লখনউ, 29 এপ্রিল : করোনা সংক্রমণ রুখতে এবার লকডাউন ঘোষণা করল উত্তর প্রদেশ সরকার ৷ আগামি কাল, শুক্রবার সন্ধ্যা থেকে 4 মে, মঙ্গলবার সকাল পর্যন্ত টানা লকডাউন হবে উত্তর প্রদেশে ৷ যোগী রাজ্যে সাম্প্রতিক করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সংবাদ সংস্থার তরফে একথা জানানো হয়েছে ৷
প্রসঙ্গত, গত 24 ঘণ্টায় উত্তর প্রদেশে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ হয়েছে ৷ যেখানে 29 হাজার 824 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ পাশাপাশি 266 জনের মৃত্যু হয়েছে উত্তর প্রদেশে ৷ সেখানে বর্তমান সংক্রমণের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 11 লক্ষ 82 হাজার 848 ৷ করোনায় মোট মৃত্যু হয়েছে 11 হাজার 943 জনের ৷ মোট সংক্রমিতের মধ্যে সক্রিয় রয়েছেন 3 লক্ষ 41 জন ৷ প্রসঙ্গত, উত্তর প্রদেশ সরকার কয়েকদিন আগে সেখানে সপ্তাহের শেষদিনগুলিতে লকডাউন ঘোষণা করেছিল ৷ যাতে ছুটির দিনগুলিতে লোকজন বাড়ির বাইরে না বেরিয়ে পড়েন ৷ পরবর্তী সময়ে যা নাইট কার্ফু হিসেবে ঘোষণা করা হয়েছে ৷
আরও পড়ুন : হাসপাতাল থেকে ছাড়া পেলেন মনমোহন সিং
প্রসঙ্গত, লখনউ হাইকোর্ট উত্তর প্রদেশের 5টি বড় শহরে লকডাউনের নির্দেশ দিয়েছিল ৷ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যায় যোগী প্রশাসন ৷ সুপ্রিম কোর্ট সেই আবেদন অনুযায়ী লখনউ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করে ৷