, আজ থেকে সিলিন্ডারপিছু দাম 911 টাকা - Domestic LPG cylinders

একে কোভিডে মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ৷ তার মধ্যে বারে বারে পেট্রল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে ৷ আজ ফের দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের ৷

দাম বাড়ল রান্নার গ্যাসের
দাম বাড়ল রান্নার গ্যাসের
author img

By

Published : Sep 1, 2021, 12:06 PM IST

হায়দরাবাদ, 1 সেপ্টেম্বর : আজ মাস শুরুর প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য দুঃসংবাদ ৷ ফের দাম বাড়ল রান্না গ্যাসের ৷ পেট্রোলিয়াম কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের (Domestic LPG cylinders) দাম বাড়িয়েছে 25 টাকা ৷ অগস্টের মাঝামাঝি সপ্তাহেই দাম বেড়েছিল রান্নার গ্যাসের ৷ 15-20 দিনের মাথায় ফের বাড়ল গ্যাসের দাম ৷

ভর্তুকিহীন 14.2 কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে বেড়ে হল 884.50 টাকা ৷ আজ থেকে এই নতুন দাম কার্যকর হবে ৷ 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে 75 টাকা ৷ দিল্লিতে তার দাম বেড়ে দাঁড়িয়েছে 1693 টাকা ৷ কলকাতায় ভর্তুকিহীন 14.2 কেজি এলপিজি গ্যাসের দাম বেড়ে হল 911 টাকা ৷

আরও পড়ুন : Petrol Pump Strike : পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের আশ্বাসে পেট্রল পাম্প ধর্মঘট উঠল

18 অগস্ট দিল্লিতে এলপিজি গ্যাসের দাম 25 টাকা বেড়ে হয়েছিল 859 টাকা ৷ তার আগে 1 জুন এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল 809 টাকা ৷ 1 জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছিল 834 টাকা ৷

করোনাআবহে এমনিতেই সংসার চালাতে জনসাধারণের নাভিশ্বাস উঠেছে ৷ বেকারত্বের সংখ্যাও দিনে দিনে বেড়ে চলেছে ৷ এর মধ্যে রান্নাঘরের সবচেয়ে প্রয়োজনীয় জ্বালানির দাম এরকম ভাবে বাড়তে থাকলে তার সঙ্গে লড়াই করে কী করে টিকে থাকবে সাধারণ মানুষ, সেটাই প্রশ্ন ৷

হায়দরাবাদ, 1 সেপ্টেম্বর : আজ মাস শুরুর প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য দুঃসংবাদ ৷ ফের দাম বাড়ল রান্না গ্যাসের ৷ পেট্রোলিয়াম কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের (Domestic LPG cylinders) দাম বাড়িয়েছে 25 টাকা ৷ অগস্টের মাঝামাঝি সপ্তাহেই দাম বেড়েছিল রান্নার গ্যাসের ৷ 15-20 দিনের মাথায় ফের বাড়ল গ্যাসের দাম ৷

ভর্তুকিহীন 14.2 কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে বেড়ে হল 884.50 টাকা ৷ আজ থেকে এই নতুন দাম কার্যকর হবে ৷ 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে 75 টাকা ৷ দিল্লিতে তার দাম বেড়ে দাঁড়িয়েছে 1693 টাকা ৷ কলকাতায় ভর্তুকিহীন 14.2 কেজি এলপিজি গ্যাসের দাম বেড়ে হল 911 টাকা ৷

আরও পড়ুন : Petrol Pump Strike : পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের আশ্বাসে পেট্রল পাম্প ধর্মঘট উঠল

18 অগস্ট দিল্লিতে এলপিজি গ্যাসের দাম 25 টাকা বেড়ে হয়েছিল 859 টাকা ৷ তার আগে 1 জুন এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল 809 টাকা ৷ 1 জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছিল 834 টাকা ৷

করোনাআবহে এমনিতেই সংসার চালাতে জনসাধারণের নাভিশ্বাস উঠেছে ৷ বেকারত্বের সংখ্যাও দিনে দিনে বেড়ে চলেছে ৷ এর মধ্যে রান্নাঘরের সবচেয়ে প্রয়োজনীয় জ্বালানির দাম এরকম ভাবে বাড়তে থাকলে তার সঙ্গে লড়াই করে কী করে টিকে থাকবে সাধারণ মানুষ, সেটাই প্রশ্ন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.