ETV Bharat / bharat

BJP MP Offensive Remarks in Parliament: লোকসভায় বিরোধী সাংসদকে গালিগালাজ, বিজেপি সাংসদকে সতর্ক করলেন অধ্যক্ষ

Lok Sabha Speaker issues warning to BJP MP: সংসদীয় বিতর্কের সময় বহুজন সমাজ পার্টি (বিএসপি)-এর সাংসদ দানিশ আলির উপর বিজেপি সাংসদ রমেশ বিধুরির কুরুচিকর আক্রমণের ভিডিয়ো ক্লিপ প্রকাশিত হতে চরম বিতর্ক শুরু হয়েছে। বিজেপি সাংসদকে সতর্ক করেন স্পিকার ওম বিড়লা ৷

Etv Bharat
বিজেপি সাংসদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 3:30 PM IST

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: খোদ লোকসভায় প্রকাশ্যে এক সাংসদের উদ্দেশে অন্য এক সাংসদের অশালীন মন্তব্যে হতবাক এবং ক্ষুব্ধ সকলেই ৷ বিষয়টিতে তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ চন্দ্রযানের সাফল্য নিয়ে শুক্রবার লোকসভায় আলোচনার সময় বিজেপি সাংসদ রমেশ বিধুরিকে কুরুচিকর মন্তব্যের জন্য কড়া ভাষায় সতর্ক করেন অধ্যক্ষ ৷

এদিন সংসদীয় আলোচনার সময় বহুজন সমাজ পার্টি (বিএসপি)-এর সাংসদ দানিশ আলিকে উদ্দেশ্য করে জঘন্য মন্তব্যের জন্য কঠোর সতর্কতা জারি করেন স্পিকার। ঘটনায় সংসদের ভিতরে এবং বাইরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সংসদীয় বিতর্কের সময় দানিশ আলির উপর রমেশ বিধুরির মৌখিক আক্রমণের একটি ভিডিয়ো ক্লিপও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৷ যার জেরে জোর বিতর্ক শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বিজেপি সাংসদ বারবার তাঁর সহকর্মী সংসদ সদস্যকে প্রকাশ্য লোকসভার অধিবেশন চলাকালীনই গালিগালাজ করছেন ৷ যে ভাষার ব্যবহার তিনি করছেন একজন সাংসদের বিরুদ্ধে তা অত্যন্ত আপত্তিকর ৷ লোকসভায় এই ধরণের ভাষার ব্যবহার দেখে অনেকেই হতবাক এবং ক্ষুব্ধ।

  • #WATCH | West Bengal Minister and TMC leader Shashi Panja says, "BJP MP Ramesh Bidhuri uttered derogatory insulting remarks against fellow MP in House yesterday. How was this offensive language allowed by the Speaker of the House? Does this not affect the respect of the House.… pic.twitter.com/ejDUN4gNik

    — ANI (@ANI) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ বিজেপি সাংসদ বিধুরির করা আপত্তিকর মন্তব্যের তীব্রতা স্বীকার করে বিষয়টি নিয়ে মন্তব্য করতেও সময় নষ্ট করেননি তিনি। সংসদীয় আধিকারিকরা জানিয়েছেন যে, স্পিকার ঘটনার ‘গুরুতর নোট’ নিয়েছেন ৷ একই সঙ্গে, বিধুরীকে ভবিষ্যতে এই ধরনের আচরণের পুনরাবৃত্তি হলে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন স্পিকার । উপরন্তু, বিজেপি সাংসদ দ্বারা করা আপত্তিকর মন্তব্যগুলি সংসদীয় রেকর্ড থেকে মুছে ফেলারও নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ।

আরও পড়ুন: বিল পাশের পরও মহিলাদের জন্য আসন সংরক্ষণে মোদি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল

ঘটনায় হাউসে দুঃখপ্রকাশ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি বলেন, "সদস্যের মন্তব্যে বিরোধীরা আঘাত পেলে আমি দুঃখ প্রকাশ করছি ।" মন্ত্রীর এই ক্ষমা প্রার্থনায় অবশ্য চিঁড়ে ভেজেনি ৷ বিরোধী নেতাদের সন্তুষ্ট করতেও ব্যর্থ হয়েছে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, রাজনাথ সিংয়ের ক্ষমাপ্রার্থনা অপর্যাপ্ত ৷ একই সঙ্গে, কংগ্রেস সাংসদ ঘটনাটিকে সংসদের অবমাননা বলে ঘোষণা করেছেন ৷ পাশাপাশি সাসপেনশন-সহ বিজেপি সাংসদের বিরুদ্ধে ‘সম্ভাব্য কঠোরতম পদক্ষেপ’-এরও দাবি করেছেন রমেশ । ঘটনার তীব্র নিন্দা করেন তৃণমূল নেত্রী তথা বাংলার মন্ত্রী শশী পাঁজা ৷

