ETV Bharat / bharat

Karnataka Elections 2023: কংগ্রেসের লিঙ্গায়েত বিরোধী প্রচারের পালটা বিজেপির হাতিয়ার লিঙ্গায়েত মুখ্যমন্ত্রী

আগামী 10 মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন ৷ ওই ভোটে বরাবরের মতো এবারও লিঙ্গায়েত ভোট বড় ফ্যাক্টর ৷ তাই এই ভোটের বেশিরভাগ অংশ দখলে রাখতে মরিয়া কংগ্রেস ও বিজেপি ৷

Karnataka Elections 2023
Karnataka Elections 2023
author img

By

Published : Apr 20, 2023, 12:52 PM IST

বেঙ্গালুরু (কর্ণাটক), 20 এপ্রিল: কর্ণাটকের বিধানসভা নির্বাচনে লিঙ্গায়েত সম্প্রদায়ের ভোট বরাবর খুবই গুরুত্বপূর্ণ ৷ দক্ষিণ ভারতের ওই রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনে এই সম্প্রদায়ের ভোট ভাঙিয়ে বিজেপিকে ধাক্কা দেওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস ৷ সিদ্ধারামাইয়া-শিবকুমারদের ঘনিষ্ঠ মহল থেকে অন্তত তেমনই খবর পাওয়া যাচ্ছে ৷

সূত্রের খবর, কংগ্রেসের এই পরিকল্পনার কথা জানে বিজেপিও ৷ তাই তারাও পালটা কৌশল নেওয়ার চেষ্টা করছে ৷ সেই কৌশলের অঙ্গ হিসেবে বুধবার রাতে ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির বিএস ইয়েদুরাপ্পা দলের বীরশৈব লিঙ্গায়েত নেতাদের সঙ্গে বৈঠক করেন ৷ সেখানে ঠিক হয়েছে ভোটের আগেই বিজেপির তরফে ঘোষণা করা হবে যে ক্ষমতায় ফিরলে একজন লিঙ্গায়েত নেতাকেই মুখ্যমন্ত্রী করা হবে ৷

ইয়েদুরাপ্পা নিজেও লিঙ্গায়েত সম্প্রদায়ের ৷ তার উপর তিনি বিজেপির কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের নেতা ৷ তাই তাঁর বাসভবনে হওয়া এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দাক্ষিণাত্যের রাজনৈতিক মহল ৷ ইয়েড্ডি ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য ইনচার্জ অরুণ সিং ও রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক রাজেশ, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, বর্ষীয়ান নেতা ভি সোমান্না-সহ বেশ কয়েকজন ৷ এঁরা সকলেই বীরশৈব লিঙ্গায়েত নেতা ৷ ওই সম্প্রদায়ের মোট 23 জন নেতা উপস্থিত ছিলেন ৷

বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করার পর কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার, লক্ষ্মণ সাওয়াদির মতো বেশ কয়েকজন লিঙ্গায়েত নেতা দল ছাড়েন ৷ তাঁরা যোগ দিয়েছেন কংগ্রেসে ৷ এর পরই বিজেপিকে লিঙ্গায়েত বিরোধী বলে দাগিয়ে দিতে উঠে পড়ে লাগে কংগ্রেস ৷ সূত্রের খবর, কংগ্রেসের সেই পরিকল্পনা বানচাল করতেই বিজেপির তরফে লিঙ্গায়েত সম্প্রদায়ের কাউকে মুখ্যমন্ত্রী করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে ৷ এই নিয়ে প্রচার শুরুরও নির্দেশ বিজেপির শীর্ষস্তর থেকে দেওয়া হয়েছে ৷

এই বিষয়ে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব এমপি রেণুকাচার্য বলেন, ‘‘বিজেপি সংগঠন শক্তিশালী । নেতা-কর্মীদের দল । রাজ্যে বোম্মাই নেতা । এটা আমার ব্যক্তিগত মতামত যে একজন বীরশৈব লিঙ্গায়ত সম্প্রদায়ের নেতাকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী করা উচিত ৷’’ প্রসঙ্গত, কর্ণাটক বিধানসভায় 224টি আসন ৷ ওই আসনগুলির মধ্যে বিজেপির তরফে 67টি আসনে লিঙ্গায়েত সম্প্রদায়ের নেতাদের টিকিট দেওয়া হয়েছে ৷ ফলে তারা যে লিঙ্গায়েত বিরোধী নয়, তা প্রমাণে মরিয়া গেরুয়া শিবিরও ৷ তাই শেষ পর্যন্ত লিঙ্গায়েত ভোটাররা কাদের আপন করে নেন, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন: 92 বছর বয়সেও ভোট ময়দানে, পরিচয় করুন কর্ণাটকের এই কংগ্রেস প্রার্থীর সঙ্গে

