ETV Bharat / bharat

কেন্দ্রীয় সরকারে সামিল হওয়ার ঘোষণা করে বিতর্কে পশুপতি

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে ৷ সেই কারণেই কি ইঙ্গিত দিলেন পশুপতি ৷ তোলপাড় জাতীয় রাজনীতি ৷

ljp leader pashupati kumar paras claims that he will join union government
কেন্দ্রীয় সরকারে সামিল হওয়ার ঘোষণা করে বিতর্কে পশুপতি
author img

By

Published : Jun 18, 2021, 8:59 PM IST

নয়াদিল্লি, 18 জুন : এবার কি কেন্দ্রের মোদি সরকারের মন্ত্রী হতে চলেছেন পশুপতিকুমার পারস (Pashupati Kumar Paras) ! লোক জনশক্তি পার্টির এই নেতার একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে এই জল্পনা ৷

গতকাল, বৃহস্পতিবার প্রয়াত নেতা রামবিলাস পাসোয়ানের (Rambilas Paswan) ভাই পশুপতিকে লোকজনশক্তি পার্টি বা এলজেপির (LJP) সভাপতি হিসেবে বেছে নেওয়া হয় ৷ তার পর তিনি সংবাদমাধ্যমকে জানান যে এবার তাঁর দল কেন্দ্রীয় সরকারে সামিল হতে চলেছে ৷

আরও পড়ুন : Chirag Paswan : এলজেপির অধিকার আদায়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি "সিংহ-সন্তান" চিরাগের

প্রসঙ্গত, এলজেপি রামবিলাস পাসোয়ানের হাতে তৈরি ৷ তিনি যতদিন বেঁচে ছিলেন, ততদিন কেন্দ্রের মন্ত্রী ছিলেন ৷ ইউপিএ জমানায় কংগ্রেসের সঙ্গে থেকে তিনি মন্ত্রী হন ৷ আবার 2014 সালে থেকে তিনি ছিলেন এনডিএ-র (NDA) শরিক ৷ তাই দুই দফাতেই তিনি ছিলেন মোদি (Narendra Modi) মন্ত্রিসভার সদস্য ৷

কিন্তু তাঁর প্রয়াণের পর দলের সর্বময় কর্তা হয়ে ওঠেন ছেলে চিরাগ পাসোয়ান (Chirag Paswan) ৷ তিনি এনডিএ থেকে বেরিয়ে যান ৷ বিহার বিধানসভা নির্বাচনে একাই লড়াই করেন ৷ এতে তাঁর দলের লাভ হয়নি বটে ! কিন্তু তিনি ভোট কেটে নীতীশ কুমারের (Nitish Kumar) দলকে বিহারে তিন নম্বরে নামিয়ে আনতে পেরেছেন ৷

আরও পড়ুন : এলজেপি-তে সভাপতির পদ খোয়ালেন রামবিলাসের চিরাগ

বিহারের রাজনৈতিক মহল বলছে, এখান থেকেই এলজেপি-র অন্দরে সিঁদকাটা শুরু করে নীতীশ শিবির ৷ যাতে গেরুয়া শিবিরের পূর্ণ সমর্থন ছিল ৷ যার ফল গত সোমবার এলজেপির পাঁচজন সাংসদ চিরাগের বিরুদ্ধে বিদ্রোহ করে ৷ তাঁকে একে একে পার্টির সব পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ আর সেই সব পদ এক এক করে দখল করতে থাকেন চিরাগের কাকা পশুপতিকুমার পারস ৷

তখন থেকেই ইঙ্গিত মিলছিল যে তিনি দলের বিদ্রোহীদের নিয়ে কেন্দ্রের সরকারে সামিল হতে পারেন ৷ এবার সেই ইঙ্গিতই দিয়েছেন স্বয়ং পশুপতি ৷ তিনি বলেছেন, ‘‘যখন আমি কেন্দ্রের মন্ত্রী হব, তখন আমি দলের সংসদীয় নেতার পদ ছেড়ে দেব ৷’’

আরও পড়ুন : নিভু নিভু করেও নিভছে না চিরাগ...

