ETV Bharat / bharat

Lok Sabha : 29 নভেম্বর থেকে শুরু হচ্ছে লোকসভার শীতকালীন অধিবেশন

25 দিনব্যাপী চলা এই অধিবেশনে মোট 19টি বৈঠক হবে ৷ এই অধিবেশনেই সরকার ক্রিপ্টোকারেন্সিগুলির উপর একটি বিল পেশ করবে বলেও মনে করছেন অনেকে ৷

Lok Sabha
29 নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে 23 ডিসেম্বর পর্যন্ত ৷
author img

By

Published : Nov 17, 2021, 11:06 PM IST

নয়াদিল্লি, 17 নভেম্বর : 29 নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে 23 ডিসেম্বর পর্যন্ত ৷ বুধবার লোকসভা সচিবালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা ঘোষণা করেছে । সংসদীয় বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিপিএ) এই মাসের শুরুতেই অধিবেশনের এই তারিখগুলি অনুমোদনের জন্য বৈঠক করেছিল এবং অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতির কাছে একটি সুপারিশ পাঠিয়েছিল ।

25 দিনব্যাপী চলা এই অধিবেশনে মোট 19টি বৈঠক হবে ৷ সংসদ সূত্রে জানা গিয়েছে, গত দেড় বছরে অনুষ্ঠিত অধিবেশনগুলির মতোই সমস্ত কোভিড-19 প্রোটোকল মেনেই এই অধিবেশন অনুষ্ঠিত হবে ।

আরও পড়ুন : Delhi-NCR air pollution : বাড়ি থেকে কাজ করানোর পক্ষে মত নেই, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

বর্ষাকালীন অধিবেশনে পেগাসাস স্পাইওয়্যার ইস্যু, তিনটি কৃষি আইন প্রত্যাহার নিয়ে বিরোধীদের বিক্ষোভে উত্তাল উঠেছিল সংসদ ৷ সরকার ও বিরোধীদের মধ্যে উত্তেজনায় বর্ষাকালীন অধিবেশন নির্ধারিত তারিখের দু'দিন আগেই স্থগিত করা হয়েছিল । শীতকালীন অধিবেশনেও সেই রেশ থাকবে বলে মনে করছেন বিরোধীরা ৷ বিরোধীরা লখিমপুর খেরি মামলা, কৃষকদের প্রতিবাদ যা 26 নভেম্বর এক বছর পূর্ণ করতে চলেছে, মুদ্রাস্ফীতি-সহ বিভিন্ন বিষয়ে নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করার জন্য ঝাঁপাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি বৈঠক করেছেন ৷ ফলে এই অধিবেশনেই সরকার ক্রিপ্টোকারেন্সিগুলির উপর একটি বিল পেশ করবে বলেও মনে করছেন অনেকে ৷

নয়াদিল্লি, 17 নভেম্বর : 29 নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে 23 ডিসেম্বর পর্যন্ত ৷ বুধবার লোকসভা সচিবালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা ঘোষণা করেছে । সংসদীয় বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিপিএ) এই মাসের শুরুতেই অধিবেশনের এই তারিখগুলি অনুমোদনের জন্য বৈঠক করেছিল এবং অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতির কাছে একটি সুপারিশ পাঠিয়েছিল ।

25 দিনব্যাপী চলা এই অধিবেশনে মোট 19টি বৈঠক হবে ৷ সংসদ সূত্রে জানা গিয়েছে, গত দেড় বছরে অনুষ্ঠিত অধিবেশনগুলির মতোই সমস্ত কোভিড-19 প্রোটোকল মেনেই এই অধিবেশন অনুষ্ঠিত হবে ।

আরও পড়ুন : Delhi-NCR air pollution : বাড়ি থেকে কাজ করানোর পক্ষে মত নেই, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

বর্ষাকালীন অধিবেশনে পেগাসাস স্পাইওয়্যার ইস্যু, তিনটি কৃষি আইন প্রত্যাহার নিয়ে বিরোধীদের বিক্ষোভে উত্তাল উঠেছিল সংসদ ৷ সরকার ও বিরোধীদের মধ্যে উত্তেজনায় বর্ষাকালীন অধিবেশন নির্ধারিত তারিখের দু'দিন আগেই স্থগিত করা হয়েছিল । শীতকালীন অধিবেশনেও সেই রেশ থাকবে বলে মনে করছেন বিরোধীরা ৷ বিরোধীরা লখিমপুর খেরি মামলা, কৃষকদের প্রতিবাদ যা 26 নভেম্বর এক বছর পূর্ণ করতে চলেছে, মুদ্রাস্ফীতি-সহ বিভিন্ন বিষয়ে নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করার জন্য ঝাঁপাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি বৈঠক করেছেন ৷ ফলে এই অধিবেশনেই সরকার ক্রিপ্টোকারেন্সিগুলির উপর একটি বিল পেশ করবে বলেও মনে করছেন অনেকে ৷

For All Latest Updates

TAGGED:

Lok Sabha
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.