বেঙ্গালুরু (কর্ণাটক), 20 এপ্রিল: কর্ণাটকের বিধানসভা নির্বাচনে লিঙ্গায়েত সম্প্রদায়ের ভোট বরাবর খুবই গুরুত্বপূর্ণ ৷ দক্ষিণ ভারতের ওই রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনে এই সম্প্রদায়ের ভোট ভাঙিয়ে বিজেপিকে ধাক্কা দেওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস ৷ সিদ্ধারামাইয়া-শিবকুমারদের ঘনিষ্ঠ মহল থেকে অন্তত তেমনই খবর পাওয়া যাচ্ছে ৷

সূত্রের খবর, কংগ্রেসের এই পরিকল্পনার কথা জানে বিজেপিও ৷ তাই তারাও পালটা কৌশল নেওয়ার চেষ্টা করছে ৷ সেই কৌশলের অঙ্গ হিসেবে বুধবার রাতে ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির বিএস ইয়েদুরাপ্পা দলের বীরশৈব লিঙ্গায়েত নেতাদের সঙ্গে বৈঠক করেন ৷ সেখানে ঠিক হয়েছে ভোটের আগেই বিজেপির তরফে ঘোষণা করা হবে যে ক্ষমতায় ফিরলে একজন লিঙ্গায়েত নেতাকেই মুখ্যমন্ত্রী করা হবে ৷

ইয়েদুরাপ্পা নিজেও লিঙ্গায়েত সম্প্রদায়ের ৷ তার উপর তিনি বিজেপির কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের নেতা ৷ তাই তাঁর বাসভবনে হওয়া এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দাক্ষিণাত্যের রাজনৈতিক মহল ৷ ইয়েড্ডি ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য ইনচার্জ অরুণ সিং ও রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক রাজেশ, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, বর্ষীয়ান নেতা ভি সোমান্না-সহ বেশ কয়েকজন ৷ এঁরা সকলেই বীরশৈব লিঙ্গায়েত নেতা ৷ ওই সম্প্রদায়ের মোট 23 জন নেতা উপস্থিত ছিলেন ৷

বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করার পর কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার, লক্ষ্মণ সাওয়াদির মতো বেশ কয়েকজন লিঙ্গায়েত নেতা দল ছাড়েন ৷ তাঁরা যোগ দিয়েছেন কংগ্রেসে ৷ এর পরই বিজেপিকে লিঙ্গায়েত বিরোধী বলে দাগিয়ে দিতে উঠে পড়ে লাগে কংগ্রেস ৷ সূত্রের খবর, কংগ্রেসের সেই পরিকল্পনা বানচাল করতেই বিজেপির তরফে লিঙ্গায়েত সম্প্রদায়ের কাউকে মুখ্যমন্ত্রী করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে ৷ এই নিয়ে প্রচার শুরুরও নির্দেশ বিজেপির শীর্ষস্তর থেকে দেওয়া হয়েছে ৷

এই বিষয়ে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব এমপি রেণুকাচার্য বলেন, ‘‘বিজেপি সংগঠন শক্তিশালী । নেতা-কর্মীদের দল । রাজ্যে বোম্মাই নেতা । এটা আমার ব্যক্তিগত মতামত যে একজন বীরশৈব লিঙ্গায়ত সম্প্রদায়ের নেতাকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী করা উচিত ৷’’ প্রসঙ্গত, কর্ণাটক বিধানসভায় 224টি আসন ৷ ওই আসনগুলির মধ্যে বিজেপির তরফে 67টি আসনে লিঙ্গায়েত সম্প্রদায়ের নেতাদের টিকিট দেওয়া হয়েছে ৷ ফলে তারা যে লিঙ্গায়েত বিরোধী নয়, তা প্রমাণে মরিয়া গেরুয়া শিবিরও ৷ তাই শেষ পর্যন্ত লিঙ্গায়েত ভোটাররা কাদের আপন করে নেন, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন: 92 বছর বয়সেও ভোট ময়দানে, পরিচয় করুন কর্ণাটকের এই কংগ্রেস প্রার্থীর সঙ্গে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.