নয়াদিল্লি, 16 মার্চ: নিয়ম মেনে বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হয় লোকসভা (Lok Sabha) এবং রাজ্যসভার (Rajya Sabha) অধিবেশন ৷ তবে শুরুর দুই মিনিটের মধ্যেই মুলতুবি করা হল অধিবেশন । হট্টগোলের জেরে এদিন দুপুর 2টো পর্যন্ত মুলতুবি করা হয়েছে সংসদের দুই কক্ষ ৷ উভয় কক্ষে সদস্যদের সমবেত হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির তরফে রাহুল গান্ধির (Rahul Gandhi) কাছ থেকে বিদেশের মাটিতে দেশকে অপমান করার জন্য ক্ষমা চাওয়ার দাবি ওঠে । তার জেরেই সংসদকক্ষে হইহট্টগোল চূড়ান্ত আকার ধারণ করে।
লোকসভায় বিরোধী সদস্যদের স্পিকার ওম বিড়লা জানান, তাঁরা যা নিয়ে আলোচনা করতে চান তা পরে করা যেতে পারে । তবে বিরোধী সাংসদদের অভিযোগ, বিজেপির সদস্যদের কথা বলতে দেওয়া হলেও তাঁরা যখন নিজেদের বক্তব্য় তুলে ধরতে চাইছেন তখন মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ অধিবেশন চালাতে না পারায় স্পিকার লোকসভার কার্যক্রম দুপুর 2টো পর্যন্ত মুলতুবি রাখেন । রাজ্যসভাতেও একই রকম দৃশ্য দেখা গিয়েছে । রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Rajya Sabha Chairman Jagdeep Dhankhar) সদস্যদের অধিবেশনের কাজ চালিয়ে নিয়ে যেতে অনুরোধ করেন । তবে তিনি সদস্যদের সে কথা বোঝাতে পারেননি ফলে দুপুর 2টো পর্যন্ত সংসদের কার্যক্রম স্থগিত রাখেন ।
লন্ডনে করা তাঁর ভাষণ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধি বৃহস্পতিবার সংসদে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে । দেশে গণতন্ত্রের অবস্থা নিয়ে রাহুলের মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় ওঠে ৷ ভারতীয় জনতা পার্টি দেশের সমালোচনা করার অভিযোগে সংসদে হট্টগোল শুরু করে ৷ বিজেপির স্লোগানের জেরে এর আগে বুধবার সংসদের উভয় কক্ষ দুপুর 2টো পর্যন্ত মুলতুবি করা হয়েছিল । রাহুল গান্ধির মন্তব্য নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হট্টগোলের কারণে উভয় কক্ষ স্থগিত করা হয়েছিল । সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ৷ তবে বুধবার টানা তৃতীয় দিন মুলতুবি হল সংসদের অধিবেশন ।
আরও পড়ুন: রাহুলের 'গণতন্ত্র বিপন্ন' মন্তব্যে উত্তাল সংসদ, ক্ষমা চাওয়ার দাবি বিজেপির