ETV Bharat / bharat

G20 Srinagar Summit: জি-20 সম্মেলন ঘিরে সেজে উঠেছে শ্রীনগর, পাক অধিকৃত কাশ্মীর সফরে বিলাওয়াল ভুট্টো - হর্ষবর্ধন শৃঙ্গলা

শীর্ষ সম্মেলনে আসার জন্য উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি তালিকাভুক্ত হয়েছে । সিঙ্গাপুর সবচেয়ে বড় প্রতিনিধির দল পাঠাচ্ছে ৷ শ্রীনগরে জি-20'র লক্ষ্য হল জম্মু ও কাশ্মীরের সংস্কৃতি, ঐতিহ্য এবং পর্যটনকে উন্নত এবং পুনরুজ্জীবিত করা ৷ শীর্ষ সম্মেলনের কোর্ডিনেটর হর্ষবর্ধন শৃঙ্গলা এমনটাই বলেছেন ।

G20 summit in Srinagar
জি-20 শীর্ষ সম্মেলন
author img

By

Published : May 22, 2023, 10:40 AM IST

Updated : May 22, 2023, 2:08 PM IST

শ্রীনগর, মুজাফরাবাদ 22 মে: শ্রীনগরে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের জি-20 শীর্ষ সম্মেলন ৷ তারই মাঝে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি রবিবার থেকে তিনদিনের পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) সফর শুরু করেছেন ৷ যেখানে তিনি ওই অঞ্চলে বসবাসকারী জনগণের সামনে ভাষণ দেবেন বলে জানা গিয়েছে । বিলাওয়াল ভুট্টো বলেন, "এমন সময়ে যখন ভারত অধিকৃত কাশ্মীরে জি-20 সভা করছে, আমাকে আজাদ কাশ্মীর বিধানসভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ।" তিনি আরও জানান, আজাদ জম্মু ও কাশ্মীর পাকিস্তান পিপলস পার্টিও তাঁকে ওই জেলার বাগে একটি প্রতিবাদ সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে ।

উল্লেখ্য, জি-20 সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন দেশের সর্বাধিক সংখ্যক প্রতিনিধি রেজিস্ট্রেশন করেছেন । এমনটাই দাবি পর্যটন মন্ত্রকের সচিব অরবিন্দ সিংয়ের ৷ তিনি বলেন, "আমরা খুশি যে এখানে বিভিন্ন দেশের প্রচুর সংখ্যক প্রতিনিধি থাকবেন ৷ এমনকী যদি প্রয়োজন হয় এটির সময়সূচিতে কিছু পরিবর্তনও করা হবে । সিঙ্গাপুর বৃহত্তম প্রতিনিধি দল পাঠাচ্ছে জি-20 তে ৷" তবে কিছু কারণে কয়েকটি দেশ সম্মেলনে অনুপস্থিত থাকছে ।

জি-20 কোর্ডিনেটর হর্ষবর্ধন শৃঙ্গলা শীর্ষ সম্মেলনের তাৎপর্যের উপর জোর দিয়ে বলেন, " সম্মেলন সফলভাবে আয়োজন করার ক্ষেত্রে আমরা অর্ধেক পথ অতিক্রম করেছি । এ পর্যন্ত 118টিরও বেশি বৈঠক সম্পন্ন করেছি । কয়েক মাস আগে শ্রীনগরে অনেক নির্মাণকাজ চলছিল ৷ কিন্তু তারপর থেকে শহরটি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে ।" তিনি আরও বলেন,"আমরা সম্মেলনের সমস্ত প্রাসঙ্গিক পর্যটন-সম্পর্কিত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি । জি-20-এর প্রতি জনসাধারণের ধারণাকে পরিষ্কার করার জন্য অনেক প্রচেষ্টা করা হচ্ছে ।"

