ETV Bharat / bharat

Russia-Ukraine Crisis : পরিস্থিতি ভয়াবহ, ভারতীয়দের অবিলম্বে খারকিভ ছাড়ার নির্দেশ দূতাবাসের - India Advises their Citizens to leave Kharkiv immediately

ভারতীয়দের অবিলম্বে খারকিভ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস ৷ যে কোনও পরিস্থিতিতে আজ স্থানীয় সময় সন্ধ্যে 6টার মধ্যে খারকিভ থেকে পেসোচিন, বাবায় এবং বেজলুদোভকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (India Advises their Citizens to leave Kharkiv immediately) ৷

Ukraine Crisis
ভারতীয়দের অবিলম্বে খারকিভ ছাড়ার নির্দেশ দূতাবাস
author img

By

Published : Mar 2, 2022, 5:43 PM IST

Updated : Mar 2, 2022, 7:04 PM IST

কিভ, 2 মার্চ : পরিস্থিতি ভয়াবহ, কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ৷ একইসময়ে ইউক্রেনের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ শহর খেরসনের দখল নিয়েছে রুশ সেনাবাহিনী ৷ তারপরেই ভারতীয়দের অবিলম্বে খারকিভ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস (India Advises their Citizens to leave Kharkiv immediately) ৷ যেকোনও পরিস্থিতিতে আজ স্থানীয় সময় সন্ধ্যে 6টার মধ্যে খারকিভ থেকে পেসোচিন, বাবায় এবং বেজলুদোভকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

মঙ্গলবার এই খারকিভে রাশিয়ার বম্ব শেলিংয়ে আক্রমণে মৃত্যু হয়েছিল নবীন জ্ঞানগৌদরের (Karnataka student died in bomb shelling in Kharkiv yesterday) ৷ বম্ব শেল্টার থেকে ওষুধের খোঁজে বাইরে বেরোলে মৃত্যু হয় তাঁর ৷ আজ ফের ওয়ার-জোন ইউক্রেনে প্রাণ হারালেন আরও এক ভারতীয় পড়ুয়া ৷ ভিনিৎসিয়ায় প্রাণ গেল পঞ্জাবের এক মেডিক্যাল পড়ুয়া চন্দন জিন্দল ৷

আরও পড়ুন : Another Indian dies in Ukraine : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রাণ হারালেন আরও এক ভারতীয় পড়ুয়া

কিভ, 2 মার্চ : পরিস্থিতি ভয়াবহ, কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ৷ একইসময়ে ইউক্রেনের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ শহর খেরসনের দখল নিয়েছে রুশ সেনাবাহিনী ৷ তারপরেই ভারতীয়দের অবিলম্বে খারকিভ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস (India Advises their Citizens to leave Kharkiv immediately) ৷ যেকোনও পরিস্থিতিতে আজ স্থানীয় সময় সন্ধ্যে 6টার মধ্যে খারকিভ থেকে পেসোচিন, বাবায় এবং বেজলুদোভকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

মঙ্গলবার এই খারকিভে রাশিয়ার বম্ব শেলিংয়ে আক্রমণে মৃত্যু হয়েছিল নবীন জ্ঞানগৌদরের (Karnataka student died in bomb shelling in Kharkiv yesterday) ৷ বম্ব শেল্টার থেকে ওষুধের খোঁজে বাইরে বেরোলে মৃত্যু হয় তাঁর ৷ আজ ফের ওয়ার-জোন ইউক্রেনে প্রাণ হারালেন আরও এক ভারতীয় পড়ুয়া ৷ ভিনিৎসিয়ায় প্রাণ গেল পঞ্জাবের এক মেডিক্যাল পড়ুয়া চন্দন জিন্দল ৷

আরও পড়ুন : Another Indian dies in Ukraine : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রাণ হারালেন আরও এক ভারতীয় পড়ুয়া

Last Updated : Mar 2, 2022, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.