গুয়াহাটি, 14 মে: বজ্রপাতে বেঘোরে প্রাণ হারাল অন্তত 20টি হাতি ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে অসমের নগাঁও জেলায় ৷ বামুনি পাহাড়ের মাথায় মিলেছে হাতিগুলির দেহ ৷ আরও কোনও হাতির মৃত্যু হয়েছে কি না, তা জানতে গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে বন দফতর ৷
নগাঁও ফরেস্ট ডিভিশনের কাথিয়াটোলির কান্দোলি সংরক্ষিত অরণ্যে এই ঘটনা ঘটেছে ৷ বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, "স্থানীয় গ্রামবাসীরা আমাদের হাতি মৃত্যুর খবর দেন ৷ সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখে থরে থরে পড়ে রয়েছে হাতির দেহ ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷"
মুখ্য বনপাল অমিত সহায় এ ব্যাপারে জানিয়েছেন, "খুবই প্রত্যন্ত এলাকা ৷ বৃহস্পতিবার বিকেলে আমাদের দল সেখানে পৌঁছতে পেরেছে ৷ দেখা যায়, দুটি দলে ভাগ হয়ে পড়ে রয়েছে দেহগুলি ৷ পাহাড়ের উপরে ছিল 14টি হাতির দেহ, আর নীচে পড়ে ছিল বাকি দেহগুলি ৷" এই ঘটনার গভীর শোকপ্রকাশ করেছেন অসমের পরিবেশ ও বনমন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য ৷ মুখ্য বনপালের সঙ্গে তিনি ওই স্থান পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন ৷
আরও পড়ুন: ভারতের আবার উত্থান : চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ
ঘটনাস্থল ঘুরে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