বেঙ্গালুরু, 3 মার্চ: কর্ণাটকের বিজেপি বিধায়কের ছেলের বাড়ি থেকে উদ্ধার নগদ 6 কোটি টাকা ! বৃহস্পতিবার রাতে চান্নাগিরির বিধায়ক মাদাল বীরুপাক্ষর ছেলে প্রশান্ত মাদালকে গ্রেফতার করে লোকায়ুক্তের আধিকারিকরা ৷ অভিযোগ টেন্ডার পাস করিয়ে দেওয়ার জন্য তিনি 40 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে যান ৷ এরপরেই তাঁর বাড়িতে তল্লাশি চালায় লোকায়ুক্ত আধিকারিকদের একটি দল ৷ সেখানেই তল্লাশি চালিয়ে 6 কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা (Lokayukta Officials Seized 6 Crores from BJP MLA Son) ৷
জানা গিয়েছে, প্রশান্ত বিডব্লিউএসএসবি-র চিফ অ্যাকাউন্টেন্ট ৷ বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরুর ডলার কলোনিতে তাঁর বাড়িতে হানা দেয় লোকায়ুক্তের একটি দল ৷ সেখানে দীর্ঘ তল্লাশিতে থড়ে থড়ে টাকার বান্ডিল বাজেয়াপ্ত করেন লোকায়ুক্তের আধিকারিকরা ৷ পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ 6 কোটি ৷ এই ঘটনায় পুলিশ কর্ণাটক সোপ অ্যান্ড ডিটারজেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মহেশ এম এর বাড়িতে হানা দেয় লোকায়ুক্তের একটি দল ৷ তবে, তাঁর বাড়ি থেকে বিশেষ কিছু উদ্ধার করতে পারেননি তাঁরা ৷
আরও পড়ুন: 40 লাখ ঘুষ নিতে গিয়ে গ্রেফতার বিজেপি নেতার ছেলে
পুলিশ সূত্রে খবর, শ্রেয়স কাশ্যপ নামে এক ব্যবসায়ীর থেকে ঘুষ হিসেবে 81 লক্ষ টাকা চেয়েছিলেন বিজেপি বিধায়কের ছেলে প্রশান্ত ৷ কেএস অ্যান্ড ডিএল-কে কাঁচামাল সরবরাহ করার জন্য দরপত্র জমা দিয়েছিলেন শ্রেয়স কাশ্যপের সংস্থা ৷ কাঁচামাল সরবরাহের জন্য সেই দরপত্র পাশ করিয়ে দেবেন ঘুষ চেয়েছিলেন প্রশান্ত মাদাল ৷ বিজেপি বিধায়ক আবার কেএস অ্যান্ড ডিএল এর প্রেসিডেন্ট পদে রয়েছেন ৷
লোকায়ুক্ত আধিকারিকরা প্রশান্ত মাদালের বাড়ি থেকে 6 কোটি ছাড়াও, আরও 2 কোটি টাকার মতো বাজেয়াপ্ত করেছে এই সংক্রান্ত মামলায় ৷ সূত্রের খবর, এই মামলায় বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দিতে পারে কর্ণাটক লোকায়ুক্ত ৷ বৃহস্পতিবার রাত থেকে এখনও এই তল্লাশি চলছে বলে জানা গিয়েছে ৷ এই মামলায় বিজেপি বিধায়কের সরাসরি যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখছেন লোকায়ুক্ত আধিকারিকরা ৷
আরও পড়ুন: দিল্লি-মুম্বইয়ের অফিসে আয়কর অভিযান, পূর্ণ সহযোগিতা করা হচ্ছে বলে জানাল বিবিসি