ETV Bharat / bharat

অসমের জঙ্গলে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু 20 হাতির - হাতি

অসমে বাজ পড়ে মৃত্যু হল 20টি হাতির ৷ বন দফতর ঘটনাস্থলে গিয়ে দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে ৷

Lightning kills 20 elephants in Assam
অসমের জঙ্গলে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু 20 হাতির
author img

By

Published : May 14, 2021, 7:49 AM IST

গুয়াহাটি, 14 মে: বজ্রপাতে বেঘোরে প্রাণ হারাল অন্তত 20টি হাতি ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে অসমের নগাঁও জেলায় ৷ বামুনি পাহাড়ের মাথায় মিলেছে হাতিগুলির দেহ ৷ আরও কোনও হাতির মৃত্যু হয়েছে কি না, তা জানতে গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে বন দফতর ৷

নগাঁও ফরেস্ট ডিভিশনের কাথিয়াটোলির কান্দোলি সংরক্ষিত অরণ্যে এই ঘটনা ঘটেছে ৷ বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, "স্থানীয় গ্রামবাসীরা আমাদের হাতি মৃত্যুর খবর দেন ৷ সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখে থরে থরে পড়ে রয়েছে হাতির দেহ ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷"

মুখ্য বনপাল অমিত সহায় এ ব্যাপারে জানিয়েছেন, "খুবই প্রত্যন্ত এলাকা ৷ বৃহস্পতিবার বিকেলে আমাদের দল সেখানে পৌঁছতে পেরেছে ৷ দেখা যায়, দুটি দলে ভাগ হয়ে পড়ে রয়েছে দেহগুলি ৷ পাহাড়ের উপরে ছিল 14টি হাতির দেহ, আর নীচে পড়ে ছিল বাকি দেহগুলি ৷" এই ঘটনার গভীর শোকপ্রকাশ করেছেন অসমের পরিবেশ ও বনমন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য ৷ মুখ্য বনপালের সঙ্গে তিনি ওই স্থান পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: ভারতের আবার উত্থান : চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ

Lightning kills 20 elephants in Assam
পড়ে আছে থরে থরে দেহ

ঘটনাস্থল ঘুরে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷

গুয়াহাটি, 14 মে: বজ্রপাতে বেঘোরে প্রাণ হারাল অন্তত 20টি হাতি ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে অসমের নগাঁও জেলায় ৷ বামুনি পাহাড়ের মাথায় মিলেছে হাতিগুলির দেহ ৷ আরও কোনও হাতির মৃত্যু হয়েছে কি না, তা জানতে গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে বন দফতর ৷

নগাঁও ফরেস্ট ডিভিশনের কাথিয়াটোলির কান্দোলি সংরক্ষিত অরণ্যে এই ঘটনা ঘটেছে ৷ বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, "স্থানীয় গ্রামবাসীরা আমাদের হাতি মৃত্যুর খবর দেন ৷ সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখে থরে থরে পড়ে রয়েছে হাতির দেহ ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷"

মুখ্য বনপাল অমিত সহায় এ ব্যাপারে জানিয়েছেন, "খুবই প্রত্যন্ত এলাকা ৷ বৃহস্পতিবার বিকেলে আমাদের দল সেখানে পৌঁছতে পেরেছে ৷ দেখা যায়, দুটি দলে ভাগ হয়ে পড়ে রয়েছে দেহগুলি ৷ পাহাড়ের উপরে ছিল 14টি হাতির দেহ, আর নীচে পড়ে ছিল বাকি দেহগুলি ৷" এই ঘটনার গভীর শোকপ্রকাশ করেছেন অসমের পরিবেশ ও বনমন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য ৷ মুখ্য বনপালের সঙ্গে তিনি ওই স্থান পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: ভারতের আবার উত্থান : চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ

Lightning kills 20 elephants in Assam
পড়ে আছে থরে থরে দেহ

ঘটনাস্থল ঘুরে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.