মোদি মন্ত্রিসভায় রদবদলের জল্পনা অনেকদিন ধরে চলছে ৷ সেই জল্পনার মধ্যে পশুপতির এই মন্তব্য নতুন ইন্ধন জোগাল ৷ শেষ পর্যন্ত তিনি সত্যিই কেন্দ্রের মন্ত্রী হতে পারেন কি না, এখন সেটাই দেখার ৷

নয়াদিল্লি, 18 জুন : এবার কি কেন্দ্রের মোদি সরকারের মন্ত্রী হতে চলেছেন পশুপতিকুমার পারস (Pashupati Kumar Paras) ! লোক জনশক্তি পার্টির এই নেতার একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে এই জল্পনা ৷

গতকাল, বৃহস্পতিবার প্রয়াত নেতা রামবিলাস পাসোয়ানের (Rambilas Paswan) ভাই পশুপতিকে লোকজনশক্তি পার্টি বা এলজেপির (LJP) সভাপতি হিসেবে বেছে নেওয়া হয় ৷ তার পর তিনি সংবাদমাধ্যমকে জানান যে এবার তাঁর দল কেন্দ্রীয় সরকারে সামিল হতে চলেছে ৷

আরও পড়ুন : Chirag Paswan : এলজেপির অধিকার আদায়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি "সিংহ-সন্তান" চিরাগের

প্রসঙ্গত, এলজেপি রামবিলাস পাসোয়ানের হাতে তৈরি ৷ তিনি যতদিন বেঁচে ছিলেন, ততদিন কেন্দ্রের মন্ত্রী ছিলেন ৷ ইউপিএ জমানায় কংগ্রেসের সঙ্গে থেকে তিনি মন্ত্রী হন ৷ আবার 2014 সালে থেকে তিনি ছিলেন এনডিএ-র (NDA) শরিক ৷ তাই দুই দফাতেই তিনি ছিলেন মোদি (Narendra Modi) মন্ত্রিসভার সদস্য ৷

কিন্তু তাঁর প্রয়াণের পর দলের সর্বময় কর্তা হয়ে ওঠেন ছেলে চিরাগ পাসোয়ান (Chirag Paswan) ৷ তিনি এনডিএ থেকে বেরিয়ে যান ৷ বিহার বিধানসভা নির্বাচনে একাই লড়াই করেন ৷ এতে তাঁর দলের লাভ হয়নি বটে ! কিন্তু তিনি ভোট কেটে নীতীশ কুমারের (Nitish Kumar) দলকে বিহারে তিন নম্বরে নামিয়ে আনতে পেরেছেন ৷

আরও পড়ুন : এলজেপি-তে সভাপতির পদ খোয়ালেন রামবিলাসের চিরাগ

বিহারের রাজনৈতিক মহল বলছে, এখান থেকেই এলজেপি-র অন্দরে সিঁদকাটা শুরু করে নীতীশ শিবির ৷ যাতে গেরুয়া শিবিরের পূর্ণ সমর্থন ছিল ৷ যার ফল গত সোমবার এলজেপির পাঁচজন সাংসদ চিরাগের বিরুদ্ধে বিদ্রোহ করে ৷ তাঁকে একে একে পার্টির সব পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ আর সেই সব পদ এক এক করে দখল করতে থাকেন চিরাগের কাকা পশুপতিকুমার পারস ৷

তখন থেকেই ইঙ্গিত মিলছিল যে তিনি দলের বিদ্রোহীদের নিয়ে কেন্দ্রের সরকারে সামিল হতে পারেন ৷ এবার সেই ইঙ্গিতই দিয়েছেন স্বয়ং পশুপতি ৷ তিনি বলেছেন, ‘‘যখন আমি কেন্দ্রের মন্ত্রী হব, তখন আমি দলের সংসদীয় নেতার পদ ছেড়ে দেব ৷’’

আরও পড়ুন : নিভু নিভু করেও নিভছে না চিরাগ...

মোদি মন্ত্রিসভায় রদবদলের জল্পনা অনেকদিন ধরে চলছে ৷ সেই জল্পনার মধ্যে পশুপতির এই মন্তব্য নতুন ইন্ধন জোগাল ৷ শেষ পর্যন্ত তিনি সত্যিই কেন্দ্রের মন্ত্রী হতে পারেন কি না, এখন সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.