বেঙ্গালুরু, 15 ডিসেম্বর : প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh passes away) ৷ তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত ছিলেন তিনি ৷ আজ বেঙ্গালুরুর সেনা হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷
দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বেঙ্গালুরুতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি ৷ তাঁর শরীরের 45% পুড়ে গিয়েছিল ৷ বরুণের বাবা অবসরপ্রাপ্ত কর্নেল কেপি সিং সাংবাদিকদের জানিয়েছিলেন, গুরুতর জখম হলেও তাঁর আশা ছেলে সুস্থ হয়েই ফিরবে ৷ আশঙ্কাজনক হলেও স্থিতিশীল ছিলেন তিনি ৷ যদিও টানা 7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পরও শেষরক্ষা হল না ৷
বায়ু সেনার এই আধিকারিক (Air Force officer) তাঁর সাহসিকতার জন্য এ বছরের অগস্ট মাসে 'শৌর্য চক্র' (Shaurya Chakra) পুরস্কার পান ৷ 2020-তে তিনি তেজস ফাইটার এয়ারক্রাফ্ট (Tejas fighter aircraft) চালানোর সময় হঠাৎ এয়ারক্রাফ্টটিতে গুরুতর টেকনিক্যাল গন্ডগোল দেখা দেয় ৷ কিন্তু আকাশে মাঝপথে সেই সমস্যা সামলে নিরাপদে এয়ারক্রাফ্ট নামিয়ে আনেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ ৷
আরও পড়ুন : পূর্ণ সামরিক মর্যাদায় বিদায় সৎপাল রাইকে, গোর্খা রীতি মেনে দেওয়া হল কবর
-
IAF is deeply saddened to inform the passing away of braveheart Group Captain Varun Singh, who succumbed this morning to the injuries sustained in the helicopter accident on 08 Dec 21. IAF offers sincere condolences and stands firmly with the bereaved family.
— Indian Air Force (@IAF_MCC) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">IAF is deeply saddened to inform the passing away of braveheart Group Captain Varun Singh, who succumbed this morning to the injuries sustained in the helicopter accident on 08 Dec 21. IAF offers sincere condolences and stands firmly with the bereaved family.
— Indian Air Force (@IAF_MCC) December 15, 2021IAF is deeply saddened to inform the passing away of braveheart Group Captain Varun Singh, who succumbed this morning to the injuries sustained in the helicopter accident on 08 Dec 21. IAF offers sincere condolences and stands firmly with the bereaved family.
— Indian Air Force (@IAF_MCC) December 15, 2021
8 ডিসেম্বর তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের জঙ্গলে ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার MI-17V-5 (Military Chopper Crash in Tamil Nadu) ৷ এই কপ্টারে সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত-সহ 14 জন সেনা আধিকারিক (CDS Bipin Rawat) ৷ প্রত্যেকেই প্রাণ হারালেন ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় ৷ একমাত্র বেঁচে ছিলেন বরুণ সিং ৷ আজ তিনিও চলে গেলেন ৷ বরুণ সিংয়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
-
Group Captain Varun Singh served the nation with pride, valour and utmost professionalism. I am extremely anguished by his passing away. His rich service to the nation will never be forgotten. Condolences to his family and friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Group Captain Varun Singh served the nation with pride, valour and utmost professionalism. I am extremely anguished by his passing away. His rich service to the nation will never be forgotten. Condolences to his family and friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) December 15, 2021Group Captain Varun Singh served the nation with pride, valour and utmost professionalism. I am extremely anguished by his passing away. His rich service to the nation will never be forgotten. Condolences to his family and friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) December 15, 2021