ETV Bharat / bharat

Listen Kejriwal... listen Yogi : 'শুনুন যোগী... শুনুন কেজরিওয়াল', লকডাউনে শ্রমিকদের হেনস্থা নিয়ে সরগরম টুইটার - Listen Kejriwal listen Yogi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল লোকসভায় কংগ্রেস ও আপ-এর সমালোচনা করে দাবি করেন, এই দুই রাজনৈতিক দল পরিযায়ী শ্রমিকদের সঙ্গে চরম খারাপ ব্যবহার করেছে ৷ এর জবাবে টুইটারে একে অপরকে আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ ও অরবিন্দ কেজরিওয়াল (Listen Kejriwal... listen Yogi) ৷

Listen Kejriwal listen Yogi
মধ্যরাতে তুলকালাম যোগী বনাম আদিত্যনাথ
author img

By

Published : Feb 8, 2022, 10:49 AM IST

Updated : Feb 8, 2022, 11:28 AM IST

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ বনাম দিল্লির অরবিন্দ কেজরিওয়াল ৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের অবস্থা নিয়ে কংগ্রেস আর আপকে তুলোধনা করেছেন ৷ তাঁর মন্তব্যকে ঘিরে যোগী-কেজরিওয়াল টুইটার যুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া (Listen Kejriwal versus listen Yogi late-night Twitter post PM Parliament speech) ৷

যোগী আদিত্যনাথকে আক্রমণ করে কেজরিওয়াল টুইটারে লেখেন (Listen Yogi), "যোগী শুনুন ৷ বিষয়টাকে ছেড়ে দিন ৷ যখন উত্তর প্রদেশে মৃত মানুষ নদীতে ভেসে যাচ্ছিল, সেই সময় আপনি কোটি কোটি টাকা খরচ করে টাইম ম্যাগাজিনে মিথ্যে প্রচার করেছেন ৷ আপনার মতো এরকম নিষ্ঠুর, নৃশংস নেতা আমি কখনও দেখিনি ৷"

  • सुनो योगी,

    आप तो रहने ही दो। जिस तरह UP के लोगों की लाशें नदी में बह रहीं थीं और आप करोड़ों रुपए खर्च करके Times मैगज़ीन में अपनी झूठी वाह वाही के विज्ञापन दे रहे थे। आप जैसा निर्दयी और क्रूर शासक मैंने नहीं देखा। https://t.co/qxcs2w60lG

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) February 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর প্রত্যুত্তরে যোগী লেখেন (Listen Kejriwal), "কেজরিওয়াল, আপনি শুনুন, আপনি দিল্লিতে থাকা উত্তর প্রদেশের শ্রমিকদের দিল্লি ছাড়তে বাধ্য করেছেন ৷ তখন সব মানুষ করোনা যন্ত্রণায় কাতর ৷ আপনার সরকার একটা অগণতান্ত্রিক এবং অমানবিক কাজ করেছে ৷ মাঝরাতে দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তে অসহায় মহিলা, এমনকি বাচ্চাদেরও ছেড়ে দিয়ে গিয়েছে ৷ আপনাকে একজন বিশ্বাসঘাতক বলব নাকি...৷"

আরও পড়ুন : Modi Attacks Congress-Rahul : নেহরুকে সামনে রেখে রাহুলকে নিশানা মোদির

আরেকটি টুইট করে আদিত্যনাথ জানান, কেজরিওয়াল মিথ্যে কথা বলায় পারদর্শী ৷ যখন পুরো দেশ প্রধানমন্ত্রীজির নেতৃত্বে করোনার মতো বিশ্ব মহামারির সঙ্গে লড়ছে, তখন কেজরিওয়াল ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের দিল্লি থেকে বাইরে বেরবার রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল ৷ ঘুমন্ত শ্রমিকদের বাসে তুলে উত্তর প্রদেশের সীমান্তে ফেলে দিয়ে গিয়েছে ৷ কিন্তু উত্তর প্রদেশ সরকার বাসে করে পরিযায়ী শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে নিয়ে এসেছে ৷

  • सुनो केजरीवाल,

    जब पूरी मानवता कोरोना की पीड़ा से कराह रही थी, उस समय आपने यूपी के कामगारों को दिल्ली छोड़ने पर विवश किया।

    छोटे बच्चों व महिलाओं तक को आधी रात में यूपी की सीमा पर असहाय छोड़ने जैसा अलोकतांत्रिक व अमानवीय कार्य आपकी सरकार ने किया।

    आपको मानवताद्रोही कहें या...

