মুম্বই, 11 মার্চ : জল্পনাই সত্য়ি হল ৷ নাগপুরে আবারও জারি করা হচ্ছে লকডাউন ৷ আপাতত এক সপ্তাহের জন্য তালাবন্ধ থাকবে মহারাষ্ট্রের এই শহর ৷ যা কার্যকর থাকবে 15 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত ৷ করোনার সংক্রমণে রাশ টানতেই এই পদক্ষেপ উদ্ধব ঠাকরে সরকারের ৷ তবে ফল-সবজির দোকান, দুধের মতো অত্য়াবশ্য়কীয় পণ্য ও পরিষেবাগুলিকে লকডাউনের আওতার বাইরে রাখা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা, কোভিডের বাড়বাড়ন্ত সামলানো না গেলে আগামী দিনে মহারাষ্ট্রের অন্যান্য় অংশেও আঞ্চলিক লকডাউন জারি করা হতে পারে ৷
গত প্রায় একমাস ধরে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে ৷ যার জেরে আগেই সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল, প্রয়োজনে ফের অঞ্চলভিত্তিক লকডাউন করা হতে পারে ৷ শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল ৷ বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে জানানো হয়, শেষ 24 ঘণ্টায় নাগপুরে নতুন করোনা আক্রান্তের সংখ্যা 1 হাজার 800-রও বেশি ৷
ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণের তৃতীয় পর্যায় ৷ টিকা নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও ৷ টিকা নেওয়ার পর তিনি বলেন, ‘‘আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্য়ের বেশ কিছু জায়গায় লকডাউন করা হতে পারে ৷ দু-একদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷’’
আরও পড়ুন : মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বাগে আনতে আঞ্চলিক লকডাউনের ভাবনা মন্ত্রীর
বর্তমানে গোটা দেশের নিরিখে মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতিই সবথেকে খারাপ ৷ দৈনিক নতুন আক্রান্তের সংখ্যার দিক দিয়ে এই রাজ্যের স্থান সবার উপরে ৷ এখনও পর্যন্ত সর্বোচ্চ দৈনিক আক্রান্তের সংখ্যা 13 হাজার 659 ৷ যা গোটা দেশের প্রেক্ষিতে প্রায় 60 শতাংশ ৷ এই পরিস্থিতিতে প্রয়োজন মাফিক রাজ্যের বিভিন্ন অঞ্চলে লকডাউন করার কথা ভাবছে রাজ্য় প্রশাসন ৷ এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে ৷