হর্ষবর্ধন আরও জানান, জম্মু ও কাশ্মীর তার চলচ্চিত্র পর্যটনের জন্য পরিচিত ৷ এই সম্মেলনের লক্ষ্য হল জম্মু ও কাশ্মীরের সংস্কৃতি, ঐতিহ্য এবং পর্যটনকে উন্নত করা এবং পুনরুজ্জীবিত করা । জম্মু ও কাশ্মীরের জন্য এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি । এই বৈঠকে অংশগ্রহণকারী আন্তর্জাতিক প্রতিনিধিদের সংখ্যা সন্তোষজনক । কাশ্মীরে ভ্রমণ সতর্কতা নিয়ে তিনি বলেন, "এখানে ভ্রমণ সংক্রান্ত সতর্কতা অর্থহীন । প্রত্যেকে যে কোনও জায়গায় যেতে পারে ৷ এইভাবে আমরা বিদেশ থেকে পর্যটকদের কাশ্মীরে আনার দিকেও মনোনিবেশ করব ।"

কাশ্মীরে জি-২০ সম্মেলনের জন্য পুলিশ প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে। জানা গিয়েছে, শ্রীনগরের ডাল লেক থেকে শুরু করে স্থানীয় দর্শনীয় স্থান প্রতিনিধিদের দেখানো হবে। ডাল লেকের তীরে অবস্থিত শের কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (SKICC) সেশনে অংশ নেবেন আন্তর্জাতিক প্রতিনিধি এবং নির্বাচিত ভারতীয় কর্মকর্তা-সহ 180 জনেরও বেশি ব্যক্তি । এই সম্মেলনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিনিধি শ্রীনগরের তাজ বিভান্তা এবং ললিত গ্র্যান্ড প্যালেসে থাকবেন। প্রতিনিধিদের কাশ্মীরি সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে স্বাদ দিতে পৃথক ব্যবস্থা করা হয়েছে । জম্মু ও কাশ্মীরের শিল্পীরা প্রতিনিধিদের সামনে তাদের শিল্পকলাকে তুলে ধরবেন বলে ঠিক হয়েছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে কাশ্মীর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ৷ রবিবার কুইক অ্যাকশন টিম (কিউএটি) এবং আধাসামরিক বাহিনী ডাল লেকের জলে বিশেেষ মহড়া করেছে । মেরিন কমান্ডোসের (MORCOS) তরফে শুক্রবার হ্রদে একইরকম নিরাপত্তা মহড়া চালানো হয় । প্রসঙ্গত, ভারত 1 ডিসেম্বর 2022 সালে জি-20 সম্মলনে সভাপতিত্ব করার প্রস্তাব গ্রহণ করে । প্রথম জি-20 ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকটি গুজরাতের কচ্ছের রণে অনুষ্ঠিত হয়েছিল ফেব্রুয়ারি মাসে । দ্বিতীয় বৈঠকটি 1 থেকে 3 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে । এবার বৈঠক হচ্ছে কাশ্মীরে ।

আরও পড়ুন: চিন-পাকিস্তানের আপত্তি সত্ত্বেও জি20-র সভায়স্থল হিসেবে শ্রীনগরের নাম ঘোষণা দিল্লির

শ্রীনগর, মুজাফরাবাদ 22 মে: শ্রীনগরে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের জি-20 শীর্ষ সম্মেলন ৷ তারই মাঝে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি রবিবার থেকে তিনদিনের পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) সফর শুরু করেছেন ৷ যেখানে তিনি ওই অঞ্চলে বসবাসকারী জনগণের সামনে ভাষণ দেবেন বলে জানা গিয়েছে । বিলাওয়াল ভুট্টো বলেন, "এমন সময়ে যখন ভারত অধিকৃত কাশ্মীরে জি-20 সভা করছে, আমাকে আজাদ কাশ্মীর বিধানসভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ।" তিনি আরও জানান, আজাদ জম্মু ও কাশ্মীর পাকিস্তান পিপলস পার্টিও তাঁকে ওই জেলার বাগে একটি প্রতিবাদ সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে ।

উল্লেখ্য, জি-20 সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন দেশের সর্বাধিক সংখ্যক প্রতিনিধি রেজিস্ট্রেশন করেছেন । এমনটাই দাবি পর্যটন মন্ত্রকের সচিব অরবিন্দ সিংয়ের ৷ তিনি বলেন, "আমরা খুশি যে এখানে বিভিন্ন দেশের প্রচুর সংখ্যক প্রতিনিধি থাকবেন ৷ এমনকী যদি প্রয়োজন হয় এটির সময়সূচিতে কিছু পরিবর্তনও করা হবে । সিঙ্গাপুর বৃহত্তম প্রতিনিধি দল পাঠাচ্ছে জি-20 তে ৷" তবে কিছু কারণে কয়েকটি দেশ সম্মেলনে অনুপস্থিত থাকছে ।

