ETV Bharat / bharat

India Records Lowest Daily Covid Case: 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 89, 34 মাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ - lowest daily covid cases recorded in india

কমেছে করোনা আক্রান্তের সংখ্যা (India Records Lowest Daily Covid Cases) ৷ দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্য়া কমে দাঁড়িয়েছে 0.05 শতাংশ ৷ সপ্তাহিক আক্রান্তের সংখ্যা 0.09 শতাংশ ৷ 2020 সালের মার্চ মাসের পর থেকে মঙ্গলবারই সব থেকে কম সংক্রমণ হয়েছে ৷ মাস্ক পরা থেকে শুরু করে অন্য করোনা বিধি মেনে চললে সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা (Stay masked up)৷

India Records Lowest Daily Covid Cases
মাস্ক পড়লেই কোভিড সংক্রমণ থেকে বাঁচা যাবে
author img

By

Published : Jan 17, 2023, 12:17 PM IST

নয়াদিল্লি, 17 জানুয়ারি: একদিনে রেকর্ড পরিমাণ কমল করোনা সংক্রমণের হার (India Records Lowest Daily Covid Cases) ৷ ভরতে একদিনে করোনায় আক্রান্ত হলেন 89 জন ৷ 2020 সালের 27 মার্চ মাসের পর এটাই সর্বনিম্ন সংক্রমণ ৷ মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে 2 হাজার 35 জন (COVID-19)৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন 4.46 কোটি (4 কোটি 46 লক্ষ 81 হাজার 233) ৷ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 5 লক্ষ 30 হাজার 726 জনের ৷

স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য় অনুযায়ী জানা গিয়েছে , সপ্তাহিক সংক্রমণের হার কমে 0.09 শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার 0.05 শতংশ হয়েছে ৷ নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন মাত্র 0.01 শতাংশ (New COVID-19 Affected)৷ কোভিড সংক্রমণেমর হার কমার পাশাপাশি সুস্থতার হারও বেশ বৃদ্ধি পেয়েছে ৷ প্রায় 98.80 শতাংশ মানুষ করোনা মুক্ত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ দেশে 24 ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন 84 জন ৷

আরও পড়ুন: ওমিক্রনের নয়া উপপ্রজাতি ক্র্যাকেন কতটা ঘাতক হতে পারে, জেনে নিন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দেশকে করোনা মুক্ত করতে টিকাকরণের উপর বাড়তি গুরুত্ব দিতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷ ইতিমধ্যেই দেশ জুড়ে 220.17 কোটি কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ দেশকে করোনা মুক্ত করতে জাতীয় স্তরের টিকা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে ৷ গত বছরের জানুয়ারি মাসেই 4 কোটি টিকা প্রদানের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে ৷

কয়েকদিন আগে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে চিন থেকে শুরু করে কয়েকটি দেশে । ভারতেও সংক্রমণ বাড়তে পারে আশঙ্কা করে প্রস্তুতি নিয়ে রাখে কেন্দ্রীয় সরকার । উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তবে এখনও পর্যন্ত দেশের কোনও প্রান্তেই নতুন করে মাথাচাড়া দিতে পারেনি করোনা । এরইমধ্যে জানা গেল গত 34 মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ হয়েছে মঙ্গলবার ।

নয়াদিল্লি, 17 জানুয়ারি: একদিনে রেকর্ড পরিমাণ কমল করোনা সংক্রমণের হার (India Records Lowest Daily Covid Cases) ৷ ভরতে একদিনে করোনায় আক্রান্ত হলেন 89 জন ৷ 2020 সালের 27 মার্চ মাসের পর এটাই সর্বনিম্ন সংক্রমণ ৷ মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে 2 হাজার 35 জন (COVID-19)৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন 4.46 কোটি (4 কোটি 46 লক্ষ 81 হাজার 233) ৷ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 5 লক্ষ 30 হাজার 726 জনের ৷

স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য় অনুযায়ী জানা গিয়েছে , সপ্তাহিক সংক্রমণের হার কমে 0.09 শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার 0.05 শতংশ হয়েছে ৷ নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন মাত্র 0.01 শতাংশ (New COVID-19 Affected)৷ কোভিড সংক্রমণেমর হার কমার পাশাপাশি সুস্থতার হারও বেশ বৃদ্ধি পেয়েছে ৷ প্রায় 98.80 শতাংশ মানুষ করোনা মুক্ত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ দেশে 24 ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন 84 জন ৷

আরও পড়ুন: ওমিক্রনের নয়া উপপ্রজাতি ক্র্যাকেন কতটা ঘাতক হতে পারে, জেনে নিন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দেশকে করোনা মুক্ত করতে টিকাকরণের উপর বাড়তি গুরুত্ব দিতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷ ইতিমধ্যেই দেশ জুড়ে 220.17 কোটি কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ দেশকে করোনা মুক্ত করতে জাতীয় স্তরের টিকা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে ৷ গত বছরের জানুয়ারি মাসেই 4 কোটি টিকা প্রদানের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে ৷

কয়েকদিন আগে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে চিন থেকে শুরু করে কয়েকটি দেশে । ভারতেও সংক্রমণ বাড়তে পারে আশঙ্কা করে প্রস্তুতি নিয়ে রাখে কেন্দ্রীয় সরকার । উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তবে এখনও পর্যন্ত দেশের কোনও প্রান্তেই নতুন করে মাথাচাড়া দিতে পারেনি করোনা । এরইমধ্যে জানা গেল গত 34 মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ হয়েছে মঙ্গলবার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.