ETV Bharat / bharat

Lalu Returning Home: কিডনি প্রতিস্থাপনের পর শনিবার দেশে ফিরছেন লালু প্রসাদ যাদব - বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব

সিঙ্গাপুরের হাসপাতালে গত ডিসেম্বরে কিডনি প্রতিস্থাপন হয় আরজেডি (RJD) সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ৷ শনিবার তিনি দেশে ফিরছেন ৷ টুইটারে এই খবর দিয়েছেন লালু-কন্যা রোহিনী আচার্য (Lalu Prasad Daughter Rohini Acharya) ৷ রোহিনীই লালুকে একটি কিডনি দিয়েছেন ৷

Lalu Returning Home
Lalu Returning Home
author img

By

Published : Feb 11, 2023, 1:43 PM IST

Updated : Feb 11, 2023, 4:00 PM IST

পটনা (বিহার), 11 ফেব্রুয়ারি: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (Rashtriya Janata Dal) সুপ্রিমো লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) দেশে ফিরছেন আজ, শনিবার ৷ তিনি কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার (Kidney Transplant Surgery) করানোর জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন ৷ সেখান থেকেই তিনি ফিরছেন ৷ এই আরজেডি নেতার গত বছরের ডিসেম্বরে কিডনি ট্রান্সপ্লান্ট সার্জারি হয়েছিল । লালুর কন্যা রোহিনী আচার্য তাঁকে একটি কিডনি দান করেছেন ৷ রোহিনীই টুইটারে লালুর বাড়ি ফেরার খবর দিয়ে আবেগপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন ।

হিন্দিতে করা টুইটে রোহিনী লিখেছেন, তিনি কন্যা হিসাবে তাঁর দায়িত্ব পালন করেছেন ৷ এখন তাঁদের নেতার যত্ন নেওয়া ভারতের জনগণের দায়িত্ব । একই সঙ্গে লালুর ছবি-সহ একটি কবিতাও পোস্ট করেছেন তিনি ৷ পাশাপাশি হুইলচেয়ারে থাকা লালুর একটি ভিডিয়োও তিনি টুইট করেন ৷

  • आप सबसे एक जरूरी बात कहनी है. यह जरूरी बात हम सबों के नेता आदरणीय लालू जी के स्वास्थ्य को लेकर है.

    11 फरवरी को पापा सिंगापुर से भारत जा रहे हैं.

    मैं एक बेटी के तौर पर अपना फर्ज अदा कर रही हूँ. पापा को स्वस्थ्य कर आप सब के बीच भेज रही हूँ..

    अब आप लोग पापा का ख्याल रखियेगा. pic.twitter.com/GcVNV1Emly

    — Rohini Acharya (@RohiniAcharya2) February 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর টুইটে লেখা রয়েছে, "একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে । এই গুরুত্বপূর্ণ বিষয়টা হল আমাদের নেতা লালুজির স্বাস্থ্য নিয়ে । আমার বাবা 11 ফেব্রুয়ারি সিঙ্গাপুর থেকে ভারতে যাচ্ছেন । মেয়ে হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি । বাবাকে সুস্থ করার পর আমি ওঁকে তোমাদের সবার কাছে পাঠাচ্ছি । এখন তোমাদের সবাইকে আমার বাবার দেখাশোনা করতে হবে ।"

গত ডিসেম্বরে লালু প্রসাদ যাদবের অস্ত্রোপচারের পর তাঁর ছেলে এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Bihar Deputy Chief Minister Tejashwi Yadav) টুইটারে লেখেন, "আমার বাবার কিডনি প্রতিস্থাপনের সফল অপারেশনের পরে তাঁকে অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল । কিডনি দেওয়া বড় বোন রোহিনী আচার্য ও দলের জাতীয় সভাপতি দু’জনেই সুস্থ আছেন । আপনাদের প্রার্থনা ও শুভ কামনার জন্য ধন্যবাদ ।" প্রসঙ্গত, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আরজেডি নেতার কিডনি প্রতিস্থাপন করা হয়েছে ।

আরও পড়ুন: সিঙ্গাপুরে আজ লালুর কিডনি প্রতিস্থাপন, 'রক অ্যান্ড রোলের জন্য প্রস্তুত' দাতা কন্যা

পটনা (বিহার), 11 ফেব্রুয়ারি: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (Rashtriya Janata Dal) সুপ্রিমো লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) দেশে ফিরছেন আজ, শনিবার ৷ তিনি কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার (Kidney Transplant Surgery) করানোর জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন ৷ সেখান থেকেই তিনি ফিরছেন ৷ এই আরজেডি নেতার গত বছরের ডিসেম্বরে কিডনি ট্রান্সপ্লান্ট সার্জারি হয়েছিল । লালুর কন্যা রোহিনী আচার্য তাঁকে একটি কিডনি দান করেছেন ৷ রোহিনীই টুইটারে লালুর বাড়ি ফেরার খবর দিয়ে আবেগপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন ।

হিন্দিতে করা টুইটে রোহিনী লিখেছেন, তিনি কন্যা হিসাবে তাঁর দায়িত্ব পালন করেছেন ৷ এখন তাঁদের নেতার যত্ন নেওয়া ভারতের জনগণের দায়িত্ব । একই সঙ্গে লালুর ছবি-সহ একটি কবিতাও পোস্ট করেছেন তিনি ৷ পাশাপাশি হুইলচেয়ারে থাকা লালুর একটি ভিডিয়োও তিনি টুইট করেন ৷

  • आप सबसे एक जरूरी बात कहनी है. यह जरूरी बात हम सबों के नेता आदरणीय लालू जी के स्वास्थ्य को लेकर है.

    11 फरवरी को पापा सिंगापुर से भारत जा रहे हैं.

    मैं एक बेटी के तौर पर अपना फर्ज अदा कर रही हूँ. पापा को स्वस्थ्य कर आप सब के बीच भेज रही हूँ..

    अब आप लोग पापा का ख्याल रखियेगा. pic.twitter.com/GcVNV1Emly

    — Rohini Acharya (@RohiniAcharya2) February 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর টুইটে লেখা রয়েছে, "একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে । এই গুরুত্বপূর্ণ বিষয়টা হল আমাদের নেতা লালুজির স্বাস্থ্য নিয়ে । আমার বাবা 11 ফেব্রুয়ারি সিঙ্গাপুর থেকে ভারতে যাচ্ছেন । মেয়ে হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি । বাবাকে সুস্থ করার পর আমি ওঁকে তোমাদের সবার কাছে পাঠাচ্ছি । এখন তোমাদের সবাইকে আমার বাবার দেখাশোনা করতে হবে ।"

গত ডিসেম্বরে লালু প্রসাদ যাদবের অস্ত্রোপচারের পর তাঁর ছেলে এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Bihar Deputy Chief Minister Tejashwi Yadav) টুইটারে লেখেন, "আমার বাবার কিডনি প্রতিস্থাপনের সফল অপারেশনের পরে তাঁকে অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল । কিডনি দেওয়া বড় বোন রোহিনী আচার্য ও দলের জাতীয় সভাপতি দু’জনেই সুস্থ আছেন । আপনাদের প্রার্থনা ও শুভ কামনার জন্য ধন্যবাদ ।" প্রসঙ্গত, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আরজেডি নেতার কিডনি প্রতিস্থাপন করা হয়েছে ।

আরও পড়ুন: সিঙ্গাপুরে আজ লালুর কিডনি প্রতিস্থাপন, 'রক অ্যান্ড রোলের জন্য প্রস্তুত' দাতা কন্যা

Last Updated : Feb 11, 2023, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.