    — Yogi Adityanath (@myogiadityanath) February 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদি লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন বক্তৃতা দিয়েছেন ৷ তারপরই বাকযুদ্ধে নামে দুই বিরোধী নেতা ৷ কোভিড-19 সংক্রমণের দিনগুলিতে কংগ্রেস ও আপ-এর ভূমিকার তীব্র নিন্দা করে মোদি বলেন, "পরিযায়ী শ্রমিকরা যাতে মুম্বই ছাড়তে পারে, তার জন্য কংগ্রেস তাদের বিনামূল্যে টিকিট দিয়েছে ৷ একই সময়, দিল্লি সরকারও জিপে করে বস্তি অঞ্চলগুলিতে ঘুরে ঘুরে ঘোষণা করেছে ৷ যারা বাড়ি যেতে চায়, দিল্লি থেকে তাদের জন্য বাসের বন্দোবস্ত করা হবে ৷ এর ফলে উত্তর প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ডে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়েছে ৷"

দেশে কংগ্রেসের বর্তমান রাজনৈতিক অবস্থা বোঝাতে একটি পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি ৷ কোনও রাজ্যেই কংগ্রেসের অস্তিত্ব নেই ৷ এই দাবি করে তিনি বলেন, "নাগাল্যান্ড 24 বছর আগে কংগ্রেসকে ভোট দিয়েছিল, ওড়িশা 27 বছর আগে ৷ গোয়া থেকেও আপনারা 28 বছর আগে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছিলেন ৷ 1988 সালে ত্রিপুরায় আর পশ্চিমবঙ্গে 1972-এ ৷ তেলেঙ্গানা গঠনে আপনারা কৃতিত্ব দাবি করেন, কিন্তু কোনও রাজ্যের মানুষ আপনাদের গ্রহণ করেনি ৷"

আরও পড়ুন : PM Modi Criticises Congress : এত হেরেও কংগ্রেসের অহঙ্কার যায়নি, লোকসভায় তুলোধোনা প্রধানমন্ত্রীর

তিনি এও দাবি করেন কংগ্রেস "বিভাজন এবং শাসন"-এর নীতি নিয়ে চলে ৷ তাই এখন 'টুকরে টুকরে গ্যাং'-এ পরিণত হয়েছে ৷ তারা তামিলদের আবেগকেও আঘাত করার চেষ্টা করেছিল ৷ সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানানোর জন্য তামিলনাড়ুর বাসিন্দাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ৷

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ বনাম দিল্লির অরবিন্দ কেজরিওয়াল ৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের অবস্থা নিয়ে কংগ্রেস আর আপকে তুলোধনা করেছেন ৷ তাঁর মন্তব্যকে ঘিরে যোগী-কেজরিওয়াল টুইটার যুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া (Listen Kejriwal versus listen Yogi late-night Twitter post PM Parliament speech) ৷

যোগী আদিত্যনাথকে আক্রমণ করে কেজরিওয়াল টুইটারে লেখেন (Listen Yogi), "যোগী শুনুন ৷ বিষয়টাকে ছেড়ে দিন ৷ যখন উত্তর প্রদেশে মৃত মানুষ নদীতে ভেসে যাচ্ছিল, সেই সময় আপনি কোটি কোটি টাকা খরচ করে টাইম ম্যাগাজিনে মিথ্যে প্রচার করেছেন ৷ আপনার মতো এরকম নিষ্ঠুর, নৃশংস নেতা আমি কখনও দেখিনি ৷"

  • सुनो योगी,

    आप तो रहने ही दो। जिस तरह UP के लोगों की लाशें नदी में बह रहीं थीं और आप करोड़ों रुपए खर्च करके Times मैगज़ीन में अपनी झूठी वाह वाही के विज्ञापन दे रहे थे। आप जैसा निर्दयी और क्रूर शासक मैंने नहीं देखा। https://t.co/qxcs2w60lG

