ETV Bharat / bharat

Opposition Meeting: সোনিয়ার সঙ্গে বৈঠকে লালু-নীতীশ, হরিয়ানায় বিরোধী জোটের ঐক্যের ছবি - Lalu Yadav and Nitish Kumar meet sonia gandhi

রবিবার সন্ধ্যার সময় 10 জনপথে সনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করেন লালু প্রসাদ যাদব ও নীতীশ কুমার (Lalu Yadav and Nitish Kumar meet congress president Sonia Gandhi in Delhi) ৷ এই বৈঠকে আলোচনা হয় বিরোধী জোট গঠন নিয়ে (opposition alliance before 2024 LS Poll) ৷

lalu nitish sonia meeting
ETV Bharat
author img

By

Published : Sep 25, 2022, 4:29 PM IST

Updated : Sep 25, 2022, 10:57 PM IST

পটনা, 25 সেপ্টেম্বর: 2024 লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ ধীরে ধীরে গতি পাচ্ছে ৷ এই প্রেক্ষিতে রবিবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব ও বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশকুমার ৷ বিরোধী জোট প্রসঙ্গেই এই বৈঠকে আলোচনা হয়েছে ৷ এই বৈঠকে যোগ দিতে শনিবারই দিল্লি পৌঁছেছেন লালুপ্রসাদ যাদব ৷ রবিবার যান নীতীশ কুমার (Lalu Yadav and Nitish Kumar meet sonia gandhi) ৷

লালু-নীতীশরা চাইছেন 2024 সালে বিজেপিকে আটকাতে যাবতীয় মদভেদ ভুলে এক ছাতার তলায় আসুক কংগ্রেস ও আঞ্চলিক দলগুলি (opposition alliance before 2024 LS Poll) ৷ তবে বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে জোটের বিষয়ে কংগ্রেসের মতপার্থক্যও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৷ এই পরিস্থিতিতে সনিয়া গান্ধির সঙ্গে লালু-নীতীশের বৈঠক গুরুত্বপূর্ণ ৷ বিহারে বিজেপি ছেড়ে আরজেডি'র হাত ধরার পর এটাই প্রথম বৈঠক হল সনিয়া গান্ধি ও নীতীশ কুমারের মধ্যে ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদে শচীন পাইলটকে মানতে নারাজ, ইস্তফার হুমকি গেহলত শিবিরের 92 বিধায়কের

শনিবার লালু জানিয়েছিলেন, বিরোধী জোটের রূপ ঠিক করতেই তাঁরা এই বৈঠক করছেন ৷ বিহারের পর 2024 সালে দেশ থেকেও বিজেপি বিদায় নেবে বলে তাঁর দাবি ৷ উল্লেখ্য, চলতি মাসেই দিল্লি গিয়ে রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করে এসেছেন নীতীশ কুমার ৷ এদিন কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠকের পর লালুপ্রসাদ যাদব বলেন, "বিজেপিকে হারাতে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন ৷ কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়ে গেলে এই বিষয়ে ফের আলোচনা হবে ৷"

তবে বিরোধী জোটের একটি ছবি রবিবার ধরা পড়েছে হরিয়ানার ফতেহাবাদে ৷ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী দেবীলালের 109 তম জন্মবার্ষিকী উপলক্ষে আইএনএলডি'র ডাকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি'র তেজস্বী যাদব, সিপিএমের সীতারাম ইয়েচুরি, অকালি দলের সুখবির সিং বাদল যোগ দেন (Many opposition leaders on one stage in Haryana) ৷

পটনা, 25 সেপ্টেম্বর: 2024 লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ ধীরে ধীরে গতি পাচ্ছে ৷ এই প্রেক্ষিতে রবিবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব ও বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশকুমার ৷ বিরোধী জোট প্রসঙ্গেই এই বৈঠকে আলোচনা হয়েছে ৷ এই বৈঠকে যোগ দিতে শনিবারই দিল্লি পৌঁছেছেন লালুপ্রসাদ যাদব ৷ রবিবার যান নীতীশ কুমার (Lalu Yadav and Nitish Kumar meet sonia gandhi) ৷

লালু-নীতীশরা চাইছেন 2024 সালে বিজেপিকে আটকাতে যাবতীয় মদভেদ ভুলে এক ছাতার তলায় আসুক কংগ্রেস ও আঞ্চলিক দলগুলি (opposition alliance before 2024 LS Poll) ৷ তবে বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে জোটের বিষয়ে কংগ্রেসের মতপার্থক্যও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৷ এই পরিস্থিতিতে সনিয়া গান্ধির সঙ্গে লালু-নীতীশের বৈঠক গুরুত্বপূর্ণ ৷ বিহারে বিজেপি ছেড়ে আরজেডি'র হাত ধরার পর এটাই প্রথম বৈঠক হল সনিয়া গান্ধি ও নীতীশ কুমারের মধ্যে ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদে শচীন পাইলটকে মানতে নারাজ, ইস্তফার হুমকি গেহলত শিবিরের 92 বিধায়কের

শনিবার লালু জানিয়েছিলেন, বিরোধী জোটের রূপ ঠিক করতেই তাঁরা এই বৈঠক করছেন ৷ বিহারের পর 2024 সালে দেশ থেকেও বিজেপি বিদায় নেবে বলে তাঁর দাবি ৷ উল্লেখ্য, চলতি মাসেই দিল্লি গিয়ে রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করে এসেছেন নীতীশ কুমার ৷ এদিন কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠকের পর লালুপ্রসাদ যাদব বলেন, "বিজেপিকে হারাতে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন ৷ কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়ে গেলে এই বিষয়ে ফের আলোচনা হবে ৷"

তবে বিরোধী জোটের একটি ছবি রবিবার ধরা পড়েছে হরিয়ানার ফতেহাবাদে ৷ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী দেবীলালের 109 তম জন্মবার্ষিকী উপলক্ষে আইএনএলডি'র ডাকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি'র তেজস্বী যাদব, সিপিএমের সীতারাম ইয়েচুরি, অকালি দলের সুখবির সিং বাদল যোগ দেন (Many opposition leaders on one stage in Haryana) ৷

Last Updated : Sep 25, 2022, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.