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: খোদ লোকসভায় প্রকাশ্যে এক সাংসদের উদ্দেশে অন্য এক সাংসদের অশালীন মন্তব্যে হতবাক এবং ক্ষুব্ধ সকলেই ৷ বিষয়টিতে তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ চন্দ্রযানের সাফল্য নিয়ে শুক্রবার লোকসভায় আলোচনার সময় বিজেপি সাংসদ রমেশ বিধুরিকে কুরুচিকর মন্তব্যের জন্য কড়া ভাষায় সতর্ক করেন অধ্যক্ষ ৷

এদিন সংসদীয় আলোচনার সময় বহুজন সমাজ পার্টি (বিএসপি)-এর সাংসদ দানিশ আলিকে উদ্দেশ্য করে জঘন্য মন্তব্যের জন্য কঠোর সতর্কতা জারি করেন স্পিকার। ঘটনায় সংসদের ভিতরে এবং বাইরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সংসদীয় বিতর্কের সময় দানিশ আলির উপর রমেশ বিধুরির মৌখিক আক্রমণের একটি ভিডিয়ো ক্লিপও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৷ যার জেরে জোর বিতর্ক শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বিজেপি সাংসদ বারবার তাঁর সহকর্মী সংসদ সদস্যকে প্রকাশ্য লোকসভার অধিবেশন চলাকালীনই গালিগালাজ করছেন ৷ যে ভাষার ব্যবহার তিনি করছেন একজন সাংসদের বিরুদ্ধে তা অত্যন্ত আপত্তিকর ৷ লোকসভায় এই ধরণের ভাষার ব্যবহার দেখে অনেকেই হতবাক এবং ক্ষুব্ধ।

  • #WATCH | West Bengal Minister and TMC leader Shashi Panja says, "BJP MP Ramesh Bidhuri uttered derogatory insulting remarks against fellow MP in House yesterday. How was this offensive language allowed by the Speaker of the House? Does this not affect the respect of the House.… pic.twitter.com/ejDUN4gNik

    — ANI (@ANI) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ বিজেপি সাংসদ বিধুরির করা আপত্তিকর মন্তব্যের তীব্রতা স্বীকার করে বিষয়টি নিয়ে মন্তব্য করতেও সময় নষ্ট করেননি তিনি। সংসদীয় আধিকারিকরা জানিয়েছেন যে, স্পিকার ঘটনার ‘গুরুতর নোট’ নিয়েছেন ৷ একই সঙ্গে, বিধুরীকে ভবিষ্যতে এই ধরনের আচরণের পুনরাবৃত্তি হলে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন স্পিকার । উপরন্তু, বিজেপি সাংসদ দ্বারা করা আপত্তিকর মন্তব্যগুলি সংসদীয় রেকর্ড থেকে মুছে ফেলারও নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ।

আরও পড়ুন: বিল পাশের পরও মহিলাদের জন্য আসন সংরক্ষণে মোদি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল

ঘটনায় হাউসে দুঃখপ্রকাশ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি বলেন, "সদস্যের মন্তব্যে বিরোধীরা আঘাত পেলে আমি দুঃখ প্রকাশ করছি ।" মন্ত্রীর এই ক্ষমা প্রার্থনায় অবশ্য চিঁড়ে ভেজেনি ৷ বিরোধী নেতাদের সন্তুষ্ট করতেও ব্যর্থ হয়েছে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, রাজনাথ সিংয়ের ক্ষমাপ্রার্থনা অপর্যাপ্ত ৷ একই সঙ্গে, কংগ্রেস সাংসদ ঘটনাটিকে সংসদের অবমাননা বলে ঘোষণা করেছেন ৷ পাশাপাশি সাসপেনশন-সহ বিজেপি সাংসদের বিরুদ্ধে ‘সম্ভাব্য কঠোরতম পদক্ষেপ’-এরও দাবি করেছেন রমেশ । ঘটনার তীব্র নিন্দা করেন তৃণমূল নেত্রী তথা বাংলার মন্ত্রী শশী পাঁজা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.