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) February 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর প্রত্যুত্তরে যোগী লেখেন (Listen Kejriwal), "কেজরিওয়াল, আপনি শুনুন, আপনি দিল্লিতে থাকা উত্তর প্রদেশের শ্রমিকদের দিল্লি ছাড়তে বাধ্য করেছেন ৷ তখন সব মানুষ করোনা যন্ত্রণায় কাতর ৷ আপনার সরকার একটা অগণতান্ত্রিক এবং অমানবিক কাজ করেছে ৷ মাঝরাতে দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তে অসহায় মহিলা, এমনকি বাচ্চাদেরও ছেড়ে দিয়ে গিয়েছে ৷ আপনাকে একজন বিশ্বাসঘাতক বলব নাকি...৷"

আরও পড়ুন : Modi Attacks Congress-Rahul : নেহরুকে সামনে রেখে রাহুলকে নিশানা মোদির

আরেকটি টুইট করে আদিত্যনাথ জানান, কেজরিওয়াল মিথ্যে কথা বলায় পারদর্শী ৷ যখন পুরো দেশ প্রধানমন্ত্রীজির নেতৃত্বে করোনার মতো বিশ্ব মহামারির সঙ্গে লড়ছে, তখন কেজরিওয়াল ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের দিল্লি থেকে বাইরে বেরবার রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল ৷ ঘুমন্ত শ্রমিকদের বাসে তুলে উত্তর প্রদেশের সীমান্তে ফেলে দিয়ে গিয়েছে ৷ কিন্তু উত্তর প্রদেশ সরকার বাসে করে পরিযায়ী শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে নিয়ে এসেছে ৷

  • सुनो केजरीवाल,

    जब पूरी मानवता कोरोना की पीड़ा से कराह रही थी, उस समय आपने यूपी के कामगारों को दिल्ली छोड़ने पर विवश किया।

    छोटे बच्चों व महिलाओं तक को आधी रात में यूपी की सीमा पर असहाय छोड़ने जैसा अलोकतांत्रिक व अमानवीय कार्य आपकी सरकार ने किया।

    आपको मानवताद्रोही कहें या...

    — Yogi Adityanath (@myogiadityanath) February 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদি লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন বক্তৃতা দিয়েছেন ৷ তারপরই বাকযুদ্ধে নামে দুই বিরোধী নেতা ৷ কোভিড-19 সংক্রমণের দিনগুলিতে কংগ্রেস ও আপ-এর ভূমিকার তীব্র নিন্দা করে মোদি বলেন, "পরিযায়ী শ্রমিকরা যাতে মুম্বই ছাড়তে পারে, তার জন্য কংগ্রেস তাদের বিনামূল্যে টিকিট দিয়েছে ৷ একই সময়, দিল্লি সরকারও জিপে করে বস্তি অঞ্চলগুলিতে ঘুরে ঘুরে ঘোষণা করেছে ৷ যারা বাড়ি যেতে চায়, দিল্লি থেকে তাদের জন্য বাসের বন্দোবস্ত করা হবে ৷ এর ফলে উত্তর প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ডে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়েছে ৷"

দেশে কংগ্রেসের বর্তমান রাজনৈতিক অবস্থা বোঝাতে একটি পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি ৷ কোনও রাজ্যেই কংগ্রেসের অস্তিত্ব নেই ৷ এই দাবি করে তিনি বলেন, "নাগাল্যান্ড 24 বছর আগে কংগ্রেসকে ভোট দিয়েছিল, ওড়িশা 27 বছর আগে ৷ গোয়া থেকেও আপনারা 28 বছর আগে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছিলেন ৷ 1988 সালে ত্রিপুরায় আর পশ্চিমবঙ্গে 1972-এ ৷ তেলেঙ্গানা গঠনে আপনারা কৃতিত্ব দাবি করেন, কিন্তু কোনও রাজ্যের মানুষ আপনাদের গ্রহণ করেনি ৷"

আরও পড়ুন : PM Modi Criticises Congress : এত হেরেও কংগ্রেসের অহঙ্কার যায়নি, লোকসভায় তুলোধোনা প্রধানমন্ত্রীর

তিনি এও দাবি করেন কংগ্রেস "বিভাজন এবং শাসন"-এর নীতি নিয়ে চলে ৷ তাই এখন 'টুকরে টুকরে গ্যাং'-এ পরিণত হয়েছে ৷ তারা তামিলদের আবেগকেও আঘাত করার চেষ্টা করেছিল ৷ সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানানোর জন্য তামিলনাড়ুর বাসিন্দাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ৷

Last Updated : Feb 8, 2022, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.