জি-20 কোর্ডিনেটর হর্ষবর্ধন শৃঙ্গলা শীর্ষ সম্মেলনের তাৎপর্যের উপর জোর দিয়ে বলেন, " সম্মেলন সফলভাবে আয়োজন করার ক্ষেত্রে আমরা অর্ধেক পথ অতিক্রম করেছি । এ পর্যন্ত 118টিরও বেশি বৈঠক সম্পন্ন করেছি । কয়েক মাস আগে শ্রীনগরে অনেক নির্মাণকাজ চলছিল ৷ কিন্তু তারপর থেকে শহরটি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে ।" তিনি আরও বলেন,"আমরা সম্মেলনের সমস্ত প্রাসঙ্গিক পর্যটন-সম্পর্কিত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি । জি-20-এর প্রতি জনসাধারণের ধারণাকে পরিষ্কার করার জন্য অনেক প্রচেষ্টা করা হচ্ছে ।"

হর্ষবর্ধন আরও জানান, জম্মু ও কাশ্মীর তার চলচ্চিত্র পর্যটনের জন্য পরিচিত ৷ এই সম্মেলনের লক্ষ্য হল জম্মু ও কাশ্মীরের সংস্কৃতি, ঐতিহ্য এবং পর্যটনকে উন্নত করা এবং পুনরুজ্জীবিত করা । জম্মু ও কাশ্মীরের জন্য এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি । এই বৈঠকে অংশগ্রহণকারী আন্তর্জাতিক প্রতিনিধিদের সংখ্যা সন্তোষজনক । কাশ্মীরে ভ্রমণ সতর্কতা নিয়ে তিনি বলেন, "এখানে ভ্রমণ সংক্রান্ত সতর্কতা অর্থহীন । প্রত্যেকে যে কোনও জায়গায় যেতে পারে ৷ এইভাবে আমরা বিদেশ থেকে পর্যটকদের কাশ্মীরে আনার দিকেও মনোনিবেশ করব ।"

কাশ্মীরে জি-২০ সম্মেলনের জন্য পুলিশ প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে। জানা গিয়েছে, শ্রীনগরের ডাল লেক থেকে শুরু করে স্থানীয় দর্শনীয় স্থান প্রতিনিধিদের দেখানো হবে। ডাল লেকের তীরে অবস্থিত শের কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (SKICC) সেশনে অংশ নেবেন আন্তর্জাতিক প্রতিনিধি এবং নির্বাচিত ভারতীয় কর্মকর্তা-সহ 180 জনেরও বেশি ব্যক্তি । এই সম্মেলনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিনিধি শ্রীনগরের তাজ বিভান্তা এবং ললিত গ্র্যান্ড প্যালেসে থাকবেন। প্রতিনিধিদের কাশ্মীরি সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে স্বাদ দিতে পৃথক ব্যবস্থা করা হয়েছে । জম্মু ও কাশ্মীরের শিল্পীরা প্রতিনিধিদের সামনে তাদের শিল্পকলাকে তুলে ধরবেন বলে ঠিক হয়েছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে কাশ্মীর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ৷ রবিবার কুইক অ্যাকশন টিম (কিউএটি) এবং আধাসামরিক বাহিনী ডাল লেকের জলে বিশেেষ মহড়া করেছে । মেরিন কমান্ডোসের (MORCOS) তরফে শুক্রবার হ্রদে একইরকম নিরাপত্তা মহড়া চালানো হয় । প্রসঙ্গত, ভারত 1 ডিসেম্বর 2022 সালে জি-20 সম্মলনে সভাপতিত্ব করার প্রস্তাব গ্রহণ করে । প্রথম জি-20 ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকটি গুজরাতের কচ্ছের রণে অনুষ্ঠিত হয়েছিল ফেব্রুয়ারি মাসে । দ্বিতীয় বৈঠকটি 1 থেকে 3 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে । এবার বৈঠক হচ্ছে কাশ্মীরে ।

আরও পড়ুন: চিন-পাকিস্তানের আপত্তি সত্ত্বেও জি20-র সভায়স্থল হিসেবে শ্রীনগরের নাম ঘোষণা দিল্লির

Last Updated : May 22, 2023, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.