ETV Bharat / bharat

Cong Targets Adani Group: আদানিদের বাঁচাতে বিনিয়োগে বাধ্য করা হচ্ছে এলআইসি-কে, অবিলম্বে জেপিসি তদন্ত প্রয়োজন: কংগ্রেস - এলআইসি

কংগ্রেস অভিযোগ করেছে যে, এলআইসি-কে তার পলিসিধারীদের তহবিল ব্যবহার করে আদানি গ্রুপে বিনিয়োগ করতে বাধ্য করা হচ্ছে ৷ ইটিভি ভারতের অমিত অগ্নিহোত্রীর প্রতিবেদন ৷

Cong Targets Adani Group
জয়রাম রমেশ
author img

By

Published : Apr 11, 2023, 7:21 PM IST

নয়াদিল্লি, 11 এপ্রিল: আদানি গোষ্ঠীতে জনসাধারণের অর্থ বিনিয়োগ করার জন্য বাধ্য করা হয়েছে এলআইসি-কে ৷ মঙ্গলবার এমনই অভিযোগ করল কংগ্রেস ৷ সরকারকে অবিলম্বে এই নিয়ে তদন্ত করার জন্য ফের যৌথ সংসদীয় কমিটি গঠন করার দাবি জানিয়েছে তারা ।

কংগ্রেসের যোগাযোগ বিভাগের দায়িত্বে থাকা জয়রাম রমেশ বলেছেন যে, প্রধানমন্ত্রীর প্রিয় ব্যবসায়িক গোষ্ঠীকে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে বের করে আনার জন্য খুব স্পষ্টভাবে এলআইসিকে তার পলিসিধারীদের তহবিল ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে ৷ এর ফলে জেপিসি গঠন আরও প্রয়োজনীয় এবং জরুরি হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি ৷ রমেশের মতে, গত কয়েক বছর ধরে আদানি গোষ্ঠীতে এলআইসি-এর বিনিয়োগ বাড়ছে এবং এই জীবনবিমা কোম্পানি 2023 সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আদানি এন্টারপ্রাইজের 3.75 লক্ষ শেয়ার কিনেছে ।

রমেশ বলেন, "আদানি গ্রুপ সম্পর্কে 2023 সালের 24 জানুয়ারি থেকে গুরুতর প্রশ্ন উত্থাপিত হতে শুরু করে । তারপর থেকে এই গ্রুপ সম্পর্কে প্রতিদিনই নতুন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে । এখন দেখা যাচ্ছে যে, আদানি এন্টারপ্রাইজে এলআইসি-এর হোল্ডিং 2023 সালের মার্চের শেষ নাগাদ 4.26 শতাংশে বেড়েছে ৷ এই বৃদ্ধি এমন সময়ে হয়েছে, যখন আদানি এন্টারপ্রাইজের স্টকের বাজারমূল্য প্রায় 60 শতাংশ কমে গিয়েছিল ৷ এলআইসি 2023 সালের জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে আদানি এন্টারপ্রাইজের 3.75 লক্ষ শেয়ার কিনেছে ৷"

রাজ্যসভার সদস্য আরও বলেন যে, 2021 সালের জুনের শেষে আদানি গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলির মধ্যে অন্যতম আদানি এন্টারপ্রাইজে এলআইসি-র 1.32 শতাংশ হোল্ডিং ছিল ৷ কিন্তু সেখানে এলআইসি-র বিনিয়োগ দেড় বছরে বেড়েছে । রমেশের অভিযোগ, 2022 সালের ডিসেম্বরের শেষে 18 মাসের মধ্যে আদানি এন্টারপ্রাইজে এলআইসি-এর হোল্ডিং 4.23 শতাংশে পৌঁছেছিল ৷

হিন্ডেনবার্গ রিসার্চ কয়েক মাস আগে আদানি গোষ্ঠীর কার্যকারিতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করার পরে কংগ্রেস আদানি গোষ্ঠীর উপর আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে । আদানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে সংসদে সরব হয় কংগ্রেস ৷

আরও পড়ুন: কেন দেশে বন্দর পরিচালনার অনুমতি আদানিদের ? চিনা সংযোগ টেনে প্রশ্ন কংগ্রেসের

নয়াদিল্লি, 11 এপ্রিল: আদানি গোষ্ঠীতে জনসাধারণের অর্থ বিনিয়োগ করার জন্য বাধ্য করা হয়েছে এলআইসি-কে ৷ মঙ্গলবার এমনই অভিযোগ করল কংগ্রেস ৷ সরকারকে অবিলম্বে এই নিয়ে তদন্ত করার জন্য ফের যৌথ সংসদীয় কমিটি গঠন করার দাবি জানিয়েছে তারা ।

কংগ্রেসের যোগাযোগ বিভাগের দায়িত্বে থাকা জয়রাম রমেশ বলেছেন যে, প্রধানমন্ত্রীর প্রিয় ব্যবসায়িক গোষ্ঠীকে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে বের করে আনার জন্য খুব স্পষ্টভাবে এলআইসিকে তার পলিসিধারীদের তহবিল ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে ৷ এর ফলে জেপিসি গঠন আরও প্রয়োজনীয় এবং জরুরি হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি ৷ রমেশের মতে, গত কয়েক বছর ধরে আদানি গোষ্ঠীতে এলআইসি-এর বিনিয়োগ বাড়ছে এবং এই জীবনবিমা কোম্পানি 2023 সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আদানি এন্টারপ্রাইজের 3.75 লক্ষ শেয়ার কিনেছে ।

রমেশ বলেন, "আদানি গ্রুপ সম্পর্কে 2023 সালের 24 জানুয়ারি থেকে গুরুতর প্রশ্ন উত্থাপিত হতে শুরু করে । তারপর থেকে এই গ্রুপ সম্পর্কে প্রতিদিনই নতুন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে । এখন দেখা যাচ্ছে যে, আদানি এন্টারপ্রাইজে এলআইসি-এর হোল্ডিং 2023 সালের মার্চের শেষ নাগাদ 4.26 শতাংশে বেড়েছে ৷ এই বৃদ্ধি এমন সময়ে হয়েছে, যখন আদানি এন্টারপ্রাইজের স্টকের বাজারমূল্য প্রায় 60 শতাংশ কমে গিয়েছিল ৷ এলআইসি 2023 সালের জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে আদানি এন্টারপ্রাইজের 3.75 লক্ষ শেয়ার কিনেছে ৷"

রাজ্যসভার সদস্য আরও বলেন যে, 2021 সালের জুনের শেষে আদানি গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলির মধ্যে অন্যতম আদানি এন্টারপ্রাইজে এলআইসি-র 1.32 শতাংশ হোল্ডিং ছিল ৷ কিন্তু সেখানে এলআইসি-র বিনিয়োগ দেড় বছরে বেড়েছে । রমেশের অভিযোগ, 2022 সালের ডিসেম্বরের শেষে 18 মাসের মধ্যে আদানি এন্টারপ্রাইজে এলআইসি-এর হোল্ডিং 4.23 শতাংশে পৌঁছেছিল ৷

হিন্ডেনবার্গ রিসার্চ কয়েক মাস আগে আদানি গোষ্ঠীর কার্যকারিতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করার পরে কংগ্রেস আদানি গোষ্ঠীর উপর আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে । আদানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে সংসদে সরব হয় কংগ্রেস ৷

আরও পড়ুন: কেন দেশে বন্দর পরিচালনার অনুমতি আদানিদের ? চিনা সংযোগ টেনে প্রশ্ন কংগ্রেসের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.