ETV Bharat / bharat

Mamata Banerjee : তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার আঞ্চলিক দলের নেতারা

বৃহস্পতিবার থেকে গোয়া সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কয়েকমাস পর ওই রাজ্যের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল ৷ সেই লড়াইয়ের জমি প্রস্তুত করতেই গোয়ায় গিয়েছেন তৃণমূল নেত্রী ৷

leaders of goa urges mamata banerjee to form a third front for goa assembly election
Mamata Banerjee : তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার নেতারা
author img

By

Published : Oct 30, 2021, 3:41 PM IST

Updated : Oct 30, 2021, 9:02 PM IST

গোয়া, 30 অক্টোবর : বাংলায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাফল্যকে জাতীয়স্তরে ছড়িয়ে দিয়ে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেই লক্ষ্যে তাঁর ‘ফার্স্ট ডেস্টিনেশন’ গোয়া ৷ বৃহস্পতিবার সন্ধ্য়া থেকে ওই রাজ্যে তাঁর একাধিক কর্মসূচির মাধ্যমে সেটাই বারবার বোঝানোর চেষ্টা করেছেন তৃণমূল নেত্রী ৷

গোয়ায় কি তৃণমূল বিজেপির (BJP) বিরুদ্ধে একাই লড়াই করবে ? নাকি জোট করবে ? এই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি ৷ মমতা নিজে জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে কেউ জোট করতে চাইলে তাদের স্বাগত জানানো হবে ৷ তবে গোয়ার (Goa) একাধিক রাজনৈতিক নেতা তৃণমূলকে সামনে রেখে গোয়ায় তৃতীয় ফ্রন্ট গড়তে আগ্রহী ৷ এই বার্তা মমতার সঙ্গে দেখা করে তাঁরা জানিয়েওছেন বলে খবর ৷

আরও পড়ুন : BJP-TMC : অভিষেকের মিছিলের আগের দিনই ত্রিপুরায় ঢুকতে আরটিপিসিআর বাধ্যতামূলক করল বিপ্লব দেবের সরকার

গোয়ায় পৌঁছানোর পর তাঁর হাত ধরে লিয়েন্ডার পেজ, নাফিসা আলির মতো তারকারা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ যদিও তাঁর এই সফরের জমি তৈরি হয় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেরোর তৃণমূলে যোগদানের পর থেকে ৷ আর তার পর থেকেই গোয়ায় একের পর এক চ্যালেঞ্জ বিজেপির উদ্দেশ্যে ছুড়ে দিতে শুরু করেছে ঘাসফুল শিবির ৷

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতাও বিজেপিকে আক্রমণ করেন ৷ গোয়ার মানুষের জন্য বিজেপি কিছু করেনি বলেও অভিযোগ করেন ৷ পাশাপাশি দাবি করেন যে তৃণমূল কংগ্রেস গোয়াকে স্বনির্ভর করতে চায় ৷

আরও পড়ুন : Mamata Banerjee: কংগ্রেস সিরিয়াস নয়, পিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: গোয়ায় মমতা

তার পর নিজের ট্রেডমার্ক স্টাইলে গোয়া ঘুরে দেখেন ৷ সেখানকার মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের সমস্যার কথা শোনেন ৷ আবার কিছু ধর্মীয় স্থানেও তিনি গিয়েছিলেন ৷ সাংবাদিক বৈঠকেও গোয়ার মানুষের সমস্যার কথা তুলে ধরেন ৷ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে সেই সমস্যা মেটাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি ৷

তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার আঞ্চলিক দলের নেতারা

এছাড়া হিন্দুত্বের কথাও শোনা গিয়েছে মমতার মুখে ৷ তিনি বলেছেন, ‘‘আমি হিন্দু ৷ গোয়াতে আমি হিন্দুত্বের স্লোগান দেব ৷ জয় শ্রীরামের পরিবর্তে আমি জয় গোমন্তক বলব ৷’’ শুক্রবার তিনি মঙ্গেশি, মহালাশা ও তাপভূমি কুন্ডায় যান ৷

আরও পড়ুন : Mamata Banerjee : 'আমি গোয়ারও মেয়ে', বিজেপির 'বহিরাগত' কটাক্ষের পাল্টা মমতার

একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের সঙ্গে গোয়ার একাধিক মিলের কথাও উল্লেখ করেন ৷ সেই তালিকায় ফুটবল থেকে মাছ, অনেক কিছু ছিল ৷ সেই কারণে গোয়ায় নতুন ভোরের সূচনা করতে চান বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷

গোয়া, 30 অক্টোবর : বাংলায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাফল্যকে জাতীয়স্তরে ছড়িয়ে দিয়ে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেই লক্ষ্যে তাঁর ‘ফার্স্ট ডেস্টিনেশন’ গোয়া ৷ বৃহস্পতিবার সন্ধ্য়া থেকে ওই রাজ্যে তাঁর একাধিক কর্মসূচির মাধ্যমে সেটাই বারবার বোঝানোর চেষ্টা করেছেন তৃণমূল নেত্রী ৷

গোয়ায় কি তৃণমূল বিজেপির (BJP) বিরুদ্ধে একাই লড়াই করবে ? নাকি জোট করবে ? এই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি ৷ মমতা নিজে জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে কেউ জোট করতে চাইলে তাদের স্বাগত জানানো হবে ৷ তবে গোয়ার (Goa) একাধিক রাজনৈতিক নেতা তৃণমূলকে সামনে রেখে গোয়ায় তৃতীয় ফ্রন্ট গড়তে আগ্রহী ৷ এই বার্তা মমতার সঙ্গে দেখা করে তাঁরা জানিয়েওছেন বলে খবর ৷

আরও পড়ুন : BJP-TMC : অভিষেকের মিছিলের আগের দিনই ত্রিপুরায় ঢুকতে আরটিপিসিআর বাধ্যতামূলক করল বিপ্লব দেবের সরকার

গোয়ায় পৌঁছানোর পর তাঁর হাত ধরে লিয়েন্ডার পেজ, নাফিসা আলির মতো তারকারা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ যদিও তাঁর এই সফরের জমি তৈরি হয় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেরোর তৃণমূলে যোগদানের পর থেকে ৷ আর তার পর থেকেই গোয়ায় একের পর এক চ্যালেঞ্জ বিজেপির উদ্দেশ্যে ছুড়ে দিতে শুরু করেছে ঘাসফুল শিবির ৷

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতাও বিজেপিকে আক্রমণ করেন ৷ গোয়ার মানুষের জন্য বিজেপি কিছু করেনি বলেও অভিযোগ করেন ৷ পাশাপাশি দাবি করেন যে তৃণমূল কংগ্রেস গোয়াকে স্বনির্ভর করতে চায় ৷

আরও পড়ুন : Mamata Banerjee: কংগ্রেস সিরিয়াস নয়, পিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: গোয়ায় মমতা

তার পর নিজের ট্রেডমার্ক স্টাইলে গোয়া ঘুরে দেখেন ৷ সেখানকার মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের সমস্যার কথা শোনেন ৷ আবার কিছু ধর্মীয় স্থানেও তিনি গিয়েছিলেন ৷ সাংবাদিক বৈঠকেও গোয়ার মানুষের সমস্যার কথা তুলে ধরেন ৷ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে সেই সমস্যা মেটাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি ৷

তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার আঞ্চলিক দলের নেতারা

এছাড়া হিন্দুত্বের কথাও শোনা গিয়েছে মমতার মুখে ৷ তিনি বলেছেন, ‘‘আমি হিন্দু ৷ গোয়াতে আমি হিন্দুত্বের স্লোগান দেব ৷ জয় শ্রীরামের পরিবর্তে আমি জয় গোমন্তক বলব ৷’’ শুক্রবার তিনি মঙ্গেশি, মহালাশা ও তাপভূমি কুন্ডায় যান ৷

আরও পড়ুন : Mamata Banerjee : 'আমি গোয়ারও মেয়ে', বিজেপির 'বহিরাগত' কটাক্ষের পাল্টা মমতার

একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের সঙ্গে গোয়ার একাধিক মিলের কথাও উল্লেখ করেন ৷ সেই তালিকায় ফুটবল থেকে মাছ, অনেক কিছু ছিল ৷ সেই কারণে গোয়ায় নতুন ভোরের সূচনা করতে চান বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Oct 30, 2021, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.