গয়া, 6 সেপ্টেম্বর: প্রতিনিয়ত বদলে যাচ্ছে রূপ । শিশুরূপে এখানে বিরাজ করছেন শ্রীকৃষ্ণ ৷ বাঁশি হাতে চতুর্ভুজা হয়ে বসে রয়েছেন ৷ বিহারের গয়ার কৃষ্ণ দ্বারকা মন্দিরে গেলে দেখা মিলবে এই বিস্ময়কর মূর্তির ৷ সেটি 300 বছরেরও পুরনো ৷ ভগবান শ্রী কৃষ্ণের এই মূর্তিটির বিশেষত হল, 24 ঘণ্টা তাঁর রূপ ও রং পরিবর্তন হতে থাকে ।
শ্রীকৃষ্ণের বিরল মূর্তি: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কুয়ো থেকে একটি ধর্মীয় প্রতিধ্বনি শোনা যায় ৷ তারপর সেই কুয়ো থেকেই উদ্ধার হয় এই মূর্তিটি ৷ এরপর সেটিকে তুলে পুজো শুরু হয় এবং পরে মন্দিরে স্থাপন করা হয় । 300 বছরেরও বেশি পুরনো অতি প্রাচীন কালের এই মূর্তিটি কালো রঙের অষ্টধাতু পাথর দিয়ে তৈরি। প্রাচীন এই মূর্তির শিল্পকলা চোখে পড়ার মতো । এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি হাতে বাল গোপাল রূপে চতুর্ভুজ অবস্থায় উপবিষ্ট ।
এ বিষয়ে পুরোহিত অরবিন্দ কুমার মিশ্র বলেন, "এখানে 300-400 বছরের পুরনো একটি মন্দির রয়েছে । এখানে ঈশ্বরের মূর্তি কিনে এনে প্রতিষ্ঠিত করা হয়নি। বরং কুয়ো থেকেই ঈশ্বরকে পাওয়া গিয়েছে। প্রথমে কুয়োর উপরই শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করা হয় ৷ পরে সেখানেই মন্দির গড়ে স্থাপন করা হয় প্রাচীন এই মূর্তিটি । এটি কৃষ্ণের বাল গোপাল রূপ । ঘড়ির টাকা অনুযায়ী তিনি তাঁর রূপ পরিবর্তন করেন ।" তিনি জানান, এই মন্দিরে অলৌকিকভাবে ইচ্ছাপূরণ হয়। যে মহিলার সন্তান নেই এখানে এলে তাঁর মনের ইচ্ছা পূর্ণ হয় ৷ এখানে মানত করলে মাতৃসুখ পান মহিলারা ৷ তাই জন্মাষ্টমীর দিন এখানে ভক্তদের ভিড় হয় ৷
কৃষ্ণের রূপে বদল ঘটে: মন্দিরের পুরোহিতের দাবি, এখানে সকাল, বিকেল, সন্ধ্যা ও রাতে কৃষ্ণের পরিবর্তিত রূপ দেখা যায় । ঈশ্বরকে সকালে হাসতে দেখা যায় ৷ বিকেলে অন্য কিছু, সন্ধ্যায় আবার অন্য কিছু এবং রাতে অন্য ভঙ্গিতে দেখা মেলে তাঁকে । ভগবানের এই অলৌকিক ভঙ্গি দেখে এখানে আসা মানুষরা নিজেদের ধন্য মনে করেন । তবে এই মূর্তিটির সঠিক বয়স কত কেউ জানে না ।
আরও পড়ুন: বুধ নাকি বৃহস্পতি? জেনে নিন কৃষ্ণের জন্মভূমিতে জন্মাষ্টমী পুজোর শুভ তিথি
ভগবান শিশু রূপে ইচ্ছাপূরণ করেন: এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি হাতে শিশু রূপে বসে আছেন। এমন মূর্তি বিরল । দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে । ভগবানের অপূর্ব ও দুর্লভ মূর্তি পূজা করলে নাকি তাদের ইচ্ছাপূরণ হয় । এখানে ঈশ্বর শিশু রূপে বিরাজমান । তাই এমতাবস্থায় ভক্তরা সন্তান লাভের ইচ্ছা নিয়েই এখানে আসেন। ভক্তদের বিশ্বাস ভগবানকে দর্শন ও পূজা করলে অবশ্যই সন্তান লাভ হবে ।