পশ্চিম কামেং (অরুণাচলপ্রদেশ), 11 জুন: সাতসকালে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ ৷ রবিবার ভোর 6.34-এ মৃদু ভূমিকম্প অনুভূত হয় সে রাজ্যের পশ্চিম কামেং জেলায় ৷ তবে ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই ৷
দেশের ভূ-বিজ্ঞান মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, আজ ভোর 6.34-এ অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং মৃদু ভূমিকম্প হয়েছে ৷ রিখটার স্কেলে তীব্রতা ছিল 3.2 ৷ মেঘালয়ের শিলং থেকে 173 কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে অবস্থিত পশ্চিম কামেং জেলার বেশ কয়েকটি অংশে কম্পন অনুভূত হয়েছে ।
এনসিএস-এর রিপোর্ট অনুসারে, কম্পনের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে 33 কিলোমিটার গভীরে, 27.02 অক্ষাংশ এবং 92.57 দ্রাঘিমাংশে । ভূমিকম্পের কারণে কোনও প্রান্তে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, তার খোঁজখবর করছেন জেলার আধিকারিকরা ৷ তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং সম্পত্তির কোনও ক্ষতির ঘটনাও ঘটেনি ।
চলতি মাসের শুরুতে অসমের তেজপুরে যে ভূমিকম্প হয়েছিল, তার উপকেন্দ্র ছিল 10 কিলোমিটার গভীরে এবং তেজপুরের প্রায় 37 কিলোমিটার পশ্চিমে । উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে বারবার মৃদু তীব্রতার কম্পন হচ্ছে । সেই হিসেবে স্থানীয় প্রশাসনও সংশ্লিষ্ট কর্মী ও বিভাগগুলোকে সজাগ থাকতে বলেছে ।
আরও পড়ুন: পকেট মানি খরচ করে তুরস্কের জন্য ত্রাণের ব্যবস্থা বছর 8-এর জাইদানের
6 জুন হরিয়ানার জাজ্জারে 2.5 মাত্রার ভূমিকম্প হয় । খুব মৃদু কম্পনের উৎপত্তি ছিল 12 কিমি গভীরে ৷ সকাল 7.08-এ সেই ভূমিকম্প হয় । এই ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকায় কোথাও কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনও সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি । এর পরে, বিশেষজ্ঞরা নিম্ন তীব্রতার কম্পনের ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলিতে স্থানীয় জনগণকে সচেতন করার প্রয়োজনীয়তার উপর জোর দেন । মৃদু কম্পনের সময় আশ্রয় নেওয়া এবং জীবন বাঁচাতে বেশকিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সেই বিষয়গুলি নিয়েই সচেতনা তৈরি করার প্রচেষ্টা চলছে ।