ETV Bharat / bharat

অবস্থার অবনতি, লালুকে দিল্লি এইমসে স্থানান্তর - দিল্লি এইমস

আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হল ৷ সূত্রের খবর, গত কয়েক দিনে লালুর স্বাস্থ্য়ের অবনতি হওয়াতেই এই পদক্ষেপ ৷ ফুসফুসের সংক্রমণে ভুগছেন লালুপ্রসাদ ৷

Lalu Yadav will be shifted to AIIMS in Delhi
অবস্থার অবনতি, লালুকে এইমসে স্থানান্তরের সিদ্ধান্ত
author img

By

Published : Jan 23, 2021, 5:41 PM IST

Updated : Jan 24, 2021, 6:54 AM IST

রাঁচি, 23 জানুয়ারি : চিকিৎসকদের পরামর্শ মতো আজই আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হল ৷ সূত্রের খবর, গত কয়েক দিনে লালুর স্বাস্থ্য়ের অবনতি হওয়াতেই এই পদক্ষেপ ৷

বিহার পশুখাদ্য় মামলায় দোষী সাব্য়স্ত এই প্রবীণ রাজনীতিক বর্তমানে জেলবন্দী ৷ আপাতত রাঁচিরই একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ৷ লালুর জন্য় মেডিকেল বোর্ডও গঠন করেছে সেখানকার রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ৷ সেই বোর্ডের সদস্য়রাই লালুকে এইমসে ভরতি করানোর পক্ষে সওয়াল করেছিলেন ৷ জেল কর্তৃপক্ষকেও এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল ৷ স্থির হয়েছিল, যত দ্রুত সম্ভব আরজেডি প্রধানকে রাঁচি থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে ৷ এরপর চিকিৎসকদের পরামর্শ মতো আজই তাঁকে দিল্লির এইমসে স্থানান্তর করা হয় । ফুসফুসের সংক্রমণে ভুগছেন লালুপ্রসাদ৷

গত বৃহস্পতিবার বিকেলে বুকে ভারী ভাব অনুভব করেন তিনি ৷ শুক্রবার তাঁর ছেলে তেজস্বী যাদব জানান, তাঁর বাবার অবস্থা অত্য়ন্ত সংকটজনক৷ এ নিয়ে ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলারও সিদ্ধান্ত নেন তেজস্বী৷ ওইদিনই বিকেলে মা রাবড়ি দেবী ও ভাই তেজপ্রতাপ যাদবকে সঙ্গে নিয়ে রাঁচি পৌঁছে যান তিনি৷ আপাতত সেখানেই রয়েছেন তাঁরা৷ পরিবারের সঙ্গে রয়েছেন লালুর মেয়ে মিসা ভারতীও৷

রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ডিরেক্টর ডাঃ কামেশ্বর প্রসাদ বলেন, ‘‘দু‘দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন লালুপ্রসাদ ৷ গত শুক্রবার তাঁর নিউমোনিয়া ধরা পড়ে৷ ওঁর বয়সের কথা মাথায় রেখেই আমরা ওঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছি৷ আরও ভালো চিকিৎসার জন্য়ই এই পদক্ষেপ ৷‘‘

রাঁচি, 23 জানুয়ারি : চিকিৎসকদের পরামর্শ মতো আজই আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হল ৷ সূত্রের খবর, গত কয়েক দিনে লালুর স্বাস্থ্য়ের অবনতি হওয়াতেই এই পদক্ষেপ ৷

বিহার পশুখাদ্য় মামলায় দোষী সাব্য়স্ত এই প্রবীণ রাজনীতিক বর্তমানে জেলবন্দী ৷ আপাতত রাঁচিরই একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ৷ লালুর জন্য় মেডিকেল বোর্ডও গঠন করেছে সেখানকার রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ৷ সেই বোর্ডের সদস্য়রাই লালুকে এইমসে ভরতি করানোর পক্ষে সওয়াল করেছিলেন ৷ জেল কর্তৃপক্ষকেও এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল ৷ স্থির হয়েছিল, যত দ্রুত সম্ভব আরজেডি প্রধানকে রাঁচি থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে ৷ এরপর চিকিৎসকদের পরামর্শ মতো আজই তাঁকে দিল্লির এইমসে স্থানান্তর করা হয় । ফুসফুসের সংক্রমণে ভুগছেন লালুপ্রসাদ৷

গত বৃহস্পতিবার বিকেলে বুকে ভারী ভাব অনুভব করেন তিনি ৷ শুক্রবার তাঁর ছেলে তেজস্বী যাদব জানান, তাঁর বাবার অবস্থা অত্য়ন্ত সংকটজনক৷ এ নিয়ে ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলারও সিদ্ধান্ত নেন তেজস্বী৷ ওইদিনই বিকেলে মা রাবড়ি দেবী ও ভাই তেজপ্রতাপ যাদবকে সঙ্গে নিয়ে রাঁচি পৌঁছে যান তিনি৷ আপাতত সেখানেই রয়েছেন তাঁরা৷ পরিবারের সঙ্গে রয়েছেন লালুর মেয়ে মিসা ভারতীও৷

রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ডিরেক্টর ডাঃ কামেশ্বর প্রসাদ বলেন, ‘‘দু‘দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন লালুপ্রসাদ ৷ গত শুক্রবার তাঁর নিউমোনিয়া ধরা পড়ে৷ ওঁর বয়সের কথা মাথায় রেখেই আমরা ওঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছি৷ আরও ভালো চিকিৎসার জন্য়ই এই পদক্ষেপ ৷‘‘

Last Updated : Jan 24, 2021, 6:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.