নয়াদিল্লি, 10 ডিসেম্বর : আজ দেশের সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের শেষকৃত্য ৷ বিকেল 5টা নাগাদ দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার ক্রিমেটোরিয়ামে (Army Cremation Ground, Delhi Cantonment) পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে তা সম্পন্ন হবে ৷
8 ডিসেম্বর, বুধবার তামিলনাড়ু-কর্নাটক সীমানার কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-সহ আরও 11 জন সেনা আধিকারিক ৷ শুধুমাত্র বেঁচে গিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh survived Coonoor chopper crash) ৷ বর্তমানে তিনি ব্যাঙ্গালোরে কম্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ৷
শুক্রবার পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন করা হবে সিডিএসের শেষকৃত্য-
- বেলা 2টোর পর তাঁদের মৃতদেহ নিয়ে কামরাজ মার্গ থেকে শবযাত্রা শুরু হয়ে তা পৌঁছাবে ব্রার স্কোয়ারে ৷
- জনসাধারণও দেশের প্রথম সিডিএস ও তাঁর স্ত্রীকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবে ৷ তাদের জন্য কামরাজ মার্গে বিপিন রাওয়াতের বাড়িতে বেলা 11টা থেকে 12.30 মিনিট পর্যন্ত শায়িত থাকবে শবদেহ ৷
- এরপর 12.30 মিনিট থেকে 1.30 পর্যন্ত সেখানেই সেনা আধিকারিকরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন ৷
আরও পড়ুন : Chopper Crash: চপার দুর্ঘটনায় মৃত সেনা আধিকারিকদের শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার সুলুর থেকে দিল্লির পালাম এয়ারবেসে নিয়ে আসা হয় হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত চিফ অফ ডিফেন্স স্টাফ, তাঁর স্ত্রী এবং অন্য 11 জন সেনা আধিকারিক ও কর্মীর মৃতদেহ ৷
কুন্নুরে দুর্ঘটনার পর নীলগিরির ওয়েলিংটনে সামরিক হাসপাতাল থেকে তাঁদের দেহ মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টারে নিয়ে আসা হয় ৷ তারপর সেখান থেকে সুলুর এয়ারবেসে পৌঁছায় ৷ বৃহস্পতিবার রাতে পালাম এয়ারবেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi paid tributes to CDS Bipin Rawat) সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং অন্যদের প্রতি শ্রদ্ধা জানান ৷