ETV Bharat / bharat

বদগামে বিরাট সাফল্য বাহিনীর, গ্রেফতার লস্কর কম্যান্ডার নাদিম - লস্কর-ই-তৈবা

বদগামে বিরাট সাফল্য পেল বাহিনী ৷ গ্রেফতার করা হল লস্কর-ই-তৈবার (LeT Commander Arrested) কম্যান্ডার নাদিম (Nadeem Abrar) আব্রার ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীকে ৷ নাদিম ছিল নরবালের বাসিন্দা ৷

LeT Commander Nadeem Abrar arrested, Big success for us: IGP Kashmir Vijay Kumar
বদগামে বিরাট সাফল্য বাহিনীর, গ্রেফতার লস্কর কম্যান্ডার নাদিম
author img

By

Published : Jun 28, 2021, 5:22 PM IST

বদগাম, 28 জুন : কাশ্মীরে বিরাট সাফল্য পেল বাহিনী ৷ বদগাম থেকে গ্রেফতার করা হয়েছে লস্কর-ই-তৈবার কম্যান্ডার (LeT Commander Arrested) নাদিম আব্রারকে (Nadeem Abrar) ৷ গ্রেফতার হয়েছে তার ঘনিষ্ঠ সহযোগীও ৷ বিভিন্ন হামলা ও হত্যার ঘটনায় জড়িত ছিল এই নাদিম ৷

সোমবার বদগাম জেলার নরবাল এলাকা থেকে গ্রেফতার হয়েছে কট্টর লস্কর জঙ্গি নাদিম আব্রার ৷ একে বিরাট সাফল্য হিসেবেই দেখছে পুলিশ ৷ কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, "শীর্ষ এলইটি কম্যান্ডার নাদিম আব্রারকে গ্রেফতার করা হয়েছে ৷ বিভিন্ন হত্যার সঙ্গে জড়িত ছিল সে ৷ এটা আমাদের জন্য একটা বড় সাফল্য ৷"

নরবালের বাসিন্দা ছিল নাদিম আব্রার ৷ গোয়েন্দা সূত্রে খবর, সে অপর লস্কর কম্যান্ডার ইউসুফ কান্ট্র্রুর ঘনিষ্ঠ সহযোগী ছিল ৷ শ্রীনগর-বারামুল্লা সীমান্ত সংলগ্ন এলাকায় বহু হত্যা ও হামলার ঘটনার সঙ্গে নাদিম জড়িত ছিল বলে সন্দেহ পুলিশের ৷

আরও পড়ুন : পরপর দু'টি বিস্ফোরণে কেঁপে উঠল জম্মুর বায়ুসেনার ঘাঁটি

জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে ভূস্বর্গে কড়া নজরদারি অব্যাহত রয়েছে বাহিনীর ৷ তবে তারই মধ্যে রবিবার ঘটে গিয়েছে এক দুঃখজনক ঘটনা ৷ গতকাল বাড়িতে ঢুকে জম্মু-কাশ্মীর পুলিশের প্রাক্তন স্পেশাল অফিসার (SPO) ফায়াজ আহমেদ, তাঁর স্ত্রী ও মেয়েকে গুলি করে হত্যা করে জঙ্গিরা ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রথমসারির রাজনৈতিক দলগুলির নেতারা ৷ সোমবার এই ঘটনাকে নৃশংস ও কাপুরুষোচিত বলে উল্লেখ করে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা ৷ একযোগে সরব হয়েছে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, সিপিএম ও বিজেপি ৷

আরও পড়ুন: পুলওয়ামায় পরিবার-সহ পুলিশ আধিকারিকের হত্যার তীব্র নিন্দায় জম্মু-কাশ্মীরের সব দল

এরই মধ্যে ড্রোন ব্যবহার করে নাশকতা চালানোর ঘটনা ঘটেছে ৷ জম্মু বিমানবন্দরে অবস্থিত ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা ৷ হেলিকপ্টার পার্কিং এরিয়ায় বিস্ফোরণ দু’টি হয় ৷ যে ঘটনায় ভারতীয় বায়ুসেনা ঘাঁটির একতলার ছাদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় ৷ গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

বদগাম, 28 জুন : কাশ্মীরে বিরাট সাফল্য পেল বাহিনী ৷ বদগাম থেকে গ্রেফতার করা হয়েছে লস্কর-ই-তৈবার কম্যান্ডার (LeT Commander Arrested) নাদিম আব্রারকে (Nadeem Abrar) ৷ গ্রেফতার হয়েছে তার ঘনিষ্ঠ সহযোগীও ৷ বিভিন্ন হামলা ও হত্যার ঘটনায় জড়িত ছিল এই নাদিম ৷

সোমবার বদগাম জেলার নরবাল এলাকা থেকে গ্রেফতার হয়েছে কট্টর লস্কর জঙ্গি নাদিম আব্রার ৷ একে বিরাট সাফল্য হিসেবেই দেখছে পুলিশ ৷ কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, "শীর্ষ এলইটি কম্যান্ডার নাদিম আব্রারকে গ্রেফতার করা হয়েছে ৷ বিভিন্ন হত্যার সঙ্গে জড়িত ছিল সে ৷ এটা আমাদের জন্য একটা বড় সাফল্য ৷"

নরবালের বাসিন্দা ছিল নাদিম আব্রার ৷ গোয়েন্দা সূত্রে খবর, সে অপর লস্কর কম্যান্ডার ইউসুফ কান্ট্র্রুর ঘনিষ্ঠ সহযোগী ছিল ৷ শ্রীনগর-বারামুল্লা সীমান্ত সংলগ্ন এলাকায় বহু হত্যা ও হামলার ঘটনার সঙ্গে নাদিম জড়িত ছিল বলে সন্দেহ পুলিশের ৷

আরও পড়ুন : পরপর দু'টি বিস্ফোরণে কেঁপে উঠল জম্মুর বায়ুসেনার ঘাঁটি

জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে ভূস্বর্গে কড়া নজরদারি অব্যাহত রয়েছে বাহিনীর ৷ তবে তারই মধ্যে রবিবার ঘটে গিয়েছে এক দুঃখজনক ঘটনা ৷ গতকাল বাড়িতে ঢুকে জম্মু-কাশ্মীর পুলিশের প্রাক্তন স্পেশাল অফিসার (SPO) ফায়াজ আহমেদ, তাঁর স্ত্রী ও মেয়েকে গুলি করে হত্যা করে জঙ্গিরা ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রথমসারির রাজনৈতিক দলগুলির নেতারা ৷ সোমবার এই ঘটনাকে নৃশংস ও কাপুরুষোচিত বলে উল্লেখ করে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা ৷ একযোগে সরব হয়েছে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, সিপিএম ও বিজেপি ৷

আরও পড়ুন: পুলওয়ামায় পরিবার-সহ পুলিশ আধিকারিকের হত্যার তীব্র নিন্দায় জম্মু-কাশ্মীরের সব দল

এরই মধ্যে ড্রোন ব্যবহার করে নাশকতা চালানোর ঘটনা ঘটেছে ৷ জম্মু বিমানবন্দরে অবস্থিত ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা ৷ হেলিকপ্টার পার্কিং এরিয়ায় বিস্ফোরণ দু’টি হয় ৷ যে ঘটনায় ভারতীয় বায়ুসেনা ঘাঁটির একতলার ছাদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় ৷ গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.