রাঁচি, 12 ডিসেম্বর : শারীরিক অবস্থা সংকটজনক আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের । তাঁর কিডনি 25 শতাংশ কাজ করছে বলে জানিয়েছেন চিকিৎসক উমেশ প্রসাদ । যে কোনও মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ।
চিকিৎসক উমেশ প্রসাদ জানান, "আমি এর আগেও বলেছি যে লালুপ্রসাদ যাদবের কিডনি 25% কাজ করছে । তাঁর অবস্থা উদ্বেগজনক । যেহেতু তাঁর ডায়াবেটিস রয়েছে, তাই কিডনি ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে ।"
চিকিৎসকের মতে, লালুপ্রসাদ যাদবকে অন্য কোনও হাসপাতালে স্থানান্তরিত করার দরকার নেই। কারণ, ডায়াবেটিসের কারণে কোনও ওষুধই নিরাময় করতে পারবে না ।
চিকিৎসার জন্য লালুপ্রসাদ যাদবকে অন্য কোথাও নিয়ে যাওয়া দরকার কি না সে বিষয়ে অবশ্য আদালত বা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে । হাউজ় নেফ্রোলজিস্টের সঙ্গে পরামর্শ করে লালুপ্রসাদ যাদবের চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি ।