ETV Bharat / bharat

এলআইসিতে থাকবে না কোনও চেয়ারম্যানের পদ, নির্দেশিকা অর্থ মন্ত্রকের - এলআইসিতে থাকবে না কোনও চেয়ারম্যানের পদ

বীমা তালিকা ভুক্তকরণের সুবিধার্থে সরকার ইতিমধ্যে তার অনুমোদিত শেয়ার মূলধনকে 25 হাজার কোটি টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে । পাশাপাশি অর্থ মন্ত্রকের আওতাধীন অর্থনীতি বিষয়ক অধিদফতর নিরাপত্তা চুক্তি বিধিমালার সংশোধন করেছে ।

এলআইসি
এলআইসি
author img

By

Published : Jul 9, 2021, 7:07 AM IST

নয়াদিল্লি, 9 জুলাই : এবার থেকে ভারতীয় জীবন বীমা কর্পোরেশন বা এলআইসিতে থাকবে না কোনও চেয়ারম্যানের পদ ৷ পরিবর্তে থাকবে চিফ এগজ়িকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টরের পদ ৷ এই অর্থবর্ষেই নতুন নিয়ম কার্যকর করবে কেন্দ্রীয় সরকার ৷

ভারতের জীবন বীমা কর্পোরেশনের পেনশন বিধিমালা সংশোধন করে অর্থ মন্ত্রকের অধীনে আর্থিক পরিষেবা অধিদফতর এই পরিবর্তনগুলি করেছে ৷ অন্যান্য নিয়মের পাশাপাশি এলআইসি অ্যাক্ট, 1956 এরও পরিবর্তন করা হয়েছে ৷

বীমা তালিকাভুক্তকরণের সুবিধার্থে সরকার ইতিমধ্যে তার অনুমোদিত শেয়ার মূলধনকে 25 হাজার কোটি টাকা বাড়নোর অনুমোদন দিয়েছে । পাশাপাশি অর্থ মন্ত্রকের আওতাধীন অর্থনীতি বিষয়ক অধিদফতর নিরাপত্তা চুক্তি বিধিমালার সংশোধন করেছে ।

আরও পড়ুন : জন্মদিনের শুভেচ্ছা জানাতে সৌরভের বাড়িতে মমতা, শুরু রাজনৈতিক জল্পনা

নতুন নিয়ম অনুযায়ী তালিকাভুক্তির সময় যে সমস্ত সংস্থাগুলির বাজার মূলধন 1 লাখ কোটি টাকার বেশি রয়েছে তাঁরা এখন তাঁদের শেয়ারের মাত্র পাঁচ শতাংশ বিক্রি করতে পারবেন ৷ ফলে এই পদক্ষেপটি নিঃসন্দেহে এলআইসির প্রাথমিক পাবলিক অফারের সময় সরকারের জন্য উপকারী হবে ৷

নয়াদিল্লি, 9 জুলাই : এবার থেকে ভারতীয় জীবন বীমা কর্পোরেশন বা এলআইসিতে থাকবে না কোনও চেয়ারম্যানের পদ ৷ পরিবর্তে থাকবে চিফ এগজ়িকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টরের পদ ৷ এই অর্থবর্ষেই নতুন নিয়ম কার্যকর করবে কেন্দ্রীয় সরকার ৷

ভারতের জীবন বীমা কর্পোরেশনের পেনশন বিধিমালা সংশোধন করে অর্থ মন্ত্রকের অধীনে আর্থিক পরিষেবা অধিদফতর এই পরিবর্তনগুলি করেছে ৷ অন্যান্য নিয়মের পাশাপাশি এলআইসি অ্যাক্ট, 1956 এরও পরিবর্তন করা হয়েছে ৷

বীমা তালিকাভুক্তকরণের সুবিধার্থে সরকার ইতিমধ্যে তার অনুমোদিত শেয়ার মূলধনকে 25 হাজার কোটি টাকা বাড়নোর অনুমোদন দিয়েছে । পাশাপাশি অর্থ মন্ত্রকের আওতাধীন অর্থনীতি বিষয়ক অধিদফতর নিরাপত্তা চুক্তি বিধিমালার সংশোধন করেছে ।

আরও পড়ুন : জন্মদিনের শুভেচ্ছা জানাতে সৌরভের বাড়িতে মমতা, শুরু রাজনৈতিক জল্পনা

নতুন নিয়ম অনুযায়ী তালিকাভুক্তির সময় যে সমস্ত সংস্থাগুলির বাজার মূলধন 1 লাখ কোটি টাকার বেশি রয়েছে তাঁরা এখন তাঁদের শেয়ারের মাত্র পাঁচ শতাংশ বিক্রি করতে পারবেন ৷ ফলে এই পদক্ষেপটি নিঃসন্দেহে এলআইসির প্রাথমিক পাবলিক অফারের সময় সরকারের জন্য উপকারী হবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.